দেশ, পাঁচমিশালি, ব্যবসা-বাণিজ্য General Knowledge: ভারতের ৫০০ টাকা এখানে ১.৫ লাখের সমান…! ‘নাম’ শুনবেন কোন দেশ? চমকাবেনই, গ্যারান্টি! Gallery November 1, 2024 Bangla Digital Desk সাধারণ জ্ঞান এমন একটি বিষয় যা প্রতি মুহূর্তে নিত্য নতুন তথ্য দিয়ে আমাদের অবাক করে। কখনও সে তথ্য হয় জ্ঞান-বিজ্ঞান-ভূগোলের তো কখনও তা হয় দেশ বিদেশের আশ্চর্য সব ফ্যাক্টস অ্যান্ড ফিগার্স সম্বলিত, যা আগে আমাদের কখনও জানাই হয়নি বা জানলেও খেয়াল রাখিনি আমরা। আজ এই প্রতিবেদনে এমনই একটি আশ্চর্য তথ্য তুলে ধরব যা সাধারণ জ্ঞানের সেই পাঠ পড়ায় যা ভাল ভাবে দেশ ও বিদেশে সম্পর্কে জানতে ও চাকরির পরীক্ষা থেকে প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য পেতে কাজে লেগে যেতে পারে সহজেই। আচ্ছা বলুন তো, ভ্রমণ মানে কি শুধু নিজের দেশে ঘুরে বেড়ানো? নিশ্চই নয়! আসলে বেড়ানো মানেই দেশ-বিদেশ দুনিয়ার যে কোনও জায়গার সুলুক সন্ধানে বেরিয়ে পড়া। পায়ে সর্ষে থাকলেই হল। আর দেশের ছোট বড় জায়গাগুলিতে ঘোরার পাশাপাশি বিদেশ ভ্রমণও কিন্তু সবসময় একটি আনন্দদায়ক অভিজ্ঞতা। মানুষ এখন সহজেই বিদেশ ভ্রমণ করে থাকেন। দেশের পাশাপাশি ভারতীয় মানচিত্রের বাইরেও পর্যটনে মানুষের আগ্রহ দিন দিন বেড়েছে। বিদেশী ভ্রমণের পরিকল্পনা করার সময়, ভারতের তুলনায় কম মুদ্রার মূল্য-বিশিষ্ট অপেক্ষাকৃত সস্তা দেশগুলিতে যাওয়ার ক্ষেত্রে কিন্তু দারুণ কিছু সুবিধা রয়েছে। আজ এই প্রতিবেদনে চলুন জেনে নেওয়া যাক এমনই এক দেশের কথা। জানেন এমন একটি দেশ আছে, ভারতের ১ টাকা যেই দেশের প্রায় ৩০০ টাকার সমান। দক্ষিণ চিন সাগরের এই দেশটি আবার ভারতের মিত্রদেশ। আজকাল বাংলার অনেকেই এই দেশে যেতে চান। বিশেষ এই দেশটির নাম হল, ভিয়েতনাম। ভিয়েতনামের মুদ্রার নাম ডং। ৬ সেপ্টেম্বরের হিসাবে, ১ ভারতীয় রুপি এই দেশে হয় ২৯৪ ভিয়েতনামী টাকার সমান। বর্তমানে পর্যটন মানচিত্রে বিশেষ গুরুত্বপূর্ণ ঐতিহাসিক এই দেশে ভ্রমণের প্রবণতা দিন দিন বাড়ছে। এই দেশে পর্যটনে আকর্ষণীয় অনেক জায়গা রয়েছে। হ্যানয়, হ্যালং বে, হো চি মিন সিটি, হোই আন, দা নাং ভিয়েতনামে নিঃসন্দেহে দেখার মতো এক একটি জায়গা। তাই আগামী বিদেশ ট্রিপের প্ল্যান করার আগে নিশ্চিতে উইশ লিস্টে রেখে দিতে পারেন ভিয়েতনামের নামটি। আকর্ষণীয় সব দ্রষ্টব্য স্থান ও সস্তার এই ডেস্টিনেশনে বেড়াতে গেলে আপনার ভ্রমণ পিপাসু মন যেমন পাবে ডানা তেমনই পকেটও থাকবে স্বস্তিতে। ডিসক্লেইমার: এই খবরের সঙ্গে সম্পর্কিত তথ্য নিউজ 18 বাংলা নিশ্চিত করে না। বিশেষত আপনার সাধারণ জ্ঞান বৃদ্ধি করাই আমাদের এই প্রতিবেদনের মূল উদ্দেশ্য। আমরা বিভিন্ন নির্ভরযোগ্য ওয়েবসাইট থেকে আপনার জন্য এই ধরনের তথ্য সংগ্রহ করার চেষ্টা করেছি। এই সংক্রান্ত চূড়ান্ত জ্ঞানের জন্য অবশ্যই বিশেষজ্ঞের মত নেওয়া কাম্য।