সন্তু মালিক, উলুবেড়িয়া: হাওড়ার উলুবেড়িয়ায় বাজি ফাটাতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনা৷ বাজির ফুলকি থেকে আগুন লেগে মৃত্যু হল তিনটি শিশুর৷ এ দিন সন্ধ্যা ৭টা নাগাদ এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে উলুবেড়িয়া পুরসভার ২৭ নম্বর ওয়ার্ডের বাণীতলায়৷ আগুনে ভষ্মীভূত হয়ে গিয়েছে একটি বাড়িও৷
স্থানীয় সূত্রে খবর, এ দিন সন্ধ্যায় এলাকার একটি বাড়িতে এসে বাজি পোড়াচ্ছিল প্রতিবেশী তিনটি শিশু৷ আচমকাই ফুলঝুড়ি বাজি থেকে আগুনের ফুলকি ছিটকে গিয়ে বাড়ির ভিতরে আগুন ধরে যায়৷ ওই বাড়ির নীচে একটি ছোট দোকান ছিল৷ সেই দোকানেও কিছু দাহ্য পদার্থ থাকায় আগুন দ্রুত গোটা বাড়িকে গ্রাস করে৷ অগ্নিদগ্ধ হয় তিনটি শিশু৷
আরও পড়ুন: বিয়ের পর স্বামীর কাছে এল স্ত্রীকে নিয়ে ভিডিও, ভাঙল সম্পর্ক! উত্তর প্রদেশে শিউরে ওঠা ঘটনা
আগুন ছড়িয়ে পড়তেই স্থানীয়রা ছুটে এসে শিশুগুলিকে উদ্ধার করার চেষ্টা করেন৷ ঘটনাস্থলে আসে দমকলের তিনটি ইঞ্জিনও৷ আগুন কিছুটা নিয়ন্ত্রণে এনে তিনটি শিশুকে উদ্ধার করে উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাঁদের মৃত বলে ঘোষণা করে৷
জানা গিয়েছে, মৃত তিনটি শিশুর নাম শ্রাবন্তিকা মিস্ত্রি (১১), মুমতাজ খাতুন (৫) এবং ঈশান ধারা(৩)৷ মর্মান্তিক এই ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে৷