Tag Archives: ATM

টাকা তুলতে আর ATM-এ যেতে হবে না; এবারে ঘরে বসেই টাকা পাবেন, জেনে নিন কীভাবে

আধার এটিএম-এর মাধ্যমে, যে কোনও ব্যক্তি তাঁর বায়োমেট্রিক পরিচয় ব্যবহার করে সহজেই লেনদেন করতে পারেন। এর জন্য ব্যাঙ্ক অ্যাকাউন্টকে আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করতে হবে, এই সুবিধার মাধ্যমে নগদ টাকা তোলা ছাড়াও অন্যান্য কাজও সহজে করা যাবে। আজ আমরা জানব কীভাবে কেউ যদি গ্রামীণ বা শহুরে এলাকায় থাকেন এবং নিকটস্থ ব্যাঙ্ক বা এটিএম-এ যেতে অক্ষম হন বা যাঁরা বৃদ্ধ, অসহায় তাঁরা এখন ঘরে বসেই আধার এটিএমের মাধ্যমে সহজেই নগদ টাকা তুলতে পারবেন।
আধার এটিএম-এর মাধ্যমে, যে কোনও ব্যক্তি তাঁর বায়োমেট্রিক পরিচয় ব্যবহার করে সহজেই লেনদেন করতে পারেন। এর জন্য ব্যাঙ্ক অ্যাকাউন্টকে আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করতে হবে, এই সুবিধার মাধ্যমে নগদ টাকা তোলা ছাড়াও অন্যান্য কাজও সহজে করা যাবে। আজ আমরা জানব কীভাবে কেউ যদি গ্রামীণ বা শহুরে এলাকায় থাকেন এবং নিকটস্থ ব্যাঙ্ক বা এটিএম-এ যেতে অক্ষম হন বা যাঁরা বৃদ্ধ, অসহায় তাঁরা এখন ঘরে বসেই আধার এটিএমের মাধ্যমে সহজেই নগদ টাকা তুলতে পারবেন।
পূর্ণিয়া ডিভিশন পোস্ট অফিসের ডাক সুপারিনটেনডেন্ট রাজেশ কুমার লোকাল নিউজ18-কে জানিয়েছেন যে, ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাঙ্কের একটি বিশেষ সুবিধা হল এটি ঘরে বসে গ্রাহকদের নগদ টাকা সরবরাহ করে। ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাঙ্ক অনলাইন ভিত্তিতে এটিএমের সুবিধা শুরু করেছে। এর সাহায্যে, যে কোনও ব্যাঙ্ক গ্রাহক ঘরে বসে নগদ টাকা পেতে সক্ষম হবেন। তাঁদের ব্যাঙ্ক বা নিকটস্থ এটিএম বুথে যেতে হবে না।
পূর্ণিয়া ডিভিশন পোস্ট অফিসের ডাক সুপারিনটেনডেন্ট রাজেশ কুমার লোকাল নিউজ18-কে জানিয়েছেন যে, ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাঙ্কের একটি বিশেষ সুবিধা হল এটি ঘরে বসে গ্রাহকদের নগদ টাকা সরবরাহ করে। ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাঙ্ক অনলাইন ভিত্তিতে এটিএমের সুবিধা শুরু করেছে। এর সাহায্যে, যে কোনও ব্যাঙ্ক গ্রাহক ঘরে বসে নগদ টাকা পেতে সক্ষম হবেন। তাঁদের ব্যাঙ্ক বা নিকটস্থ এটিএম বুথে যেতে হবে না।
এই পরিষেবাতে, স্থানীয় পোস্টম্যান বাড়িতে নগদ টাকা সরবরাহ করবেন, তবে তিনি জানিয়েছেন যে, এই অর্থ প্রদান পরিষেবা সম্পূর্ণরূপে আধার সিস্টেমের উপর ভিত্তি করে তৈরি। এর মাধ্যমে যে কোনও ব্যক্তি তাঁর বায়োমেট্রিক পরিচয় ব্যবহার করে লেনদেন করতে পারবেন। এর জন্য ব্যাঙ্ক অ্যাকাউন্টকে আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করতে হবে। নগদ টাকা তোলা ছাড়াও, ব্যালেন্স চেক এবং অ্যাকাউন্টের বিবরণও এই সুবিধার মাধ্যমে নেওয়া যেতে পারে।
এই পরিষেবাতে, স্থানীয় পোস্টম্যান বাড়িতে নগদ টাকা সরবরাহ করবেন, তবে তিনি জানিয়েছেন যে, এই অর্থ প্রদান পরিষেবা সম্পূর্ণরূপে আধার সিস্টেমের উপর ভিত্তি করে তৈরি। এর মাধ্যমে যে কোনও ব্যক্তি তাঁর বায়োমেট্রিক পরিচয় ব্যবহার করে লেনদেন করতে পারবেন। এর জন্য ব্যাঙ্ক অ্যাকাউন্টকে আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করতে হবে। নগদ টাকা তোলা ছাড়াও, ব্যালেন্স চেক এবং অ্যাকাউন্টের বিবরণও এই সুবিধার মাধ্যমে নেওয়া যেতে পারে।
