Tag Archives: Kalipuja 2024

Abhishek Banerjee: মেয়ের হাত ধরে মমতার বাড়ির কালীপুজোয় অভিষেক

মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ‍্যোপাধ‍্যায়ের বাড়িতে প্রতি বছরের মতো এই বছরও মহা ধুমধাম করে আয়োজিত হয়েছে কালীপুজো। মুখ‍্যমন্ত্রীর কালীঘাটের বাড়িতে পুজোয় এলেন অভিষেক বন্দ‍্যোপাধ‍্যায়। বাবার হাত ধরে পুজোতে উপস্থিত অভিষেক কন‍্যা আজানিয়াও। বৃহস্পতিবার রাতে কালীঘাটের বাড়িতে সপরিবারে দেখা গেল তৃণমূলের সেনাপতিকে।

প্রতি বছরই মুখ‍্যমন্ত্রীর কালীঘাটের বাড়িতে মহা সমারোহে আয়োজিত হয় কালীপুজো। প্রতি বছরই নিষ্ঠাভরে এই পুজো নিজে বসে থেকে তদারকি করেন মুখ্যমন্ত্রী। এই বছরও একইভাবে সকাল থেকেই বাড়ির পুজোর আয়োজনে ব‍্যস্ত মমতা। মুখ‍্যমন্ত্রীর বাড়ির পুজোতে প্রতি বছরই উপস্থিত থাকেন অভিষেক।

Mamata Banerjee Kaji Puja 2024: ব‍্যস্ত মমতা, রাঁধলেন ভোগ! দেখুন মুখ‍্যমন্ত্রীর বাড়ির পুজোর ভিডিও

মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ‍্যোপাধ‍্যায়ের বাড়িতে প্রতি বছরের মতো এই বছরও মহা ধুমধাম করে আয়োজিত হয়েছে কালীপুজো। মুখ‍্যমন্ত্রীর কালীঘাটের বাড়িতে পুজোয় এলেন অভিষেক বন্দ‍্যোপাধ‍্যায়। বাবার হাত ধরে পুজোতে উপস্থিত অভিষেক কন‍্যা আজানিয়াও।

গতকালই মমতা বন্দ্যোপাধ্যায় বাড়ির পুজো উপলক্ষ্যে ছবি ও ভিডিও শেয়ার করেছিলেন। তিনি লিখেছেন, ‘আমার বাড়ির ব্রহ্মময়ীর চরণে শতকোটি প্রণাম জানাই। মায়ের স্নেহাশিসে মা-মাটি-মানুষের কল্যাণ হোক – এই প্রার্থনা আমার। ১৯৭৮ সালে প্রথম আমার মা এই পুজো শুরু করেন। এই বছর তা ৪৭ বছরে পা দিল। আমি যেন আজীবন এইভাবেই মায়ের সেবা করতে পারি – মায়ের চরণে এই কামনা আমার। সকলকে জানাই দীপাবলি এবং কালীপুজোর আগাম আন্তরিক শুভনন্দন।’

Kalipuja 2024: সোনার গয়নায় সাজলেন মা তারা! তারাপীঠের মন্দিরে ভক্তের ঢল

বীরভূম: এইদিন দীপান্বিতা কালীপুজো। বীরভূমের তারাপীঠের মা তারার মন্দিরেও চলছে তারা অঙ্গে কালীপুজোর বিশেষ পুজো। আর দীপান্বিতা অমাবস্যায় ভিড় জমেছে দূর দুরান্ত থেকে আগত পর্যটকদের। এই দিন বিকেল তিনটে ৭ মিনিট থেকে আমাবস্যা তিথি শুরু হয়েছে।আর অমাবস্যা তিথি শুরু হতেই তারা অঙ্গে কালী পুজো শুরু হয়ে গিয়েছে তারাপীঠ মন্দিরে।রীতি মেনে প্রত্যেকবারের মতো এইদিন ভোর চারটের সময় তারা মায়ের শিলামূর্তিকে মহাস্নান করানো হয়।তারপর তারা মাকে রাজবেশে সাজিয়ে মঙ্গল আরতি করা হয়।

তারাপীঠ মন্দিরের সেবায়েত তারক রায় বলেন,  “আজ তারা মায়ের বিশেষ পুজো চলছে । বিকেল ৩ টে ৭ মিনিট থেকে শুরু হয় অমাবস্যা।তারপর সন্ধ্যায় আরতি হয়।তারপর রাত্রে হবে নিশি পুজো। আজকে মা তারা কে সন্ধ্যাবেলায় ডাকের সাজে সাজিয়ে বিশেষ আরতি হয়।রীতি মেনেই পুজো অর্চনা করা হচ্ছে ।”এই দিন দুপুরবেলায় মা তারা কে বিশেষ অন্নের ভোগ নিবেদন করা হয়।সন্ধ্যা আরতির পর খই, মুড়কি, লুচি ও মিষ্টি দিয়ে শীতল ভোগ নিবেদন করা হয়। আজ মা তারা কে সোনার হার সোনার কানের দুল থেকে শুরু করে সোনার মুকুট পরিয়ে সন্ধ্যা আরতির আয়োজন করা হয়।

