কলকাতা: প্রতি বছরের মতো এবারেও ধুমধাম করে কালীপুজো আয়োজিত হতে চলেছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে। প্রতি বছরই নিষ্ঠাভরে এই পুজো নিজে বসে থেকে তদারকি করেন মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার সকাল থেকেই পুজোর আয়োজন শুরু হয়েছে বাড়িতে।
কালীপুজো উপলক্ষ্যে গান লিখেছেন ও সুর দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। গান ‘আলোর সাথে নিশীথ রাতে মা এসেছেন ঘরে।’ গানটি গেয়েছেন ইন্দ্রনীল সেন। সরকারি প্রকল্পের গান সুর মিলে ১৫০টি গান হয়ে গেল মুখ্যমন্ত্রীর।
আরও পড়ুন: মাথার ‘খাবার’ কোন ড্রাই ফ্রুট জানেন? নিয়মিত একটা খেলেই মারণরোগের দফারফা! জানুন ডাক্তারের পরামর্শ
আমার বাড়ির ব্রহ্মময়ীর চরণে শতকোটি প্রণাম জানাই। মায়ের স্নেহাশিসে মা-মাটি-মানুষের কল্যাণ হোক – এই প্রার্থনা আমার। ১৯৭৮ সালে প্রথম আমার মা এই পুজো শুরু করেন। এই বছর তা ৪৭ বছরে পা দিল। আমি যেন আজীবন এইভাবেই মায়ের সেবা করতে পারি – মায়ের চরণে এই কামনা আমার।
সকলকে জানাই দীপাবলি… pic.twitter.com/U2UpyQwQfO
— Mamata Banerjee (@MamataOfficial) October 30, 2024
গতকালই মমতা বন্দ্যোপাধ্যায় বাড়ির পুজো উপলক্ষ্যে ছবি ও ভিডিও শেয়ার করেছিলেন। তিনি লিখেছেন, ‘আমার বাড়ির ব্রহ্মময়ীর চরণে শতকোটি প্রণাম জানাই। মায়ের স্নেহাশিসে মা-মাটি-মানুষের কল্যাণ হোক – এই প্রার্থনা আমার। ১৯৭৮ সালে প্রথম আমার মা এই পুজো শুরু করেন। এই বছর তা ৪৭ বছরে পা দিল। আমি যেন আজীবন এইভাবেই মায়ের সেবা করতে পারি – মায়ের চরণে এই কামনা আমার। সকলকে জানাই দীপাবলি এবং কালীপুজোর আগাম আন্তরিক শুভনন্দন।’
আরও পড়ুন: স্বপ্নে উঁচু থেকে পড়ে যান বার বার? আচমকা শরীর কেঁপে ওঠে? কী অর্থ এমন স্বপ্নের! কীসের ইঙ্গিত জানুন
দীপান্বিতা কালীপুজোর তিথির আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির কালী প্রতিমার ছবিও শেয়ার করেছেন তিনি। প্রত্যেক বছরই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হরিশ চ্যাটার্জি স্ট্রিটের বাড়িতে কালীপুজো আয়োজিত হয়। সেই পুজোয় নেতা, মন্ত্রী, বিধায়ক, সাংসদ থেকে প্রশাসনিক আমলারাও থাকেন উপস্থিত। দেখা যায় বহু সেলেব থেকে তারকা খেলোয়াড়কে। মুখ্যমন্ত্রীর বাড়ির পুজো দেখতে কালীঘাটে ভিড় জমান বহু মানুষ। এই দিনে নবনীড় বৃদ্ধাশ্রমের আবাসিকদের বাড়িতে নিয়ে আসার ব্যবস্থা করেন মমতা।
আবীর ঘোষাল