মা তারা

Birbhum Tarapith News: তারা মায়ের বিশেষ রূপ, রাত পোহালেই দেখতে পাবেন ভক্তকূল, এক ক্লিকে এখনই দেখুন

রাত পেরোলেই আলোর উৎসবে এবং শ্যামা বন্দনায় মেতে উঠবে বাঙালি। চারিধারে সুন্দর সুন্দর আলো এবং তার সঙ্গে মাটির প্রদীপে সেজে উঠবে ঘরবাড়ি। আবার অন্যদিকে সাধক বামাক্ষ্যাপার তীর্থভূমি পূর্ণভূমি সিদ্ধপীঠ তারাপীঠ মন্দিরেও হবে এক বিশেষ পুজোর আয়োজন। (সৌভিক রায়)
রাত পেরোলেই আলোর উৎসবে এবং শ্যামা বন্দনায় মেতে উঠবে বাঙালি। চারিধারে সুন্দর সুন্দর আলো এবং তার সঙ্গে মাটির প্রদীপে সেজে উঠবে ঘরবাড়ি। আবার অন্যদিকে সাধক বামাক্ষ্যাপার তীর্থভূমি পূর্ণভূমি সিদ্ধপীঠ তারাপীঠ মন্দিরেও হবে এক বিশেষ পুজোর আয়োজন। (সৌভিক রায়)
তারাপীঠের মা তারাকে কালি রূপে সাজিয়ে তারাঅঙ্গে কালীপুজোর আয়োজন হবে। আর তারই প্রস্তুতি একেবারেই তুঙ্গে। কালী পুজোর রাতে মা তারা স্বর্ণালঙ্কারে সজ্জিত হবেন। আর স্বর্ণালঙ্কার শোভিত রাজ রাজেশ্বরী বেশে মা তারার দর্শন পাওয়ার জন্য কালী পুজোর দু’দিন আগে থেকেই তারাপীঠে দর্শনার্থীরা ভিড় করতে শুরু করেছেন।
তারাপীঠের মা তারাকে কালি রূপে সাজিয়ে তারা অঙ্গে কালীপুজোর আয়োজন হবে। আর তারই প্রস্তুতি একেবারেই তুঙ্গে। কালী পুজোর রাতে মা তারা স্বর্ণালঙ্কারে সজ্জিত হবেন। আর স্বর্ণালঙ্কার শোভিত রাজ রাজেশ্বরী বেশে মা তারার দর্শন পাওয়ার জন্য কালী পুজোর দু’দিন আগে থেকেই তারাপীঠে দর্শনার্থীরা ভিড় করতে শুরু করেছেন।
তারাপীঠ মন্দির চত্বর তো বটেই, গোটা তারাপীঠই উৎসবের আনন্দে সেজে উঠেছে। দর্শনার্থীদের জন্য ইতিমধ্যেই তারাপীঠের ছোট-বড় লজগুলি ঝকঝক করছে দীপাবলির আলোর রোশনাইয়ে। যুগ যুগ ধরে কালী, দুর্গা, জগদ্ধাত্রী, সরস্বতী সকল দেবীর আরাধনা হয় তারামূর্তিতে।
তারাপীঠ মন্দির চত্বর তো বটেই, গোটা তারাপীঠই উৎসবের আনন্দে সেজে উঠেছে। দর্শনার্থীদের জন্য ইতিমধ্যেই তারাপীঠের ছোট-বড় লজগুলি ঝকঝক করছে দীপাবলির আলোর রোশনাইয়ে। যুগ যুগ ধরে কালী, দুর্গা, জগদ্ধাত্রী, সরস্বতী সকল দেবীর আরাধনা হয় তারামূর্তিতে।
প্রথা মেনে, শ্বেত শিমূলতলা, পঞ্চমুণ্ডির আসন, বশিষ্ট ও বামদেবের সিদ্ধিলাভের জায়গা ও মায়ের পাদপদ্মে প্রদীপ জ্বালিয়ে আলোকিত করবেন সেবাইত বাড়ির মহিলারা। মা তারার স্মৃতি বিজড়িত জীবিতকুণ্ডে প্রদীপ জ্বালিয়ে ভাসিয়ে দেওয়ার চল রয়েছে এখনও।
প্রথা মেনে, শ্বেত শিমূলতলা, পঞ্চমুণ্ডির আসন, বশিষ্ট ও বামদেবের সিদ্ধিলাভের জায়গা ও মায়ের পাদপদ্মে প্রদীপ জ্বালিয়ে আলোকিত করবেন সেবাইত বাড়ির মহিলারা। মা তারার স্মৃতি বিজড়িত জীবিতকুণ্ডে প্রদীপ জ্বালিয়ে ভাসিয়ে দেওয়ার চল রয়েছে এখনও।
নিশিরাতে মাকে নানা ফুলের মালার পাশাপাশি কয়েক ভরি স্বর্ণালঙ্কারে সাজিয়ে তোলা হবে। গর্ভগৃহে একদিকে চলবে চণ্ডীপাঠ, অন্যদিকে চলবে তারা অঙ্গে দেবী কালীর আরাধনা।কালীপুজো উপলক্ষে মায়ের দু’বার অন্নভোগ হবে। সকালে স্নানের পর হবে মঙ্গলারতি ও পরে দুপুরে মাকে ভোগ নিবেদন করা হবে। নিশিরাতে দেবী তারাকে কালীরূপে পুজো করা হবে।
নিশিরাতে মাকে নানা ফুলের মালার পাশাপাশি কয়েক ভরি স্বর্ণালঙ্কারে সাজিয়ে তোলা হবে। গর্ভগৃহে একদিকে চলবে চণ্ডীপাঠ, অন্যদিকে চলবে তারা অঙ্গে দেবী কালীর আরাধনা।কালীপুজো উপলক্ষে মায়ের দু’বার অন্নভোগ হবে। সকালে স্নানের পর হবে মঙ্গলারতি ও পরে দুপুরে মাকে ভোগ নিবেদন করা হবে। নিশিরাতে দেবী তারাকে কালীরূপে পুজো করা হবে।
সাজানো হবে ডাকের সাজে। পুজো চলাকালীন ফের মায়ের আরতি ও বিশেষ অন্নভোগ দেওয়া হয়।নিরাপত্তার কথা মাথায় রেখে একদিকে যখন মন্দির কমিটির তরফ থেকে অতিরিক্ত নিরাপত্তারক্ষী নিয়োগ করা হয়েছে ঠিক অন্য জায়গায় দাঁড়িয়ে টিআরডিএ অর্থাৎ তারাপীঠ রামপুরহাট উন্নয়ন পর্ষদ এবং তারাপীঠ পুলিশ প্রশাসনের তরফ থেকে ও নিরাপত্তা ব্যবস্থা করা হচ্ছে।
সাজানো হবে ডাকের সাজে। পুজো চলাকালীন ফের মায়ের আরতি ও বিশেষ অন্নভোগ দেওয়া হয়।নিরাপত্তার কথা মাথায় রেখে একদিকে যখন মন্দির কমিটির তরফ থেকে অতিরিক্ত নিরাপত্তারক্ষী নিয়োগ করা হয়েছে ঠিক অন্য জায়গায় দাঁড়িয়ে টিআরডিএ অর্থাৎ তারাপীঠ রামপুরহাট উন্নয়ন পর্ষদ এবং তারাপীঠ পুলিশ প্রশাসনের তরফ থেকে ও নিরাপত্তা ব্যবস্থা করা হচ্ছে।