কেউ বলে টুথপেস্ট, কারও মতে বরফ...বাজি ফাটাতে হাত পুড়লে ঠিক কী করা উচিত? বড় ভুল ভাঙলেন বিশেষজ্ঞ, এখনই জানুন

Diwali 2024: কেউ বলে টুথপেস্ট, কারও মতে বরফ…বাজি ফাটাতে গিয়ে হাত পুড়লে ঠিক কী করা উচিত? বড় ভুল ভাঙলেন বিশেষজ্ঞ, এখনই জানুন

দীপাবলীতে আলোর উত্‍সবে মেতে উঠেছে গোটা দেশ। প্রদীপ, মোমবাতি থেকে আধুনিক টুনি বাল্বের জৌলুসে চেনা বাড়িগুলিকেই চেনা দায়। তবে দীপাবলিতে আলো জ্বালাবার পাশাপাশি বাজি ফাটাতেও অনেকেই পছন্দ করেন।
দীপাবলীতে আলোর উত্‍সবে মেতে উঠেছে গোটা দেশ। প্রদীপ, মোমবাতি থেকে আধুনিক টুনি বাল্বের জৌলুসে চেনা বাড়িগুলিকেই চেনা দায়। তবে দীপাবলিতে আলো জ্বালাবার পাশাপাশি বাজি ফাটাতেও অনেকেই পছন্দ করেন।
বিশেষত আতশবাজি ফাটাতে বাড়ির খুদে সদস‍্যরা খুবই ভালবাসে। তবে আতশবাজি ফাটানোর ক্ষেত্রে বেশ কয়েকটি বিধিনিষেধ না মানলে হতে পারে সমূহ বিপদ।
বিশেষত আতশবাজি ফাটাতে বাড়ির খুদে সদস‍্যরা খুবই ভালবাসে। তবে আতশবাজি ফাটানোর ক্ষেত্রে বেশ কয়েকটি বিধিনিষেধ না মানলে হতে পারে সমূহ বিপদ।
প্রায়শই শোনা যায়, আতশবাজি ফাটাতে গিয়ে দুর্ঘটনা বশত হাত পুড়ে যায়। কিন্তু হাত পুড়ে গেলে ঠিক কী করা উচিত তা অনেকেই জানেন না। ভুলভাল প্রাথমিক চিকিত্‍সার ফলে পোড়া জায়গা ভয়ঙ্কর হয়ে উঠতে পারে।
প্রায়শই শোনা যায়, আতশবাজি ফাটাতে গিয়ে দুর্ঘটনা বশত হাত পুড়ে যায়। কিন্তু হাত পুড়ে গেলে ঠিক কী করা উচিত তা অনেকেই জানেন না। ভুলভাল প্রাথমিক চিকিত্‍সার ফলে পোড়া জায়গা ভয়ঙ্কর হয়ে উঠতে পারে।
বাজি থেকে হাত পুড়ে গেলে কেউ টুথপেস্ট লাগানোর পরামর্শ দেয়, কেউ বলে জল দিতে, কেউ আবার জ্বালা পোড়া ত্বকে বরফ এনে লাগিয়ে দেয়।
বাজি থেকে হাত পুড়ে গেলে কেউ টুথপেস্ট লাগানোর পরামর্শ দেয়, কেউ বলে জল দিতে, কেউ আবার জ্বালা পোড়া ত্বকে বরফ এনে লাগিয়ে দেয়।
কিন্তু এগুলির মধ‍্যে সঠিক কোনটা? নাকি সবকটিই ভুল? এজন্যই ডাঃ অগ্নি কুমার বসু তাঁর সোশ‍্যাল মিডিয়া অ‍্যাকাউন্টে এই সংক্রান্ত সমস্ত বিভ্রান্তি দূর করলেন।
কিন্তু এগুলির মধ‍্যে সঠিক কোনটা? নাকি সবকটিই ভুল? এজন্যই ডাঃ অগ্নি কুমার বসু তাঁর সোশ‍্যাল মিডিয়া অ‍্যাকাউন্টে এই সংক্রান্ত সমস্ত বিভ্রান্তি দূর করলেন।
চিকিত্‍সক অগ্নি কুমার একজন চর্মরোগ বিশেষজ্ঞ। তিনি জানালেন আতশবাজিতে পুড়ে কী করা উচিত, আর কী করা একেবারেই উচিত নয়।
চিকিত্‍সক অগ্নি কুমার একজন চর্মরোগ বিশেষজ্ঞ। তিনি জানালেন আতশবাজিতে পুড়ে কী করা উচিত, আর কী করা একেবারেই উচিত নয়।
চিকিত্‍সকের মতে, দীপাবলিতে যদি পটকা ইত্যাদির কারণে আপনার ত্বক পুড়ে যায়, তবে প্রথমে আপনার পোড়া ত্বককে ঠান্ডা প্রবাহিত জলের নীচে আনুন। অর্থাত্‍ ট‍্যাপের নীচে হাত রাখুন।