আরও পড়ুন: টান-টান, ঝকঝকে ত্বক! যৌবন ধরে রাখবে ভিটামিন ই ক্যাপসুল! জানুন

অন্যান্য দিন মা তারা কে এক বার ভোগ নিবেদন করা হলেও আজ কালীপুজো উপলক্ষে মা তারার দুই বার অন্নের ভোগ নিবেদন করা হবে। দুপুরবেলায় একবার অন্নের ভোগ নিবেদন করা হয়েছে এবং রাত্রে নিশি পুজোর পর খিচুড়ি,পোলাও,মাছ,বলির মাংস বিভিন্ন ধরনের সবজি মিষ্টি দিয়ে নিবেদন করা হবে।আজ আমাবস্যা উপলক্ষে আজ নিশি রাত্রে বিশেষ হোম যজ্ঞের আয়োজন করা হয়েছে। একদিকে যখন তারাপীঠ মন্দিরে মা তারার বিশেষ পুজোর আয়োজন করা হয়েছে ঠিক অন্য জায়গায় দাঁড়িয়ে তারাপীঠ মহাশ্মশানে বিভিন্ন জায়গার সাধুসন্ন্যাসীরা এসে আমাবস্যার এই লগ্নে মহাযজ্ঞ শুরু করেছেন।

সৌভিক রায়

Naihati Boro Maa: ১০১ বছরে ১০১ ভরির স্বর্ণালঙ্কারে সজ্জিতা নৈহাটির বড়মা, দেখুন ভিডিও

Mamata Kalipuja 2024: কালীঘাটে চেনা ছবি, বাড়ির পুজোর তদারকিতে মমতা বন্দ্যোপাধ্যায়

প্রতি বছরের মতো এবারেও ধুমধাম করে কালীপুজো আয়োজিত হতে চলেছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে। প্রতি বছরই নিষ্ঠাভরে এই পুজো নিজে বসে থেকে তদারকি করেন মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার সকাল থেকেই পুজোর আয়োজন শুরু হয়েছে বাড়িতে। কালীপুজো উপলক্ষ্যে গান লিখেছেন ও সুর দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। গান ‘আলোর সাথে নিশীথ রাতে মা এসেছেন ঘরে।’ গানটি গেয়েছেন ইন্দ্রনীল সেন। সরকারি প্রকল্পের গান সুর মিলে ১৫০টি গান হয়ে গেল মুখ্যমন্ত্রীর।

মন্দারমণির হোটেলে এ কী কাজ চলছিল! গ্রেফতার ম্যানেজার-সহ ১৯

জেলা তথা রাজ্যের জনপ্রিয় পর্যটন কেন্দ্র মন্দারমনি। তবে এবার মন্দারমণি মধুচক্রের আসরের জন্য শিরোনামে। অভিযান চালিয়ে পুলিশের হাতে ধরা পড়ল মোট ১৯ জন। আর এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে মন্দারমনি জুড়ে। পূর্ব মেদিনীপুর জেলার সমুদ্র পর্যটন কেন্দ্র হিসেবে দিঘার পাশাপাশি মন্দারমণি পর্যটকদের কাছে যথেষ্ট জনপ্রিয়।

Kalipuja 2024: মল্লেশ্বর কালীবাড়ি ঘিরে রয়েছে মনোগ্রাহী অজানা গাঁথা! জেনে নিন

বাঁকুড়ার মল্লেশ্বর কালীবাড়ি। প্রায় ৩০০ বছর আগে খাতড়ার মসক পাহাড় থেকে পায়ে হেঁটে ঘুরতে ঘুরতে বাঁকুড়ার জঙ্গলভর্তি শ্মশানে পৌঁছন সাধক হরিহর বাবা। খড়ের চালা পর্ণ কুটিরে পঞ্চমুন্ডির আসন স্থাপন করে সাধনা শুরু। পরবর্তীকালে স্থাপনা করা হয় মল্লেশ্বরী কালী মূর্তির। দীপান্বিতা অমাবস্যায় শাক্তমতে পূজা। প্রচুর মানুষ ভীড় জমায় মল্লেশ্বর কালীবাড়ির পুজো দেখতে।

Kalipuja 2024: তারাপীঠে মা তারার দুপুরের ভোগে ছিল বিশেষ আয়োজন! সন্ধের পর মহাযজ্ঞ শুরু হবে! জানুন

