IPL 2025 10 Teams Retention List: আইপিএলের ১০ দল ধরে রাখল কাদের? রিটেনশন তালিকায় বড় চমক, জানুন বিস্তারিত

সব প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে আইপিএলের ১০টি দল ঘোষণা করল তাদের আইপিএল ২০২৫-এর রিটেনশন তালিকা। কোন দল কাদের ধরে রাখল আর কাদের ছেড়ে দিল দেখে নিন এক ঝলকে।
সব প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে আইপিএলের ১০টি দল ঘোষণা করল তাদের আইপিএল ২০২৫-এর রিটেনশন তালিকা। কোন দল কাদের ধরে রাখল আর কাদের ছেড়ে দিল দেখে নিন এক ঝলকে।
জল্পনা সত্যি করে অধিনায়ক শ্রেয়স আইয়ারকে ছেড়ে দিল কলকাতা নাইট রাইডার্স। কেকেআর ,মোট ৬ জনকেই রিটেন করেছে। সেই তালিকায় রয়েছে আন্দ্রে রাসেল, সুনীল নারাইন, রিঙ্কু সিং, বরুণ চক্রবর্তী, হর্ষিত রানা এবং রমনদীপ সিং।
জল্পনা সত্যি করে অধিনায়ক শ্রেয়স আইয়ারকে ছেড়ে দিল কলকাতা নাইট রাইডার্স। কেকেআর ,মোট ৬ জনকেই রিটেন করেছে। সেই তালিকায় রয়েছে আন্দ্রে রাসেল, সুনীল নারাইন, রিঙ্কু সিং, বরুণ চক্রবর্তী, হর্ষিত রানা এবং রমনদীপ সিং।
মুম্বই দল রোহিত শর্মাকে ধরে রাখবে কিনা তা নিয়েও জল্পনা ছিল। তবে মুম্বই দলের রিটেনশন তালিকায় রয়েছে রোহিত শর্মার নাম। রোহিত শর্মা ছাড়া মুম্বই ধরে রেখেছে জশপ্রীত বুমরাহ, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া এবং তিলক বর্মা।
মুম্বই দল রোহিত শর্মাকে ধরে রাখবে কিনা তা নিয়েও জল্পনা ছিল। তবে মুম্বই দলের রিটেনশন তালিকায় রয়েছে রোহিত শর্মার নাম। রোহিত শর্মা ছাড়া মুম্বই ধরে রেখেছে জশপ্রীত বুমরাহ, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া এবং তিলক বর্মা।
সিএসকের রিটেনশন তালিকার দিকেও নজর ছিল ক্রিকেট ফ্যানেদের। ৫ বারের আইপিএল চ্যাম্পিয়ন দল ধরে রাখল এমএস ধোনি, রুতুরাজ গায়কোয়াড়, রবীন্দ্র জাদেজা, মাথিসা পাথিরানা এবং শিবম দুবেকে।
সিএসকের রিটেনশন তালিকার দিকেও নজর ছিল ক্রিকেট ফ্যানেদের। ৫ বারের আইপিএল চ্যাম্পিয়ন দল ধরে রাখল এমএস ধোনি, রুতুরাজ গায়কোয়াড়, রবীন্দ্র জাদেজা, মাথিসা পাথিরানা এবং শিবম দুবেকে।
রিটেনশন তালিকায় চমক দিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। দলে একাধিক তারকা ক্রিকেটার থাকলেও শুধুমাত্র বিরাট কোহলি ছাড়া আর কাউকে ধরে রাখেনি আরসিবি। কোহলি ছাড়াও রজত পাতিদার ও যশ দয়ালতে ধরে রেখেছে আরসিবি।
রিটেনশন তালিকায় চমক দিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। দলে একাধিক তারকা ক্রিকেটার থাকলেও শুধুমাত্র বিরাট কোহলি ছাড়া আর কাউকে ধরে রাখেনি আরসিবি। কোহলি ছাড়াও রজত পাতিদার ও যশ দয়ালতে ধরে রেখেছে আরসিবি।
মোট পাঁচজনকে রিটেন করেছে গতবারে আইপিএল রানার্সআপ দল সানরাইজার্স হায়দরাবাদ। অধিনায়ক প্যাট কামিন্সকে ধরে রাখল হায়দরাবাদ। সেই সঙ্গে দলে রইলেন অভিষেক শর্মা, হেনরিখ ক্লাসেন, নীতীশ কুমার রেড্ডি এবং ট্রেভিস হেড।
