উত্তর ২৪ পরগণা, দক্ষিণবঙ্গ Dakshineswar Maa Kali: দক্ষিণেশ্বর মন্দিরেও লাগল থিমের ছোঁয়া! লাল শাড়িতে ঢাক বাজালেন মহিলা ঢাকিরা, দেখুন কি হল Gallery November 1, 2024 Bangla Digital Desk দক্ষিণেশ্বর মন্দিরেও যেন এবার লাগলো থিমের ছোঁয়া। ঐতিহ্য মেনে মা ভবতারিণীর পুজো হল কালীপুজোয় কালীপুজো উপলক্ষে সেজে উঠেছিল রানী রাসমনির তৈরি দক্ষিণেশ্বর মন্দির। লক্ষাদিক ভক্ত সমাগমে রাতভোর হল পুজো তবে এবার দক্ষিণেশ্বর মন্দির এ দেখা গেল এক অন্য চিত্র। ৩০ জন মহিলা ঢাকি ঢাকের তালে কোমর দুলিয়ে মাতিয়ে তুললেন ভক্তদের লাল শাড়িতে মহিলা ঢাকীদের ঢাকের বোলে যেমন উঠল, পাশাপাশি কূলো হাতে আরতির তালে বরণ করতেও দেখা গেল মহিলা শিল্পীদের এদিন ভবতারিণী মায়ের কাছে পুজো দিতে দীর্ঘ লাইন পরে ভক্তদের, তবে সুষ্ঠুভাবেই দীর্ঘ লাইন অতিক্রম করেই ভক্তরা নির্বিঘ্নে পুজো দেন দক্ষিণেশ্বরে গোটা মন্দির চত্বর সাজিয়ে তোলা হয়েছিল নজরকাড়া আলোকসজ্জায়। মূল মন্দিরসহ শিব মন্দির এমনকি গঙ্গার ঘাটে ও ছিল নানা বাহারি আলো