ভাইফোঁটা ২০২৪

Bhai Phota 2024: রবিবার ১৩২ মিনিট খুবই শুভ, পঞ্জিকা মতে ঠিক এই সময়ের মধ্যে দিন ভাইফোঁটা, ভাই-দাদা থাকবে আজীবন সুরক্ষিত

*কালীপুজো এবং দীপাবলির ঠিক পরেই বাঙালির ঘরে ঘরে উদযাপিত হয় ভাইফোঁটা৷ আশ্বিন বা কার্তিক মাসের শুক্লাপক্ষের দ্বিতীয়া তিথিতে দাদা বা ভাইয়ের কপালে মঙ্গলতিলক এঁকে শুভকামনা করেন বোন বা দিদির তরফে৷ সংগৃহীত ছবি।
*কালীপুজো এবং দীপাবলির ঠিক পরেই বাঙালির ঘরে ঘরে উদযাপিত হয় ভাইফোঁটা৷ আশ্বিন বা কার্তিক মাসের শুক্লাপক্ষের দ্বিতীয়া তিথিতে দাদা বা ভাইয়ের কপালে মঙ্গলতিলক এঁকে শুভকামনা করেন বোন বা দিদির তরফে৷ সংগৃহীত ছবি।
*কিছু জায়গায় প্রতিপদে ভাইফোঁটা হয়। অবশ্য বেশিরভাগ জায়গাতেই দ্বিতীয়াতে ফোঁটা দেওয়ার প্রচলন। এই উপলক্ষে বোনেরা ভাইয়ের কপালে তিলক লাগান এবং তাঁদের দীর্ঘায়ু কামনা করেন। বোন তাঁর জন্য করা সমস্ত পরিশ্রমের জন্য ভাইকে উপহার দেন। ভাইও উপহার দেন বোনকে। সংগৃহীত ছবি।
*কিছু জায়গায় প্রতিপদে ভাইফোঁটা হয়। অবশ্য বেশিরভাগ জায়গাতেই দ্বিতীয়াতে ফোঁটা দেওয়ার প্রচলন। এই উপলক্ষে বোনেরা ভাইয়ের কপালে তিলক লাগান এবং তাঁদের দীর্ঘায়ু কামনা করেন। বোন তাঁর জন্য করা সমস্ত পরিশ্রমের জন্য ভাইকে উপহার দেন। ভাইও উপহার দেন বোনকে। সংগৃহীত ছবি।
*তিলকের পরে অনেকে ভাইকে আরতির থালায় প্লেটে সিঁদুর, চন্দন, ফল, ফুল, মিষ্টি এবং সুপারি থাকতে হবে। আরতির আগে ফল, সুপারি, স্ফটিক চিনি, পান, কালো ছোলা দেন। সংগৃহীত ছবি।
*তিলকের পরে অনেকে ভাইকে আরতির থালায় প্লেটে সিঁদুর, চন্দন, ফল, ফুল, মিষ্টি এবং সুপারি থাকতে হবে। আরতির আগে ফল, সুপারি, স্ফটিক চিনি, পান, কালো ছোলা দেন। সংগৃহীত ছবি।
*এই বছর ভাইফোঁটা অথবা ভাইদুজ কবে পড়ছে? আর কতক্ষণ থাকবে এই তিথি? জেনে নিন ভাইফোঁটার তারিখ। ভাইফোঁটার তারিখ, ৩ নভেম্বর, ২০২৪। দিনটি রবিবার। তিলকের সময় ১৩:১০:২৭ থেকে ১৫:২২:১৮। স্থিতিকাল: ২ ঘণ্টা ১১ মিনিট। সংগৃহীত ছবি।
*এই বছর ভাইফোঁটা অথবা ভাইদুজ কবে পড়ছে? আর কতক্ষণ থাকবে এই তিথি? জেনে নিন ভাইফোঁটার তারিখ। ভাইফোঁটার তারিখ, ৩ নভেম্বর, ২০২৪। দিনটি রবিবার। তিলকের সময় ১৩:১০:২৭ থেকে ১৫:২২:১৮। স্থিতিকাল: ২ ঘণ্টা ১১ মিনিট। সংগৃহীত ছবি।