মোট পাঁচজনকে রিটেন করেছে গতবারে আইপিএল রানার্সআপ দল সানরাইজার্স হায়দরাবাদ। অধিনায়ক প্যাট কামিন্সকে ধরে রাখল হায়দরাবাদ। সেই সঙ্গে দলে রইলেন অভিষেক শর্মা, হেনরিখ ক্লাসেন, নীতীশ কুমার রেড্ডি এবং ট্রেভিস হেড।
রিটেনশন তালিকায় বড় চমক দিয়েছে দিল্লি ক্যাপিটালস। জল্পনা সত্যি করে ঋষভ পন্থকে রিলিজ করেছে দিল্লি। দিল্লি ক্যাপিটালস রিলিজ করেছে অক্ষর পটেল, কুলদীপ যাদব, ট্রিস্টান স্টাবস এবং অভিষেক পোড়েলকে।
রিটেনশন তালিকায় বড় চমক দিয়েছে দিল্লি ক্যাপিটালস। জল্পনা সত্যি করে ঋষভ পন্থকে রিলিজ করেছে দিল্লি। দিল্লি ক্যাপিটালস রিলিজ করেছে অক্ষর পটেল, কুলদীপ যাদব, ট্রিস্টান স্টাবস এবং অভিষেক পোড়েলকে।
গুজরাত টাইটান্স রিটেন করেছে মোট পাঁচ জন ক্রিকেটারকে। খুব একটা বড় চমক নেই সেখানে। গুজরাত টাইটান্স ধরে রেখেছে অধিনায়ক শুভমান গিল ও রাশিদ খান, সাই সুদর্শন, রাহুল তেওয়াটিয়া এবং শাহরুখ খানকে।
গুজরাত টাইটান্স রিটেন করেছে মোট পাঁচ জন ক্রিকেটারকে। খুব একটা বড় চমক নেই সেখানে। গুজরাত টাইটান্স ধরে রেখেছে অধিনায়ক শুভমান গিল ও রাশিদ খান, সাই সুদর্শন, রাহুল তেওয়াটিয়া এবং শাহরুখ খানকে।
রাজস্থান রয়্যালসও চমক দিয়েছে রিটেনশন তালিকায়। তারা ছেড়ে দিয়েছে দলের দুই তারকা স্পিনার রবিচন্দ্রন অশ্বিন ও যুজবেন্দ্র চাহলকে। রাজস্থান ধরে রেখেছে অধিনায়ক সঞ্জু স্যামসন ও যশস্বী জয়সওয়াল, শিমরন হেটমায়ার, ধ্রুব জুরেল, সন্দীপ শর্মা এবং রিয়ান পরাগকে।
রাজস্থান রয়্যালসও চমক দিয়েছে রিটেনশন তালিকায়। তারা ছেড়ে দিয়েছে দলের দুই তারকা স্পিনার রবিচন্দ্রন অশ্বিন ও যুজবেন্দ্র চাহলকে। রাজস্থান ধরে রেখেছে অধিনায়ক সঞ্জু স্যামসন ও যশস্বী জয়সওয়াল, শিমরন হেটমায়ার, ধ্রুব জুরেল, সন্দীপ শর্মা এবং রিয়ান পরাগকে।
কেএল রাহুল লখনউ সুপার জায়ান্টস ছাড়তে পারে বলে জল্পনা ছিল। রিটেনশন তালিকায় নাম নেই কেএল রাহুলের। এলএসজি ধরে রেখেছে নিকোলাস পুরান, রবি বিষ্ণোই, মায়াঙ্ক যাদব, আয়ুষ বাদোনি এবং মোহসিন খানকে।
কেএল রাহুল লখনউ সুপার জায়ান্টস ছাড়তে পারে বলে জল্পনা ছিল। রিটেনশন তালিকায় নাম নেই কেএল রাহুলের। এলএসজি ধরে রেখেছে নিকোলাস পুরান, রবি বিষ্ণোই, মায়াঙ্ক যাদব, আয়ুষ বাদোনি এবং মোহসিন খানকে।
দলের কোনও নামী তারকাকেই ধরে রাখেনি পঞ্জাব কিংস। একমাত্র দল হিসেবে দুজন আনক্যাপড ক্রিকেটারকে রিটেন করেছে প্রীতি জিন্টার দল। পিবিকেএস রিটেন করেছে শশাঙ্ক সিং এবং প্রভসিমরন সিংকে।
দলের কোনও নামী তারকাকেই ধরে রাখেনি পঞ্জাব কিংস। একমাত্র দল হিসেবে দুজন আনক্যাপড ক্রিকেটারকে রিটেন করেছে প্রীতি জিন্টার দল। পিবিকেএস রিটেন করেছে শশাঙ্ক সিং এবং প্রভসিমরন সিংকে।