দোকানে সাজানো রয়েছে টেরাকোটার প্রদীপ

আবারও পুরনো ছন্দে ফিরছে মানুষ! চাহিদা বাড়ছে মাটির প্রদীপের

নদিয়া: এখনও সাবেকিয়ানার ছোঁয়া রয়েছে মাটির প্রদীপে, যুগের পরিবর্তন হলেও এখনও বাজার কাঁপাচ্ছে সেই মাটির প্রদীপ। দীপাবলি উৎসব উপলক্ষে নদিয়ার বিভিন্ন পটুয়াপাড়া থেকে উঠে এল এমনই চিত্র।

বৃহস্পতিবার দীপাবলি উৎসব, স্বভাবতই এই উৎসবে আলোর সাজে সেজে ওঠে বাঙালির বসতবাড়ি। একটা সময় অত্যাধুনিক বৈদতিক আলো-সহ এলইডি চায়না আলো যেন বাজার কাঁপিয়ে তুলেছিল।

হারিয়ে যেতে বসেছিল মাটির তৈরি প্রদীপ, তবে বিগত পাঁচ বছর ধরে আবার ঘুরে দাঁড়ায় মাটির প্রদীপ। সেই কারণে মৃৎশিল্পীদের আবারও মুখে ফুটে উঠল হাসি। জেলার বাইরের শহরতলী গুলিতে মাটির তৈরি প্রদীপের থেকে চাহিদা রয়েছে বৈদ্যুতিক আলোর।

আরও পড়ুন- এবার আরামবাগ, দোকানের মধ্যে ঢুকিয়ে মহিলাকে ধর্ষণ! ভয়ঙ্কর অভিযোগ

যুগের পরিবর্তনে মানুষের শখের পরিবর্তন হয়েছে, তাই শহর অঞ্চলের মানুষের বেশিরভাগ ঝোঁক বৈদ্যুতিক আলোর মধ্যেই, কিন্তু গ্রামাঞ্চলে এখনও যে মাটির প্রদীপের চাহিদা রয়েছে তার বলার অপেক্ষা রাখে না।

নদিয়ার পটুয়া পড়ার মৃৎশিল্পীরা জানাচ্ছেন, একটা সময় খুবই বাজার মন্দা গেছে, বাজারে রম রমিয়ে চলছিল বৈদ্যুতিক বিভিন্ন আলো, বেশি বাজার নিয়েছে চায়না এলইডি আলো, কিন্তু মাটির তৈরি প্রদীপের মধ্যে রয়েছে আলাদা ঐতিহ্য, সেই কারণে আবারও চাহিদা বেড়েছে মাটির তৈরি প্রদীপের।

মানুষের মনে আরও আকর্ষণ গড়ে তুলতে টেরাকোটার সাজে সাজিয়ে তোলা হচ্ছে মাটির প্রদীপগুলিকে। আর তার কারণেই আরও চাহিদা বেড়েছে প্রদীপের।

আগের থেকে বেশি সংখ্যক কর্মচারী নিয়ে প্রদীপ তৈরির কাজ করতে হচ্ছে, এখানেই স্পষ্ট আর হয়তো অন্ধকারের দিন থাকলো না, দীপাবলির উৎসবেই আলো দেখতে পাচ্ছে মৃৎশিল্পীরা।

Mainak Debnath