*ভাইফোঁটার মন্ত্র ভুলে যাননি তো? ভাইফোঁটার মন্ত্র ফের একবার ঝালিয়ে নিচেই পারেন। 'ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, যমের দুয়ারে পড়ল কাঁটা। যমুনা দেয় যমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা, যমুনার হাতে ফোঁটা পেয়ে যম হল অমর। আমার হাতে ফোঁটা খেয়ে আমার ভাই হোক অমর।' সংগৃহীত ছবি।
*ভাইফোঁটার মন্ত্র ভুলে যাননি তো? ভাইফোঁটার মন্ত্র ফের একবার ঝালিয়ে নিচেই পারেন। ‘ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, যমের দুয়ারে পড়ল কাঁটা। যমুনা দেয় যমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা, যমুনার হাতে ফোঁটা পেয়ে যম হল অমর। আমার হাতে ফোঁটা খেয়ে আমার ভাই হোক অমর।’ সংগৃহীত ছবি।
*২০২৪ ভাইফোঁটার শুভ মুহূর্তে পরের বছর ভাইফোঁটা পড়ছে রবিবার। ২০২৪ সালে ৩ নভেম্বর পড়ছে ভাইফোঁটার তিথি। তবে সরকারি ছুটির তালিকায় সোমাবর ৪ নভেম্বর রয়েছে। সংগৃহীত ছবি।
*২০২৪ ভাইফোঁটার শুভ মুহূর্তে পরের বছর ভাইফোঁটা পড়ছে রবিবার। ২০২৪ সালে ৩ নভেম্বর পড়ছে ভাইফোঁটার তিথি। তবে সরকারি ছুটির তালিকায় সোমাবর ৪ নভেম্বর রয়েছে। সংগৃহীত ছবি।
*ভাইফোঁটার তিথি ৩ নভেম্বর শুরু হচ্ছে। পঞ্চাং বলছে, ৩ নভেম্বর ২০২৪ সালে দুপুর ১ টা ১০ মিনিট থেকে ৩ টে ২২ মিনিট পর্যন্ত ফোঁটা দেওয়ার শুভ মুহূর্ত রয়েছে যাঁরা 'ভাই দুজ' পালন করবেন তাঁদের জন্য। সংগৃহীত ছবি।
*ভাইফোঁটার তিথি ৩ নভেম্বর শুরু হচ্ছে। পঞ্চাং বলছে, ৩ নভেম্বর ২০২৪ সালে দুপুর ১ টা ১০ মিনিট থেকে ৩ টে ২২ মিনিট পর্যন্ত ফোঁটা দেওয়ার শুভ মুহূর্ত রয়েছে যাঁরা ‘ভাই দুজ’ পালন করবেন তাঁদের জন্য। সংগৃহীত ছবি।
*বাঙালিদের মধ্যে খুব একটা প্রচলিত না হলেও কালীপুজোর পরের দিনটি অনেক জায়গায় গোবর্ধন পুজো হিসেবে পালিত হয়। এই দিনেই শ্রীকৃষ্ণ গোকূলবাসীকে রক্ষা করতে গিরি গোবর্ধন তাঁর আঙুলের ডগায় তুলেছিলেন বলে মনে করা হয়। সংগৃহীত ছবি।
*বাঙালিদের মধ্যে খুব একটা প্রচলিত না হলেও কালীপুজোর পরের দিনটি অনেক জায়গায় গোবর্ধন পুজো হিসেবে পালিত হয়। এই দিনেই শ্রীকৃষ্ণ গোকূলবাসীকে রক্ষা করতে গিরি গোবর্ধন তাঁর আঙুলের ডগায় তুলেছিলেন বলে মনে করা হয়। সংগৃহীত ছবি।