রাস্তায় দ্রুত গতিতে যাওয়ার সময়ে বাইক এবং স্কুটির মুখোমুখি সংঘর্ষ ঘটে। ঘটনাস্থলেই মৃত্যু হয় দুই যুবকের। দুর্ঘটনায় আশঙ্কাজনক অবস্থা আরও দুই যুবকের। প্রতীকী ছবি৷

Accident: স্কুল বাসের জন্য দাঁড়িয়েছিল শিশু, বেপরোয়া গতিতে ছুটে এল গাড়ি! মায়ের চোখের সামনেই…

মুক্তার সরকার, চোপড়া: স্কুল বাসের জন্য রাস্তায় মায়ের সঙ্গে অপেক্ষা করছি চার বছরের ছেলে৷ আচমকাই বেপরোয়া গতিতে এসে একটি ছোট গাড়ি ধাক্কা মারল তাকে৷ ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই খুদের৷

বুধবার সকালে মর্মান্তিক এই দুর্ঘটনার সাক্ষী থাকল উত্তর দিনাজপুরের চোপড়ার দোলুয়া এলাকা৷ মায়ের চোখের সামনেই মর্মান্তিক পরিণতি হল ওই শিশুটির৷ ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়৷

আরও পড়ুন: জেপিসি-র বৈঠকে কীভাবে রক্তারক্তি কাণ্ড? এতদিনে মুখ খুললেন কল্যাণ

জানা গিয়েছে, নিহত ওই শিশুটির নাম সুহান রাজা৷ এ দিন সকালে ৩১ নম্বর জাতীয় সড়কের উপরেই এই দুর্ঘটনা ঘটে৷ প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বেপরোয়া গতিতে শিলিগুড়ির দিক থেকে এসে গাড়িটি রাস্তার পাশে দাঁড়ানো শিশুটিকে ধাক্কা মারে৷

শোকে বিহ্বল শিশুটির মা জানান, তাঁদের স্বপ্ন ছিল ছেলেকে বড় করে পুলিশ অথবা চিকিৎসক তৈরি করবেন৷ সেই উদ্দেশ্যেই বিপুল খরচ করে একটি ভাল বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলে ভর্তি করেছিলেন তাঁরা৷ এক মুহূর্তেই সেই সমস্ত স্বপ্ন দাঁড়ি পড়ল৷
ঘটনাস্থলে পৌঁছয় চোপড়া থানার পুলিশ৷ ঘাতক গাড়িটিকে আটক করা হয়েছে৷