বাজি নয়, দাউদাউ জ্বলছে কড়কড়ে ৫০০ টাকার নোট! দীপাবলির দিনে ভাইরাল ভিডিও! দেখলে চমকে যাবেন Diwali 2024 viral video of burning crisp notes from ATM a man burns notes instead of crackers set money on fire here is the truth

Burning Crisp Notes from ATM: বাজি নয়, দাউদাউ জ্বলছে কড়কড়ে ৫০০ টাকার নোট! দীপাবলির দিনে ভাইরাল ভিডিও! দেখলে চমকে যাবেন

দীপাবলির দিনে মানুষ লক্ষ্মীর পূজা করে। এর জন্য প্রস্তুতি বেশ আগে থেকেই শুরু হয়। সবাই নিজেদের ঘরবাড়ি পরিষ্কার করেন এবং দেবী লক্ষ্মীর আগমনের জন্য প্রস্তুত হয়। লক্ষ্মী মানে টাকা। বর্তমান সময়ে সবার কাছে টাকার গুরুত্ব অনেক বেড়ে গিয়েছে। টাকা ছাড়া দুনিয়া অচল! তবে সম্প্রতি যে ঘটনা দেখা গেল, তাতে এই বিশ্বাস টলে যেতে বাধ্য।

এই দীপাবলিতে সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে ভিন্ন প্রবণতা। দীপাবলিতে মানুষ বাজি পোড়ায়, আনন্দ করে। তবে এবার দেখা গেল অন্যরকম কিছু করতে। নিজের চোখে না দেখলে বিশ্বাস করবেন না! বাজির বদলে কড়কড়ে নোট পোড়ালেন কেউ কেউ! সেই ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। দেখুন।

আরও পড়ুন- নাক ও ঠোঁটের মাঝের ‘অংশ’কে কী বলে? কেউ বলতে পারেনি…! আপনি কি পারবেন?

 

View this post on Instagram

 

A post shared by Dinesh Bos (@kumardineshbhai049)

পোড়া নোট ভাইরাল হওয়া ভিডিওতে লোকজনকে একশ ও পাঁচশ টাকার নোট পোড়াতে দেখা গিয়েছে। মাটিতে রাখা এই নোটগুলো দেশলাই কাঠি দিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়। এর পরেই সব নোট জ্বলতে থাকে। তাৎক্ষণিকভাবে আগুন যে নিভে গেছে তা নয়। আগুন লাগার পরে, নোটগুলি ছাই হয়ে যাওয়া পর্যন্ত জ্বলতে দেখা যায়।

লোকে বলেছে এভাবে নোট পোড়ানোর ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার হতেই ভাইরাল হয়ে যায়। ভিডিওটি দেখার পর অনেকেই ক্ষোভ প্রকাশ করলেও অনেকে মন্তব্যে লিখেছেন এই নোটগুলো জাল। জাল নোট পোড়ানো হয়েছিল বলেই সবার অনুমান।

তবে, সূত্রের খবর, দীপাবলিতে দূষণের মাত্রা বৃদ্ধির কারণে পটকা না পোড়ানোর আবেদন করা হয়েছিল। এতেই লোকজন সরাসরি টাকায় আগুন লাগিয়ে তার ভিডিও শেয়ার করেন।