Kali Puja 2024: রাজ্যজুড়ে শক্তির আরাধনা, বারাসতের ‘রাইজিং স্টার’-এর থিম রুদ্ররূপে রুদ্রাণী

রাজ্যজুড়ে শক্তির আরাধনা, বারাসতের ‘রাইজিং স্টার’-এর থিম রুদ্ররূপে রুদ্রাণী। কার্ত্তিক মাসের অমাবস্যা তিথিতে কালীপুজো হয়। পঞ্জিকা মতে নিশিতা কালে এই পুজো হয়। এ বছর কার্ত্তিক অমাবস্যা আজ ৩১ অক্টোবর (১৪ কার্তিক), বৃহস্পতিবার। অমাবস্যা তিথি – ৩১ অক্টোবর, ঘ ৩/৭/৪২ থেকে ১ নভেম্বর সন্ধ্যা ৫/৮/৭ মিনিট পর্যন্ত অমাবস্যা তিথি থাকবে। ৩১ অক্টোবর, বৃহস্পতিবার ৩:৫২ মিনিটে অমাবস্যা তিথি শুরু হবে। পরের দিন অর্থাৎ ১ নভেম্বর শুক্রবার ১২:৪৮ মিনিটে অমাবস্যা ছাড়বে। কালীপুজো মধ্যরাত্রি পর্যন্ত চলে, শুরুও হয় রাতেই, তাই ৩১ অক্টোবর পুজো হবে। কালীপুজোর শুভ মুহূর্ত ৩১ অক্টোবর অর্থাৎ আজ বৃহস্পতিবার ১১:৪৮ মিনিট থেকে ১ নভেম্বর শুক্রবার ১২:৪৮ মিনিট পর্যন্ত।