নগদ টাকা অর্ডার করার প্রক্রিয়া - ঘরে বসে নগদ টাকা পেতে, প্রথমে ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাঙ্কের ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। এর পরে পোস্টম্যান মাইক্রো এটিএম নিয়ে বাড়িতে পৌঁছে যাবেন। গ্রাহককে শুধুমাত্র বায়োমেট্রিক আইডেন্টিফিকেশন ব্যবহার করতে হবে, আধার কার্ডের প্রয়োজন হবে না। পরিচয় যাচাই হওয়ার সঙ্গে সঙ্গে পোস্টম্যান নগদ টাকা দেবেন এবং সেই পরিমাণ অর্থ গ্রাহকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে কেটে নেওয়া হবে।
নগদ টাকা অর্ডার করার প্রক্রিয়া – ঘরে বসে নগদ টাকা পেতে, প্রথমে ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাঙ্কের ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। এর পরে পোস্টম্যান মাইক্রো এটিএম নিয়ে বাড়িতে পৌঁছে যাবেন। গ্রাহককে শুধুমাত্র বায়োমেট্রিক আইডেন্টিফিকেশন ব্যবহার করতে হবে, আধার কার্ডের প্রয়োজন হবে না। পরিচয় যাচাই হওয়ার সঙ্গে সঙ্গে পোস্টম্যান নগদ টাকা দেবেন এবং সেই পরিমাণ অর্থ গ্রাহকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে কেটে নেওয়া হবে।
ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাঙ্কের মতে, বাড়িতে নগদ তোলার জন্য গ্রাহকদের কাছ থেকে কোনও ফি নেওয়া হবে না। ডোর স্টেপ সার্ভিস ব্যবহার করার জন্য কোনও চার্জ লাগবে না। তিনি আরও বলেন যে, ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অনুযায়ী, এককালীন লেনদেনের ক্ষেত্রে সর্বোচ্চ সীমা ১০,০০০ টাকা নির্ধারণ করা হয়েছে। যদি ভুল আধার তথ্য দেওয়া হয় বা ভুল ব্যাঙ্ক নির্বাচন করা হয় তাহলে লেনদেন ডিসমিস করা হবে।
ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাঙ্কের মতে, বাড়িতে নগদ তোলার জন্য গ্রাহকদের কাছ থেকে কোনও ফি নেওয়া হবে না। ডোর স্টেপ সার্ভিস ব্যবহার করার জন্য কোনও চার্জ লাগবে না। তিনি আরও বলেন যে, ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অনুযায়ী, এককালীন লেনদেনের ক্ষেত্রে সর্বোচ্চ সীমা ১০,০০০ টাকা নির্ধারণ করা হয়েছে। যদি ভুল আধার তথ্য দেওয়া হয় বা ভুল ব্যাঙ্ক নির্বাচন করা হয় তাহলে লেনদেন ডিসমিস করা হবে।
ডোর স্টেপ আধার এটিএম পরিষেবার সুবিধা পেতে, প্রথমে ওয়েবসাইটে (https://ippbonline.com) যেতে হবে এবং ডোর স্টেপ ব্যাঙ্কিংয়ের বিকল্পটি বেছে নিতে হবে। এখানে নাম, মোবাইল নম্বর, ই-মেল আইডি, ঠিকানা এবং পিন কোড এবং বাড়ির কাছের পোস্ট অফিসের সঠিক বিবরণ এবং যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা তোলা হবে তার নাম লিখতে হবে। এর পর ‘I Agree’ অপশনে ক্লিক করতে হবে।
ডোর স্টেপ আধার এটিএম পরিষেবার সুবিধা পেতে, প্রথমে ওয়েবসাইটে (https://ippbonline.com) যেতে হবে এবং ডোর স্টেপ ব্যাঙ্কিংয়ের বিকল্পটি বেছে নিতে হবে। এখানে নাম, মোবাইল নম্বর, ই-মেল আইডি, ঠিকানা এবং পিন কোড এবং বাড়ির কাছের পোস্ট অফিসের সঠিক বিবরণ এবং যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা তোলা হবে তার নাম লিখতে হবে। এর পর ‘I Agree’ অপশনে ক্লিক করতে হবে।
এটি জমা দেওয়ার সঙ্গে সঙ্গে, স্থানীয় পোস্ট অফিসের পোস্টম্যান বায়োমেট্রিক সিস্টেম নিয়ে পৌঁছে যাবেন।
এটি জমা দেওয়ার সঙ্গে সঙ্গে, স্থানীয় পোস্ট অফিসের পোস্টম্যান বায়োমেট্রিক সিস্টেম নিয়ে পৌঁছে যাবেন।

