কলকাতাঃ রাত পর্যন্ত পুজোর আয়োজন সারলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। এ বছর তাঁর পুজো পদার্পণ করল ৪৭ বছরে৷ বৃহস্পতিবার পুজোর আয়োজন ও অতিথি আপ্যায়নকে ঘিরে তিনি ব্যস্ত ছিলেন৷ কালীপূজা উপলক্ষ্যে সাধারণ মানুষ মুখ্যমন্ত্রীর বাড়িতে যান। তাঁদের সঙ্গেও খোশ মেজাজে কথা বলতে দেখা যায় মুখ্যমন্ত্রী। প্রায় মধ্যরাত পর্যন্ত সাধারণ মানুষ এবার হাজির ছিলেন সেখানে।
আরও পড়ুনঃ ৪৭ বছরে মমতার বাড়ির কালীপুজো, এ বারের পুজোয় বড় চমক মুখ্যমন্ত্রীর! ‘সঙ্গে’ ইন্দ্রনীল
এবারের পুজোর আয়োজনে গ্রাম বাংলার সংস্কৃতি তুলে ধরা হয়েছিল তাঁর বাড়ির পুজোয়৷ পাকা ধানের শীষ, লক্ষ্মীর ভান্ডার (ভাঁড়), মাটির সরা দিয়ে সাজানো হয়েছিল তাঁর বাড়ির পুজোয়। গ্রামের কৃষ্টি তুলে ধরা হয়েছে।চোখের অপারেশন করিয়ে শহরে ফিরেছেন অভিষেক বন্দোপাধ্যায়। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক হাজির ছিলেন বাড়ির পুজোয়৷ চোখে কালো চশমা পড়ে তাঁকেও পুজোর উপাচার অনুষ্ঠানে যোগ দিতে দেখা যায়।
মুখ্যমন্ত্রীর বাড়ির পুজোয় হাজির ছিলেন সাংসদ সুদীপ বন্দোপাধ্যায়, দেব, জুন মালিয়া, সায়নী ঘোষ, প্রতিমা মন্ডল, ডেরেক ও ব্রায়েন। এছাড়া বিধায়কদের অনেকে এসেছিলেন। ছিলেন সায়ন্তিকা বন্দোপাধ্যায়, নুসরাত জাহান। মন্ত্রীদের মধ্যে ফিরহাদ হাকিম, অরুপ বিশ্বাস, শশী পাঁজা, মানস ভুঁইয়া, প্রদীপ মজুমদার উপস্থিত ছিলেন। এছাড়া সকন্যা মুখ্যসচিব, স্বরাষ্ট্র সচিব, স্বাস্থ্যসচিব। রাজ্য পুলিশের ডিজি, কলকাতার পুলিশ কমিশনার-সহ একাধিক আধিকারিক হাজির ছিলেন৷ শিল্পপতিদের অনেককেও আসতে দেখা যায়। বাড়ির পুজোয় আঁকতেও দেখা যায় মমতা বন্দোপাধ্যায়কে।