প্রযুক্তি Laptop Blast: ভয়ানক বিস্ফোরণ ঘটতে পারে ল্যাপটপেও! রাখার নিয়মে ছোট্ট ভুলেও সর্বনাশ, আজই জানুন সারাদিন কাজের মাঝে কী করবেন Gallery November 1, 2024 Bangla Digital Desk সারাদেশেই এখন প্রচণ্ড তাপপ্রবাহ চলছে। সম্প্রতি প্রচণ্ড গরমের কারণে এসিতে আগুন ও কম্প্রেসার বিস্ফোরণের ঘটনা ঘটেছে অনেক স্থানে। এমন প্রচণ্ড গরমে আমাদের ইলেকট্রনিক ডিভাইসগুলোকেও ঠান্ডা রাখতে হবে। এখানে আমরা এমন কিছু টিপস সম্পর্কে কথা বলব, যা গ্রীষ্মে আমাদের ল্যাপটপকে ঠান্ডা রাখতে সাহায্য করবে। ল্যাপটপও যদি অতিরিক্ত গরম হয় তাহলে এই বিষয়টিকে একেবারেই অবহেলা করা উচিত নয়। এই ভুল উপেক্ষা করলে ল্যাপটপ দ্রুত নষ্ট হয়ে যেতে পারে। শুধু তাই নয়, অতিরিক্ত গরম হয়ে গেলে ল্যাপটপও বিস্ফোরিত হতে পারে। কীভাবে ল্যাপটপ ঠান্ডা রাখা যায় জানুন। ১. কুলিং ফ্যানের যত্ন নেওয়া- ল্যাপটপের কুলিং ফ্যান খুবই দরকারি একটি জিনিস। পুরনো ল্যাপটপে অতিরিক্ত গরম হওয়ার সমস্যা বেশি দেখা যায়। ল্যাপটপ পুরনো হলে তার ফ্যান মেরামত করতে হবে। ল্যাপটপের কুলিং ফ্যান এটিকে অতিরিক্ত তাপ থেকে রক্ষা করে। ল্যাপটপের কুলিং ফ্যান যদি ঠিকমতো কাজ করে তাহলে ল্যাপটপের বাইরে থেকেই গরম বাতাসের প্রবাহ অনুভব করা যায়। যদি খুব কম বের হয় বা বাতাস বের না হয় তাহলে কুলিং ফ্যান মেরামত করতে হবে। ২. অপর্যাপ্ত বায়ুচলাচল- ল্যাপটপের নিচে পর্যাপ্ত বায়ুচলাচলের অভাবে অতিরিক্ত গরম হওয়ার সমস্যাও হতে পারে। কম্পিউটারটিকে উঁচু স্থানে রেখে এই সমস্যার সমাধান করা যায়। এছাড়াও, আমরা বায়ুচলাচলের জন্য ল্যাপটপ কুলিং ম্যাটও কিনতে পারি। ৩. ল্যাপটপ ব্যবহার- একটি বিষয় সবসময় মাথায় রাখতে হবে তা হল ল্যাপটপ কোলে রেখে ব্যবহার করা একেবারেই ঠিক নয়। এর জন্য একটি ল্যাপ ডেস্ক ব্যবহার করা উচিত। একটি ল্যাপ ডেস্ক ল্যাপটপকে ঠান্ডা রাখতে ধারাবাহিক বায়ুপ্রবাহ বজায় রাখতে সাহায্য করবে। ৪. সূর্যালোকের সংস্পর্শ এড়িয়ে চলা- ল্যাপটপ কখনই সরাসরি সূর্যের আলোতে বের করে কাজ করা উচিত নয়। সূর্যের আলোর কারণে ল্যাপটপ অতিরিক্ত গরম হওয়ার সমস্যা হতে পারে। এটি বিশেষ করে গ্রীষ্মকালে দেখা যায়। বাইরের তাপমাত্রা বেশি থাকলে, আমাদের ল্যাপটপটিকে ঠান্ডা জায়গায় রাখতে হবে।