ATM থেকে মাসে ‘কত’ বার ‘ফ্রি’-তে টাকা তোলা যায় জানেন…? দিনে কত টাকা ‘লিমিট’? জেনে নিন এটিএম-এর জরুরি নিয়ম! নইলে পস্তাবেন

 

বর্তমান যুগে দেশে ক্রমশ জনপ্রিয় হচ্ছে আর্থিক লেনদেনের ডিজিটালাইজড পরিষেবা। ব্যাঙ্কের লাইনে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকতে কারওরই আর ভাল লাগে না। দ্রুততার যুগে সকলেই তাই টেকনোলজি নির্ভর। ই-ব্যাঙ্কিং এর মতোই উপভোক্তাদের পছন্দের পরিষেবা এটিএম।
বর্তমান যুগে দেশে ক্রমশ জনপ্রিয় হচ্ছে আর্থিক লেনদেনের ডিজিটালাইজড পরিষেবা। ব্যাঙ্কের লাইনে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকতে কারওরই আর ভাল লাগে না। দ্রুততার যুগে সকলেই তাই টেকনোলজি নির্ভর। ই-ব্যাঙ্কিং এর মতোই উপভোক্তাদের পছন্দের পরিষেবা এটিএম।
ভারত অর্থনৈতিক দিক যেমন ধীরে ধীরে উন্নত হচ্ছে ঠিক তেমনই মানুষ ডিজিটাল মাধ্যমে ক্রমশ আরও সহজ হয়েছে। বহু মানুষ অনলাইনের মাধ্যমেই তাদের আর্থিক লেনদেন সম্পন্ন করে থাকেন।
ভারত অর্থনৈতিক দিক যেমন ধীরে ধীরে উন্নত হচ্ছে ঠিক তেমনই মানুষ ডিজিটাল মাধ্যমে ক্রমশ আরও সহজ হয়েছে। বহু মানুষ অনলাইনের মাধ্যমেই তাদের আর্থিক লেনদেন সম্পন্ন করে থাকেন।
যদিও এমন কিছু জায়গা আছে যেখানে আজও নগদ টাকার প্রয়োজন হয়। কিংবা যেখানে অনলাইন লেনদেন সে ভাবে সম্ভব নয়, সেখানে কিন্তু ATM এর ব্যবহার ছাড়া উপায় থাকে না অনেকেরই।
যদিও এমন কিছু জায়গা আছে যেখানে আজও নগদ টাকার প্রয়োজন হয়। কিংবা যেখানে অনলাইন লেনদেন সে ভাবে সম্ভব নয়, সেখানে কিন্তু ATM এর ব্যবহার ছাড়া উপায় থাকে না অনেকেরই।
কিন্তু এই এটিএম ব্যবহারের কিছু নিয়ম আছে যা অনেকেরই অজানা। যার কারণে মানুষকে প্রয়োজনের সময় অনেক ক্ষেত্রে নানা জটিলতার মধ্যে পড়তে হয়। চলুন আজ বিস্তারিত ভাবে জেনে নেওয়া যাক ঠিক কোন কোন নিয়ম ভুল হলে গচ্চা যাবে আপনারই টাকা।
কিন্তু এই এটিএম ব্যবহারের কিছু নিয়ম আছে যা অনেকেরই অজানা। যার কারণে মানুষকে প্রয়োজনের সময় অনেক ক্ষেত্রে নানা জটিলতার মধ্যে পড়তে হয়। চলুন আজ বিস্তারিত ভাবে জেনে নেওয়া যাক ঠিক কোন কোন নিয়ম ভুল হলে গচ্চা যাবে আপনারই টাকা।
এটিএম থেকে একদিনে একাধিকবার টাকা তোলা গেলেও, তার একটি নির্দিষ্ট সীমা আছে যা কিন্তু না জানলে ভুল হয়ে যাবে বড়।এই বিষয়টা অবশ্য ব্যাঙ্ক-ভেদে আলাদা হয়ে থাকে। যা নির্ভর করছে বিভিন্ন ব্যাঙ্কের নিজস্ব পলিসির উপর।
এটিএম থেকে একদিনে একাধিকবার টাকা তোলা গেলেও, তার একটি নির্দিষ্ট সীমা আছে যা কিন্তু না জানলে ভুল হয়ে যাবে বড়।এই বিষয়টা অবশ্য ব্যাঙ্ক-ভেদে আলাদা হয়ে থাকে। যা নির্ভর করছে বিভিন্ন ব্যাঙ্কের নিজস্ব পলিসির উপর।
একদিনে ঠিক কত টাকা তোলা যাবে সেটাও নির্দিষ্ট করা থাকে ব্যাঙ্কের তরফে। কোনও ব্যাঙ্কে যেমন দিনে সর্বাধিক ১০ হাজার টাকা তোলা যায়, আবার কোথাও সর্বাধিক ২৫ হাজার টাকা তোলা যায়। আবার কোনও কোনও ব্যাঙ্ক থেকে আপনি ৫০ হাজার টাকা পর্যন্ত তুলতে পারেন।
একদিনে ঠিক কত টাকা তোলা যাবে সেটাও নির্দিষ্ট করা থাকে ব্যাঙ্কের তরফে। কোনও ব্যাঙ্কে যেমন দিনে সর্বাধিক ১০ হাজার টাকা তোলা যায়, আবার কোথাও সর্বাধিক ২৫ হাজার টাকা তোলা যায়। আবার কোনও কোনও ব্যাঙ্ক থেকে আপনি ৫০ হাজার টাকা পর্যন্ত তুলতে পারেন।
রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার নির্দেশিকা অনুসারে, আপনি যে কোনও ব্যাঙ্কের এটিএম থেকে প্রতি মাসে সর্বাধিক ৫ বার ফ্রি বা বিনা চার্জে টাকা তুলতে পারবেন।
রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার নির্দেশিকা অনুসারে, আপনি যে কোনও ব্যাঙ্কের এটিএম থেকে প্রতি মাসে সর্বাধিক ৫ বার ফ্রি বা বিনা চার্জে টাকা তুলতে পারবেন।
কিন্তু তার থেকে বেশি বার টাকা তুলতে হলে প্রতিবার টাকা তোলার সময় সর্বোচ্চ ২১ টাকা করে চার্জ কাটবে। তবে ব্যাঙ্ক ভেদে এই চার্জ আলাদা আলাদা হয়।
কিন্তু তার থেকে বেশি বার টাকা তুলতে হলে প্রতিবার টাকা তোলার সময় সর্বোচ্চ ২১ টাকা করে চার্জ কাটবে। তবে ব্যাঙ্ক ভেদে এই চার্জ আলাদা আলাদা হয়।