চিকিত্‍সকের মতে, দীপাবলিতে যদি পটকা ইত্যাদির কারণে আপনার ত্বক পুড়ে যায়, তবে প্রথমে আপনার পোড়া ত্বককে ঠান্ডা প্রবাহিত জলের নীচে আনুন। অর্থাত্‍ ট‍্যাপের নীচে হাত রাখুন।
পোড়া জায়গায় অনেকেই বরফ লাগাবার পরামর্শ দেন। কিন্তু চিকিত্‍সকের মতে এটা মোটেই সঠিক উপায় নয়। বরফ সরাসরি পোড়া জায়গায় প্রয়োগ করা উচিত নয় কারণ এটি ভালোর চেয়ে বেশি ক্ষতি করতে পারে। পোড়া জায়গায় বরফ লাগালে তা আরও বেশি পুড়ে যেতে পারে। তাই বরফ লাগানো একেবারেই অনুচিত।
পোড়া জায়গায় অনেকেই বরফ লাগাবার পরামর্শ দেন। কিন্তু চিকিত্‍সকের মতে এটা মোটেই সঠিক উপায় নয়। বরফ সরাসরি পোড়া জায়গায় প্রয়োগ করা উচিত নয় কারণ এটি ভালোর চেয়ে বেশি ক্ষতি করতে পারে। পোড়া জায়গায় বরফ লাগালে তা আরও বেশি পুড়ে যেতে পারে। তাই বরফ লাগানো একেবারেই অনুচিত।
পোড়া জায়গায় প্লেইন অ্যান্টিবায়োটিক ক্রিম লাগান এবং তার উপর একটি ব্যান্ডেজ রাখুন এবং টেপ দিয়ে বেঁধে দিন। তুলা কখনই সরাসরি পোড়া জায়গায় প্রয়োগ করা উচিত নয় কারণ তুলার তন্তু ক্ষতস্থানে লেগে থাকতে পারে।
পোড়া জায়গায় প্লেইন অ্যান্টিবায়োটিক ক্রিম লাগান এবং তার উপর একটি ব্যান্ডেজ রাখুন এবং টেপ দিয়ে বেঁধে দিন। তুলা কখনই সরাসরি পোড়া জায়গায় প্রয়োগ করা উচিত নয় কারণ তুলার তন্তু ক্ষতস্থানে লেগে থাকতে পারে।
ফলে ক্ষতকে আরও বাড়িয়ে তুলতে পারে। এ ছাড়া যখনই ড্রেসিং করবেন, ক্ষতস্থানে তুলা আটকে গেলে আরও সমস্যা হবে এবং ব্যথাও বাড়বে।
ফলে ক্ষতকে আরও বাড়িয়ে তুলতে পারে। এ ছাড়া যখনই ড্রেসিং করবেন, ক্ষতস্থানে তুলা আটকে গেলে আরও সমস্যা হবে এবং ব্যথাও বাড়বে।(Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন)