প্রধানমন্ত্রীর অর্থনৈতিক পরামর্শদাতা পরিষদের প্রধান বিবেক দেবরায় প্রয়াত! শোকবার্তা মমতারও

Bibek Debroy Death: প্রধানমন্ত্রীর অর্থনৈতিক পরামর্শদাতা পরিষদের প্রধান বিবেক দেবরায় প্রয়াত! শোকবার্তা মমতারও

নয়াদিল্লি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অর্থনৈতিক পরামর্শদাতা পরিষদের প্রধান বিবেক দেবরায় শুক্রবার ৬৯ বছর বয়সে প্রয়াত।

বিবেক দেবরায় পদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত ছিলেন এবং তিনি পূর্বে পুনের গোকালে ইনস্টিটিউট অফ পলিটিক্স অ্যান্ড ইকোনমিক্সের চ্যান্সেলর হিসেবে কাজ করেছেন। তিনি ৫ জুন ২০১৯ পর্যন্ত নীতি আয়োগের সদস্য ছিলেন। বিবেক দেবরায় বিভিন্ন বই ও নিবন্ধের লেখক এবং সম্পাদক ছিলেন এবং বেশ কয়েকটি পত্রিকায় পরামর্শদাতা এবং গেস্ট সম্পাদক হিসাবেও কাজ করেছেন।

আরও পড়ুন: দীপাবলির উৎসবে জোড়া খুন, বাজি ফাটানোর সময় গুলিবিদ্ধ কাকা-ভাইপো! দেখুন ভিডিও

মুখ্যমন্ত্রীর শোক প্রকাশ – মমতা বন্দ্যোপাধ্যায় শোক প্রকাশ করে টুইট করেছেন৷ লিখেছেন, “বিবেক দেবরায়ের অকাল মৃত্যুর সংবাদে দুঃখিত। উনি একজন বিশিষ্ট অর্থনীতিবিদ এবং প্রধানমন্ত্রীর অর্থনৈতিক পরামর্শদাতা পরিষদের চেয়ারম্যান ছিলেন। উনি বাংলার এক প্রতিভাবান সন্তান এবং খ্যাতিমান পণ্ডিত ছিলেন। উনি আমাদের মনে থেকে যাবেন। শোকাহত পরিবার এবং বন্ধুদের প্রতি সমবেদনা জানাই।”

প্রধানমন্ত্রীর শোক প্রকাশ – দেশের প্রধানমন্ত্রী বিবেক দেবরায়ের মৃত্যুর জন্য শোক প্রকাশ করেছেন এবং তার বিভিন্ন ক্ষেত্রে ভূমিকা ও উৎসাহের কথা স্মরণ করেছেন।

আরও পড়ুন: ছাত্রকে মারধরের পর মুখে পিস্তল ঢুকিয়ে দিল পুলিশ! বিস্তারিত জানুন

প্রধানমন্ত্রী মোদী এক্স-এ পোস্ট করেছেন, “ড. বিবেক দেবরায় ছিলেন এক বিশাল স্কলার, যিনি অর্থনীতি, ইতিহাস, সংস্কৃতি, রাজনীতি, আধ্যাত্মিকতা এবং আরও অনেক বিষয়ে দক্ষ ছিলেন। তার কাজের মাধ্যমে তিনি দেশে নিজের ছাপ রেখে গিয়েছেন৷ জননীতির ক্ষেত্রে তাঁর অবদান ছাড়াও, তিনি আমাদের প্রাচীন পাঠ্যবিষয় নিয়ে কাজ করতে পছন্দ করতেন, যাতে যুবকদের জন্য তা উপলব্ধ হয়। আমি বহু বছর ধরে ড. দেবরায়কে চিনি। অন্তর্দৃষ্টি এবং শিক্ষাগত আলোচনার প্রতি তাঁর উৎসাহ আমার মনে থেকে যাবে। তার প্রয়াণে আমি দুঃখিত। ওর পরিবার ও বন্ধুদের প্রতি সমবেদনা। ওম শান্তি৷”

কংগ্রেসের শোক প্রকাশকংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রামেশ শোক প্রকাশ করেছেন৷ তিনি টুইট করেছেন, “বিবেক দেবরায় ছিলেন একজন দারুণ মানুষ ছিলেন৷ উনি একজন অভিজ্ঞ অর্থনীতিবিদ, যিনি ভারতীয় অর্থনীতির বিভিন্ন দিক নিয়ে কাজ ও লিখেছেন। তিনি জটিল অর্থনৈতিক বিষয়গুলিকে সাধারণ মানুষের কাছে সহজে বুঝতে পারার মতো করে ব্যাখ্যা করার বিশেষ দক্ষতা রাখতেন। সময়ের সাথে সাথে তার বহু প্রতিষ্ঠানিক সম্পর্ক ছিল এবং তিনি সর্বত্র তার ছাপ রেখে গেছেন। বিবেক মিডিয়াতে জনসাধারণের সমস্যাগুলোর উপরও একটি অত্যন্ত উৎপাদনশীল ও চিন্তাশীল বিশ্লেষক ছিলেন। তাঁর গবেষণা ও রসিকতা মিস করব৷”

দেবরায় দেশের এবং বিশ্বের কিছু বিশিষ্ট প্রতিষ্ঠানে পড়াশোনা করেছেন, যেমন রামকৃষ্ণ মিশন স্কুল, নরেন্দ্রপুর, প্রেসিডেন্সি কলেজ, কলকাতা, দিল্লি স্কুল অফ ইকোনমিক্স এবং ট্রিনিটি কলেজ, কেমব্রিজ।

তিনি ১৯৭৯ থেকে ১৯৮৪ পর্যন্ত কলকাতার প্রেসিডেন্সি কলেজে  সংক্ষিপ্ত সময়ের জন্য কাজ করেছেন। এরপর ১৯৮৭ সাল পর্যন্ত পুনের গোকালে ইনস্টিটিউট অফ পলিটিক্স অ্যান্ড ইকোনমিক্সে কাজ করেন এবং ১৯৯৩ সাল পর্যন্ত দিল্লির বিদেশী বাণিজ্য ইনস্টিটিউটে কাজ করেন।