General Knowledge: বলুন তো ‘ATM’ শব্দের ফুলফর্ম কী? ৯৯% মানুষ যা ভাবছেন তা ভুল কিন্তু

সাধারণ জ্ঞান ও ধাঁধা আমাদের অনেকের কাছেই খুব প্রিয়। বর্তমানে স্মার্ট ফোনের যুগে অবসর সময়ে অনেকেই জিকে অথবা ধাঁধার সমাধান করার পিছনে সময় দিয়ে থাকেন।
সাধারণ জ্ঞান ও ধাঁধা আমাদের অনেকের কাছেই খুব প্রিয়। বর্তমানে স্মার্ট ফোনের যুগে অবসর সময়ে অনেকেই জিকে অথবা ধাঁধার সমাধান করার পিছনে সময় দিয়ে থাকেন।
এমন অভ্যাস যাদের রয়েছে তাদের পক্ষে খুব ভাল বিষয়। তার কারণ অজানা বিষয় জেনে নিজের জ্ঞানের ভাণ্ডারকে সমৃদ্ধ করা যায়। একসঙ্গে ধাঁধার সমাধান করে মগজাস্ত্রে শান দেওয়া হয়।
এমন অভ্যাস যাদের রয়েছে তাদের পক্ষে খুব ভাল বিষয়। তার কারণ অজানা বিষয় জেনে নিজের জ্ঞানের ভাণ্ডারকে সমৃদ্ধ করা যায়। একসঙ্গে ধাঁধার সমাধান করে মগজাস্ত্রে শান দেওয়া হয়।
একইসঙ্গে বর্তমানে বিভিন্ন চাকরির পরীক্ষায় বুদ্ধির প্রশ্নও এসে থাকে। তবে আজ যে প্রশ্নটি এই প্রতিবেদনে তুলে ধরা হয়েছে তা চেনা একটি প্রশ্ন হলেও এর উত্তর অনেকের কাছেই অজানা।
একইসঙ্গে বর্তমানে বিভিন্ন চাকরির পরীক্ষায় বুদ্ধির প্রশ্নও এসে থাকে। তবে আজ যে প্রশ্নটি এই প্রতিবেদনে তুলে ধরা হয়েছে তা চেনা একটি প্রশ্ন হলেও এর উত্তর অনেকের কাছেই অজানা।
এই প্রতিবেদনে তেমন একটি ট্রিকি প্রশ্ন করা হয়েছে। জানতে চাওয়া হয়েছে ATM- এর ফুল ফর্ম কী? বর্তমানে আমরা সকলেই কমবেশি ATM ব‍্যবহার করে থাকি টাকা তোলার জন‍্য। ব‍্যাঙ্কের লম্বা লাইন থেকে মুক্তি দিয়েছে ATM।
এই প্রতিবেদনে তেমন একটি ট্রিকি প্রশ্ন করা হয়েছে। জানতে চাওয়া হয়েছে ATM- এর ফুল ফর্ম কী? বর্তমানে আমরা সকলেই কমবেশি ATM ব‍্যবহার করে থাকি টাকা তোলার জন‍্য। ব‍্যাঙ্কের লম্বা লাইন থেকে মুক্তি দিয়েছে ATM।
তবে, রোজ ব‍্যবহার করলেও অনেকেই জানেন না ATM-এর পুরো কথা কী? অনেকের মনে হয় ATM- এর কোনও ফুলফর্ম নেই। আবার অনেকের মতে যেহেতু সবসময় টাকা পাওয়া যায় তাই তার পুরো কথা 'All Time Money'।
তবে, রোজ ব‍্যবহার করলেও অনেকেই জানেন না ATM-এর পুরো কথা কী? অনেকের মনে হয় ATM- এর কোনও ফুলফর্ম নেই। আবার অনেকের মতে যেহেতু সবসময় টাকা পাওয়া যায় তাই তার পুরো কথা ‘All Time Money’।
কিন্তু না একেবারেই নয়। ATM-এর পুরো কথা হল Automated teller machine। বর্তমানে, ব‍্যাঙ্কে না গিয়েও ব‍্যাঙ্কের সমস্ত কাজ এই মেশিনে করা যায়।

কিন্তু না একেবারেই নয়। ATM-এর পুরো কথা হল Automated teller machine। বর্তমানে, ব‍্যাঙ্কে না গিয়েও ব‍্যাঙ্কের সমস্ত কাজ এই মেশিনে করা যায়।

