অক্টোবরের শেষে বৃষ্টিতে ভিজবে বাংলা, এমনই পূর্বাভাস হাওয়া অফিসের। হাওয়া অফিসে রিপোর্ট অনুযায়ী জানা যায়, রাজ্যের উত্তর থেকে দক্ষিণবঙ্গ সব জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টির সম্ভাবনা না থাকলেও, বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত ভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে।

IMD Weather Update: দিওয়ালি-কালীপুজোয় বৃষ্টির পূর্বাভাস কলকাতা-সহ ৭ জেলায়, আবহাওয়ার আপডেট দেখুন

কালীপুজোর মধ্যেই কি ফের বৃষ্টি বাংলায়? আলিপুর আবহাওয়া দফতরের আবহাওয়া আপডেট দিয়েছেন অধিকর্তা হাবিবুর রহমান বিশ্বাস। কী জানালেন তিনি? আগামী দু’দিন বিক্ষিপ্ত ভাবে খুব হালকা বৃষ্টি কোনও কোনও জেলার কিছু অংশে। কিছু জেলায় স্থানীয়ভাবে দু-এক জায়গায় বৃষ্টির সম্ভাবনা। মূলত বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা। ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।
দক্ষিণবঙ্গে বৃহস্পতিবার হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা বেশি থাকবে কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলায়। শুক্রবারেও হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা থাকবে পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনা জেলায়।