পুরোহিত বিনোদ তিওয়ারি জানিয়েছেন, "পুজোর থালায় এছাড়াও রাখতে হবে ধান, দূর্বা, প্রদীপ, মধু, শাঁখ। ফোঁটা দেওয়ার সময় অবশ্যই পড়তে হবে মন্ত্র।" Photo- Representative

Bhai Phonta Astro Tips: ‘ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, যম দুয়ারে পড়ল কাঁটা’ কোনভাবে সাজাবেন ভাইফোঁটার থালা, যাতে ভাইয়ের সব বিপদ টলে যাবে

ভাইফোঁটা অন্যতম একটি উৎসব। ভাই ও দাদার কপালে ফোঁটা দিয়ে দিদি ও বোনেরা মঙ্গল কামনা করেন। ভাইফোঁটার থালায় কী কী রাখা শুভ জানালেন পুরোহিত বিনোদ তিওয়ারি।
ভাইফোঁটা অন্যতম একটি উৎসব।ভাই ও দাদার কপালে ফোঁটা দিয়ে দিদি ও বোনেরা মঙ্গল কামনা করেন। ভাইফোঁটার
থালায় কী কী রাখা শুভ জানালেন পুরোহিত বিনোদ তিওয়ারি।
ভাইফোঁটার থালায় রাখতে হবে চন্দন। মাথা ঠান্ডা রাখতে সাহায্য করে চন্দন। এছাড়াও মনোনিবেশ বাড়িয়ে তোলে চন্দনের ফোঁটা।
ভাইফোঁটার থালায় রাখতে হবে চন্দন। মাথা ঠান্ডা রাখতে সাহায্য করে চন্দন। এছাড়াও মনোনিবেশ বাড়িয়ে তোলে চন্দনের ফোঁটা।
রাখতে হবে কাজল।এই কাজল অশুভ নজর থেকে বাঁচায় বলে জানালেন পুরোহিত বিনোদ তিওয়ারি।অবশ্যই এই কাজল পেতে নিতে হবে।
রাখতে হবে কাজল। এই কাজল অশুভ নজর থেকে বাঁচায় বলে জানালেন পুরোহিত বিনোদ তিওয়ারি। অবশ্যই এই কাজল পেতে নিতে হবে।
দিতে হবে দইয়ের ফোঁটা। দই অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এই জন্য পুজোতেও দই ব্যবহৃত হয়।
দিতে হবে দইয়ের ফোঁটা। দই অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এই জন্য পুজোতেও দই ব্যবহৃত হয়।
পুরোহিত বিনোদ তিওয়ারি জানিয়েছেন,
পুরোহিত বিনোদ তিওয়ারি জানিয়েছেন, “পুজোর থালায় এছাড়াও রাখতে হবে ধান, দূর্বা, প্রদীপ, মধু, শাঁখ। ফোঁটা দেওয়ার সময় অবশ্যই পড়তে হবে মন্ত্র।”