এটিএম থেকে টাকা বের করে স্লিপ ফেলে দেন? বড় ভুল করছেন, ভয়ানক ক্ষতি হতে পারে

আজকাল বহু মানুষ এটিএম ব্যবহার করে নিয়মিত টাকা তোলেন। তবে সঙ্গে কিছু ভুলও করে বসেন।
আজকাল বহু মানুষ এটিএম ব্যবহার করে নিয়মিত টাকা তোলেন। তবে সঙ্গে কিছু ভুলও করে বসেন।
অনেকেই এটিএম থেকে টাকা নেওয়ার পর স্লিপ ফেলে দেন। একবারের জন্য সেই স্লিপ চেক করে দেখেন না। এখানেই বড় ভুল করে ফেলেন।
অনেকেই এটিএম থেকে টাকা নেওয়ার পর স্লিপ ফেলে দেন। একবারের জন্য সেই স্লিপ চেক করে দেখেন না। এখানেই বড় ভুল করে ফেলেন।
এটিএম থেকে টাকা নেওয়ার পর স্লিপ চেক করা উচিত। সেই স্লিপে আপনার লেনদেন বিস্তারিত লেখা থাকে। সেটা না দেখা মানে বিপদকে ডেকে আনা।
এটিএম থেকে টাকা নেওয়ার পর স্লিপ চেক করা উচিত। সেই স্লিপে আপনার লেনদেন বিস্তারিত লেখা থাকে। সেটা না দেখা মানে বিপদকে ডেকে আনা।
কখনও ভাঙাচোরা কোনও এটিএম থেকে টাকা তুলবেন না। এমন এটিএমে যাবেন না যেখানে আশেপাশে সন্দেহজনক লোকজন ঘুরে বেড়াচ্ছে।
কখনও ভাঙাচোরা কোনও এটিএম থেকে টাকা তুলবেন না। এমন এটিএমে যাবেন না যেখানে আশেপাশে সন্দেহজনক লোকজন ঘুরে বেড়াচ্ছে।
আপনার এটিএম পিন কারও সঙ্গে শেয়ার করবেন না। এমনকী কোনও ব্যঙ্ক কর্মীর সঙ্গেও নয়।
আপনার এটিএম পিন কারও সঙ্গে শেয়ার করবেন না। এমনকী কোনও ব্যঙ্ক কর্মীর সঙ্গেও নয়।
এটিএমে লেনদেনের সময় আপনি অচেনা কাউকে সেখানে থাকতে দেবেন না। লেনদেন হওয়ার পর একবার ক্যানসেল বাটন চাপতে ভুলবেন না।
এটিএমে লেনদেনের সময় আপনি অচেনা কাউকে সেখানে থাকতে দেবেন না। লেনদেন হওয়ার পর একবার ক্যানসেল বাটন চাপতে ভুলবেন না।
এটিএম থেকে বেরনো স্লিপ সব সময় ছিঁড়ে ডাস্টবিনে ফেলবেন। কখনওই গোটা স্লিপ ফেলে দেবেন না ভুল করে।
এটিএম থেকে বেরনো স্লিপ সব সময় ছিঁড়ে ডাস্টবিনে ফেলবেন। কখনওই গোটা স্লিপ ফেলে দেবেন না ভুল করে।

অ্যাকাউন্ট ফাঁকা হয়ে যাবে…! ATM-এ গিয়ে ‘এই’ ভুল করলেই সর্বনাশ! সর্বস্বান্ত হবেন চোখের নিমেষে

