গামলাতেই পদ্ম

West Medinipur News: সামান্য পরিচর্যায় লাগিয়ে ফেলুন পদ্মের গাছ, এক মাসে মিলবে ফুল

গাছ লাগানো শখ? ইনডোর কিংবা আউটডোর প্ল্যান্ট ভালোবাসেন? সামান্য পরিচর্যায় লাগিয়ে ফেলুন পদ্মের গাছ।
গাছ লাগানো শখ? ইনডোর কিংবা আউটডোর প্ল্যান্ট ভালোবাসেন? সামান্য পরিচর্যায় লাগিয়ে ফেলুন পদ্মের গাছ।
সামনের আর মাত্র কটা মাস, ফুল দেবে পদ্ম। এভাবে লাগান পদ্মের গাছ। এক মাসে মিলবে ফুল।
সামনের আর মাত্র কটা মাস, ফুল দেবে পদ্ম। এভাবে লাগান পদ্মের গাছ। এক মাসে মিলবে ফুল।
পদ্মের গাছ লাগানোর জন্য প্রয়োজন নেই পুকুর কিংবা পাঁকের। মাটি, গামলা, কিংবা টবে ফুটবে পছন্দের পদ্মফুল।
পদ্মের গাছ লাগানোর জন্য প্রয়োজন নেই পুকুর কিংবা পাঁকের। মাটি, গামলা, কিংবা টবে ফুটবে পছন্দের পদ্মফুল।
কীভাবে লাগাবেন গাছ? প্রথমে একটা গামলায় সামান্য মাটি নিতে হবে। এরপর সেই মাটির উপরে সামান্য হাড় সার বা গোবর সার দিতে হবে। তার উপরে ফের মাটি দিয়ে দিতে হবে। এরপর মাটির সামান্য উপর পর্যন্ত জল রাখতে হবে।
কীভাবে লাগাবেন গাছ? প্রথমে একটা গামলায় সামান্য মাটি নিতে হবে। এরপর সেই মাটির উপরে সামান্য হাড় সার বা গোবর সার দিতে হবে। তার উপরে ফের মাটি দিয়ে দিতে হবে। এরপর মাটির সামান্য উপর পর্যন্ত জল রাখতে হবে।
মাটি তৈরি হয়ে গেলেই পদ্মের টিউবার ভালভাবে পুঁতে দিতে হবে। সেক্ষেত্রে টবেও একইভাবে লাগাতে পারে পদ্মের গাছ।
মাটি তৈরি হয়ে গেলেই পদ্মের টিউবার ভালোভাবে পুঁতে দিতে হবে। সেক্ষেত্রে টবেও একইভাবে লাগাতে পারেন পদ্মের গাছ।
বিশেষজ্ঞ সোমা বেরা বলেন, পদ্মের গাছ সামান্য পরিচর্যায় লাগানো যাবে। বাড়িতে ছাদে কিংবা ইনডোর হিসেবে টেবিলেও রাখা যেতে পারে। সামান্য পরিচর্যায় অনায়াসে এক মাসে ফুল দেবে।
বিশেষজ্ঞ সোমা বেরা বলেন, পদ্মের গাছ সামান্য পরিচর্যায় লাগানো যাবে। বাড়িতে ছাদে কিংবা ইনডোর হিসেবে টেবিলেও রাখা যেতে পারে। সামান্য পরিচর্যায় অনায়াসে এক মাসে ফুল দেবে।