টাকা তুলতে আজকাল আর মানুষ খুব বেশি ব্যাঙ্কে যায় না। এখন টাকা তোলার প্রধান মাধ্যম হয়ে দাঁড়িয়েছে এটিএম(ATM)। আর মানুষের সুবিধার কথা ভেবে এটিএম সব জায়গায় স্থাপন করা হয়েছে।
টাকা তুলতে আজকাল আর মানুষ খুব বেশি ব্যাঙ্কে যায় না। এখন টাকা তোলার প্রধান মাধ্যম হয়ে দাঁড়িয়েছে এটিএম(ATM)। আর মানুষের সুবিধার কথা ভেবে এটিএম সব জায়গায় স্থাপন করা হয়েছে।
তবে এই এটিএম থেকে যেমন টাকা তোলা খুব সহজ তেমন এতে রয়েছে অনেক ঝুঁকিও। বর্তমানে জালিয়াতি চক্র জাল ফেলেছে নিত্য নতুন ভাবে। আর তাতেই ছোট্ট ভুলে হয়ে যাচ্ছে বড় ক্ষতি।
তবে এই এটিএম থেকে যেমন টাকা তোলা খুব সহজ তেমন এতে রয়েছে অনেক ঝুঁকিও। বর্তমানে জালিয়াতি চক্র জাল ফেলেছে নিত্য নতুন ভাবে। আর তাতেই ছোট্ট ভুলে হয়ে যাচ্ছে বড় ক্ষতি।
একাধিক ভাবে প্রতারণার ফাঁদ পেতে মানুষকে সর্বশান্ত করার চেষ্টা করছে এই সব চক্র। এটিএম (ATM) থেকে টাকা তোলার জন্য একটি অভিনব কায়দা অবলম্বন করেছে এই চক্রগুলি। এতে তারা স্ক্যানার বসিয়ে এটিএম পিন চুরি করে গ্রাহকদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা নিমেষেই চুরি করে নিচ্ছে তাদের অজান্তেই।
একাধিক ভাবে প্রতারণার ফাঁদ পেতে মানুষকে সর্বশান্ত করার চেষ্টা করছে এই সব চক্র। এটিএম (ATM) থেকে টাকা তোলার জন্য একটি অভিনব কায়দা অবলম্বন করেছে এই চক্রগুলি। এতে তারা স্ক্যানার বসিয়ে এটিএম পিন চুরি করে গ্রাহকদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা নিমেষেই চুরি করে নিচ্ছে তাদের অজান্তেই।
এই ধরণের বিপদের কথা চিন্তা করে সম্প্রতি তথ্যপ্রযুক্তি মন্ত্রকের তরফ থেকে সাধারণ মানুষকে সতর্ক করার জন্য একটি সাবধানবাণী জারি করা হয়েছে। আর এই তথ্য সম্প্রচার মন্ত্রকের অধীনস্থ ভারতীয় সাইবারস্পেসের নিরাপত্তার দায়িত্বে থাকা সিইআরটি-ইন, সম্প্রতি এটিএম প্রতারণা রুখতে জনসাধারণকে কী কী করতে হবে সেই ব্যাপারে এক্স হ্যান্ডেলে পোস্ট দিয়ে জানিয়েছে মন্ত্রক।
এই ধরণের বিপদের কথা চিন্তা করে সম্প্রতি তথ্যপ্রযুক্তি মন্ত্রকের তরফ থেকে সাধারণ মানুষকে সতর্ক করার জন্য একটি সাবধানবাণী জারি করা হয়েছে। আর এই তথ্য সম্প্রচার মন্ত্রকের অধীনস্থ ভারতীয় সাইবারস্পেসের নিরাপত্তার দায়িত্বে থাকা সিইআরটি-ইন, সম্প্রতি এটিএম প্রতারণা রুখতে জনসাধারণকে কী কী করতে হবে সেই ব্যাপারে এক্স হ্যান্ডেলে পোস্ট দিয়ে জানিয়েছে মন্ত্রক।
আপনার ATM card কাউকে দেওয়া থেকে বিরত থাকুন। এমনকি নিজের পিন, সিভিভি বা ওটিপিও কাউকে শেয়ার করবেন না।
আপনার ATM card কাউকে দেওয়া থেকে বিরত থাকুন। এমনকি নিজের পিন, সিভিভি বা ওটিপিও কাউকে শেয়ার করবেন না।
এছাড়াও ATM প্রতারণা থেকে বাঁচতে যে কাজগুলি করতে হবে সেগুলি হল নিম্নরূপ-১) সি সি টিভি ক্যামেরা রয়েছে এমন ATM থেকে টাকা তুলুন। অন্যথা ATM ব্যাবহার এড়িয়ে চলুন।
এছাড়াও ATM প্রতারণা থেকে বাঁচতে যে কাজগুলি করতে হবে সেগুলি হল নিম্নরূপ-
১) সি সি টিভি ক্যামেরা রয়েছে এমন ATM থেকে টাকা তুলুন। অন্যথা ATM ব্যাবহার এড়িয়ে চলুন।
২) ATM পিন বসানোর সময় সতর্কতা অবলম্বন করুন। সর্বদা হাত দিয়ে ঢেকে ATM পিন লিখুন।
২) ATM পিন বসানোর সময় সতর্কতা অবলম্বন করুন। সর্বদা হাত দিয়ে ঢেকে ATM পিন লিখুন।
৩) ATM পিন হিসেবে নিজের নাম, জন্ম তারিখ, ফোন নম্বর এগুলি রাখা থেকে বিরত থাকুন।
৩) ATM পিন হিসেবে নিজের নাম, জন্ম তারিখ, ফোন নম্বর এগুলি রাখা থেকে বিরত থাকুন।
৪) ATM-এ টাকা তুলতে গিয়ে কোনও সমস্যার সম্মুখীন হলে অচেনা কারও থেকে সাহায্য নেওয়ার বিষয় এড়িয়ে চলুন।৫) টাকা তোলার আগে ATM–এ স্ক্যানার বসানো আছে কি না তা দেখে নিন।
৪) ATM-এ টাকা তুলতে গিয়ে কোনও সমস্যার সম্মুখীন হলে অচেনা কারও থেকে সাহায্য নেওয়ার বিষয় এড়িয়ে চলুন।
৫) টাকা তোলার আগে ATM–এ স্ক্যানার বসানো আছে কি না তা দেখে নিন।
৬) আপনার ব্যাঙ্ক স্টেটমেন্টের উপর সর্বদা নজর রাখুন।৭) আপনার ATM-এর পিন নম্বর, সিভিভি বা ওটিপি অন্য কাউকে শেয়ার করবেন না।
৬) আপনার ব্যাঙ্ক স্টেটমেন্টের উপর সর্বদা নজর রাখুন।
৭) আপনার ATM-এর পিন নম্বর, সিভিভি বা ওটিপি অন্য কাউকে শেয়ার করবেন না।
৮) কোনও অনলাইন সাইটে ব্যাঙ্ক বা এটিএম সংক্রান্ত ডিটেইল দেওয়ার আগে সেই সাইটের ব্যাপারে পুরোপুরি অবগত হয়ে নিন।
৮) কোনও অনলাইন সাইটে ব্যাঙ্ক বা এটিএম সংক্রান্ত ডিটেইল দেওয়ার আগে সেই সাইটের ব্যাপারে পুরোপুরি অবগত হয়ে নিন।

Saraswati Puja 2024: ‘এই’ এটিএম-এ কার্ড পাঞ্চ করলেই মিলবে চকোলেট! কোথায়? রইল হদিশ

হুগলি: চিরাচরিত রীতি মেনে বসন্ত পঞ্চমী তিথিতে স্কুল, কলেজ, বাড়ি কিংবা পাড়ায় পাড়ায় হয়েছে বাগদেবীর আরাধনা। বর্তমান সময় সব কিছুতেই থাকছে থিম। এবার সেই থিমের ছোঁয়া বাগদেবীর আরাধনায় হুগলির বৈদ্যবাটিতেও।

বৈদ্যবাটি রাজার বাগান মিনি বাজার বীণাপাণি সংঘের এ বছরের থিম এটিএম মেশিন। সেখানে বানানো হয়েছে ছোট্ট একটি ব্যাঙ্ক তার মধ্যে ১ টাকা ফেলতে হবে। অন্যদিকে, তার পাশেই রয়েছে এটিএম মেশিন, সেখানে কার্ড ঢোকালেই বেরিয়ে আসবে সেই কয়েন, আর সেই কয়েন আবার এটিএম মেশিনে ঢোকালে এটিএম মেশিনের মধ্য দিয়ে বেরোবে চকলেট।

আরও পড়ুন: পেনসিলের উপর দেবী সরস্বতীর মূর্তি! শিক্ষকের অবাক করা কাণ্ড

এটিএমে স্ক্রিনের মধ্যে রাখা হয়েছে দেবীর মূর্তি। তবে শুধু  ব্যাঙ্ক এবং এটিএম তা রয়েছে তা কিন্তু নয় পুরো থিমটির মধ্যে রয়েছে সমাজ ব্যবস্থার নানা চিত্র অর্থাৎ বাড়ি-ঘর, রাস্তাঘাট, ট্রাফিক কন্ট্রোল সবকিছুই। মহিলা পরিচালিত এই পুজোর অত্যাধুনিক থিম দেখে হতবাক হচ্ছেন অনেকেই।

আরও পড়ুন: শিক্ষিকার হাতেই হল স্কুলের সরস্বতী পুজো! সঙ্গে হাতে খড়িতেও ছিল দারুণ চমক

এক সদস্য বলেন, “আমরা প্রত্যেক বছরই নতুন নতুন থিম করে থাকি এ বছর এই বিষয়টা মাথায় এল, তাই এমনটা করলাম। একটা সমাজ ব্যবস্থায় যা যা থাকা দরকার সবকিছুই আছে এখানে।”

রাহী হালদার

ATM থেকে জাল নোট বেরোলে কী করবেন? ব্যাঙ্ক বদলে দেয়, তবে ‘এই’ শর্তে

ATM এখন বহু মানুষের প্রয়োজন। চট করে টাকার দরকার হলে আর ব্যাঙ্কে যেতে হয় না। এটিএম মেশিন থেকেই তুলে নেওয়া যায় নির্ধারিত অঙ্কের টাকা। সময় বাঁচে, কাজ হয় চটজলদি।
ATM এখন বহু মানুষের প্রয়োজন। চট করে টাকার দরকার হলে আর ব্যাঙ্কে যেতে হয় না। এটিএম মেশিন থেকেই তুলে নেওয়া যায় নির্ধারিত অঙ্কের টাকা। সময় বাঁচে, কাজ হয় চটজলদি।
তবে এটিএম ব্যবহারের কিছু অসুবিধাও রয়েছে। সব থেকে বড় অসুবিধা, জালিয়াতদের খপ্পরে পড়া নিয়ে। অনেক সময়ই এটিএম জালিয়াতির খবর শোনা যায়।
তবে এটিএম ব্যবহারের কিছু অসুবিধাও রয়েছে। সব থেকে বড় অসুবিধা, জালিয়াতদের খপ্পরে পড়া নিয়ে। অনেক সময়ই এটিএম জালিয়াতির খবর শোনা যায়।
কিছু মানুষ আবার এটিএম থেকে জাল নোট বেরনোর সমস্যাতেও পড়েছেন হয়তো! অনেকে আবার ছেড়া-ফাটা নোট পেয়ে বিপদে পড়েছেন।
কিছু মানুষ আবার এটিএম থেকে জাল নোট বেরনোর সমস্যাতেও পড়েছেন হয়তো! অনেকে আবার ছেড়া-ফাটা নোট পেয়ে বিপদে পড়েছেন।
এখন প্রশ্ন হল, এটিএম থেকে জাল নোট বেরোলে কী করা উচিৎ! অনেকেই জানেন না। ফলে সমস্যা বাড়ে।
এখন প্রশ্ন হল, এটিএম থেকে জাল নোট বেরোলে কী করা উচিৎ! অনেকেই জানেন না। ফলে সমস্যা বাড়ে।
এটিএম থেকে জাল নোট বেরোলে সঙ্গে সঙ্গে সেই নোট নিয়ে কাউন্টারের সিসিটিভি ক্যামেরার সামনে যান। তার পর সেই নোট যতটা সম্ভব ক্যামেরার সামনে তুলে ধরুন।
এটিএম থেকে জাল নোট বেরোলে সঙ্গে সঙ্গে সেই নোট নিয়ে কাউন্টারের সিসিটিভি ক্যামেরার সামনে যান। তার পর সেই নোট যতটা সম্ভব ক্যামেরার সামনে তুলে ধরুন।
এটিএমে কোনও কর্মচারী থাকলে তাঁকে ব্যাপারটা জানান। তবে কোনও অবস্থাতেই ঘাবরে যাবেন না।
এটিএমে কোনও কর্মচারী থাকলে তাঁকে ব্যাপারটা জানান। তবে কোনও অবস্থাতেই ঘাবরে যাবেন না।
এটিএম স্লিপ ও জাল নোট নিয়ে সংশ্লিষ্ট ব্যাঙ্কে যান। সেখানে ব্যাঙ্ক কর্মীরে পুরো বিষয়টি জানান। তিনি আপনাকে একটি ফর্ম দেবেন। সেটি ফিল আপ করে জমা দিতে হবে।
এটিএম স্লিপ ও জাল নোট নিয়ে সংশ্লিষ্ট ব্যাঙ্কে যান। সেখানে ব্যাঙ্ক কর্মীরে পুরো বিষয়টি জানান। তিনি আপনাকে একটি ফর্ম দেবেন। সেটি ফিল আপ করে জমা দিতে হবে।
নির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে ব্যাঙ্ক জাল নোট পরীক্ষা করবে। তার পর আপনি আসল নোট পাবেন।
নির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে ব্যাঙ্ক জাল নোট পরীক্ষা করবে। তার পর আপনি আসল নোট পাবেন।

ATM Problem: এলাকার একাধিক এটিএম-এর কিবোর্ডে আঠা!

নতুন বছরের শুরুতেই এটিএম বিভ্রাট। দক্ষিণ বারাসতের একাধিক এ টি এম মেশিনে টাকা থাকলেও তুলতে পারছেন না গ্রাহকরা। অভিযোগ কেউ বা কারা এটিএম মেশিনের কিবোর্ডে অ্যাডেসিভ লাগিয়ে দিয়েছে।

ATM Machine: এলাকার একাধিক এটিএম মেশিনের কিবোর্ডে আঠা! অদ্ভুতুরে কাণ্ড Barasat -এ

ATM Machine | নতুন বছরের শুরুতেই এটিএম বিভ্রাট। দক্ষিণ বারাসতের একাধিক এ টি এম মেশিনে টাকা থাকলেও তুলতে পারছেন না গ্রাহকরা। অভিযোগ কেউ বা কারা এটিএম মেশিনের কিবোর্ডে এ্যাডেসিভ লাগিয়ে দিয়েছে। দেখে নিন বাংলা নিউজ ভিডিও  (Watch bangla news video)৷

ATM Problem: তোলাই যাচ্ছে না টাকা, নতুন বছরের শুরুতে একাধিক ATM-এ বিভ্রাট!

দক্ষিণ ২৪ পরগনা: নতুন বছরের শুরুতেই এটিএম বিভ্রাট। একাধিক এ টি এম-এ টাকা থাকলেও তুলতে পারছেন না গ্রাহকরা। অভিযোগ কেউ বা কারা এটিএম মেশিনের কিবোর্ডে আঠা লাগিয়ে দিয়েছে।

একটি প্রাথমিক স্কুলের শিক্ষক বিশ্বজিৎ মারিক দক্ষিণ বারাসত বাজার সংলগ্ন এলাকায় এটিএম থেকে টাকা তুলতে এসেছিলেন। প্রথমে তিনি বরোদা ব্যাঙ্কের এটিএমএ ঢুকে টাকা তোলার চেষ্টা করলে দেখেন সেই এটিএমের মেশিনের কিবোর্ডে শূন্য ডিজিট কাজ করছে না৷ ভাল করে লক্ষ্য করে দেখেন শুন্য ডিজিট সুইচের চতুর্দিকে কেউ বা কারা কোনও অ্যাডেসিভ বা আঠা দিয়ে দিয়েছে। প্রয়োজনের জন্য তিনি এরপর পিএনবি ব্যাঙ্কের এটিএম-এ ঢুকে টাকা তোলার চেষ্টা করতে গিয়েও একই ঘটনার সম্মুখীন হন। সেখানেও ঠিক একইভাবে মেশিনের শূন্য সুইচের ধারে অ্যাডেসিভ দেওয়ার জন্য তিনি টাকা তুলতে পারলেন না। বিষয়টি এটিএম সংস্থাকে গুরুত্ব দিয়ে দেখার জন্য আবেদন জানান ওই শিক্ষক।

আরও পড়ুনCheap Chop: সস্তার মোচার চপে কামড় দিয়েই মন ভরছে সকলের, দামও জাস্ট ৫টাকা!

মূলত এটিএম থেকে টাকা তুলতে গেলে জিরো টি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ৷ যার কারণ প্রত্যেকটা টাকার অংশে জিরো ব্যবহার করতে হবে। তাই মনে করা হচ্ছে, যে বা যারা এই কাজটি করেছে সে অত্যন্ত চালাক এবং চতুর। তবে কী কারণে এটা করা হয়েছে, সেটা তদন্ত সাপেক্ষ। এ প্রসঙ্গে এক পুলিশ আধিকারির সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন বিষয়টি নজরে এসেছে। গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে কে বা কারা এই ঘটনার সঙ্গে জড়িত রয়েছে।

আরও পড়ুন  Tasty Chicken Dish: কোন পাতায় পুড়িয়ে তৈরি হচ্ছে চিকেনের স্বাদ অসাধারণ? জানেন কী খাবার এটি?

একই ঘটনা ঘটছে অন্যান্য গ্রাহকদের ক্ষেত্রেও৷ সকাল থেকে একটার পর একটা এটিএম কাউন্টার ঘুরে টাকা তুলতে পারছেন না কেউই। নতুন বছরের প্রথম মাসের শুরুতে টাকা না তুলতে পেরে দুশ্চিন্তায় পড়েছেন গ্রাহকরা।

সুমন সাহা