সাধক বামাক্ষ্যাপার অন্যতম সিদ্ধপীঠ নামে পরিচিত এই বীরভূমের তারাপীঠ। প্রত্যেকদিন এই তারাপীঠ মন্দিরে দূরদূরান্ত থেকে কয়েক হাজার ভক্তের সমাগম ঘটে।বিশেষ করে কৌশিকী আমাবস্যা এবং অন্যান্য বিশেষ তিথিতে লক্ষ লক্ষ ভক্তের সমাগম হয়।
সাধক বামাক্ষ্যাপার অন্যতম সিদ্ধপীঠ নামে পরিচিত এই বীরভূমের তারাপীঠ। প্রত্যেকদিন এই তারাপীঠ মন্দিরে দূরদূরান্ত থেকে কয়েক হাজার ভক্তের সমাগম ঘটে।বিশেষ করে কৌশিকী আমাবস্যা এবং অন্যান্য বিশেষ তিথিতে লক্ষ লক্ষ ভক্তের সমাগম হয়।
এই তারাপীঠের আদি দেবী মা তারা। তাই এই তারাপীঠে কোনও দেবী মূর্তির পুজোর প্রচলন নেই শুধুমাত্র মা তারার মূর্তি পুজো ছাড়া অন্য কোনও দেবী মূর্তির পুজো হয় না।
এই তারাপীঠের আদি দেবী মা তারা। তাই এই তারাপীঠে কোনও দেবী মূর্তির পুজোর প্রচলন নেই শুধুমাত্র মা তারার মূর্তি পুজো ছাড়া অন্য কোনও দেবী মূর্তির পুজো হয় না।
মা তারা এখানে সর্বোরূপে বিরাজমান তিনি কখনও দেবী দুর্গা তিনি আবার সরস্বতী তিনি লক্ষ্মী।আর আজ দীপান্বিতা কালীপুজোর দিন তিনি মা কালী রূপে বিরাজমান।
মা তারা এখানে সর্বোরূপে বিরাজমান তিনি কখনও দেবী দুর্গা তিনি আবার সরস্বতী তিনি লক্ষ্মী।আর আজ দীপান্বিতা কালীপুজোর দিন তিনি মা কালী রূপে বিরাজমান।
এদিন সকাল বেলায় মঙ্গল আরতির পর মা তারাকে রাজ রাজেশ্বরী বেশে সাজিয়ে তারা অঙ্গে কালি রূপে পুজো চলছে দিনভর। দূরদূরান্ত থেকে আগত ভক্তরা এসে মা তারার পুজো করছেন।
এদিন সকাল বেলায় মঙ্গল আরতির পর মা তারাকে রাজ রাজেশ্বরী বেশে সাজিয়ে তারা অঙ্গে কালি রূপে পুজো চলছে দিনভর। দূরদূরান্ত থেকে আগত ভক্তরা এসে মা তারার পুজো করছেন।
এদিন কালীপুজো উপলক্ষে মা তারাকে বিশেষ ভোগ নিবেদন করা হয়। দুপুরের অন্ন ভোগে আজ মা তারাকে নিবেদন করা হয় বিভিন্ন রকমের সবজি, পাঁচ রকম ভাজা, খিচুড়ি পোলাও মাছের মাথা ভাজা,শোল মাছ পোড়া,পাঁচ রকমের মিষ্টি এবং কারণ বারি দিয়ে ভোগ নিবেদন করা হয়। এর পাশাপাশি ছিল বলিদান এর পাঁঠার মাংস।
এদিন কালীপুজো উপলক্ষে মা তারাকে বিশেষ ভোগ নিবেদন করা হয়। দুপুরের অন্ন ভোগে আজ মা তারাকে নিবেদন করা হয় বিভিন্ন রকমের সবজি, পাঁচ রকম ভাজা, খিচুড়ি পোলাও মাছের মাথা ভাজা,শোল মাছ পোড়া,পাঁচ রকমের মিষ্টি এবং কারণ বারি দিয়ে ভোগ নিবেদন করা হয়। এর পাশাপাশি ছিল বলিদান এর পাঁঠার মাংস।
আজ আমাবস্যা উপলক্ষে এবং কালীপুজোর বিশেষ লগ্নে দুইবার মায়ের অন্ন ভোগ নিবেদন করা হবে। সন্ধ্যাবেলায় মা তারাকে ডাকের সাজে সাজিয়ে বিশেষ আরতির আয়োজন করা হয়েছে।সন্ধ্যা আরতির পর মা তারাকে লুচি-সুজি মিষ্টি পাঁচ রকমের ভাজা পায়েস দিয়ে ভোগ নিবেদন করা হবে।
আজ আমাবস্যা উপলক্ষে এবং কালীপুজোর বিশেষ লগ্নে দুইবার মায়ের অন্ন ভোগ নিবেদন করা হবে। সন্ধ্যাবেলায় মা তারাকে ডাকের সাজে সাজিয়ে বিশেষ আরতির আয়োজন করা হয়েছে।
সন্ধ্যা আরতির পর মা তারাকে লুচি-সুজি মিষ্টি পাঁচ রকমের ভাজা পায়েস দিয়ে ভোগ নিবেদন করা হবে।
এরপরে মা তারার চলবে বিশেষ পুজো। রাত্রি ৮ঃ০০ ঘটিকায় আজ তারাপীঠ মন্দিরে এক মহাযজ্ঞের আয়োজন করা হয়েছে। তারাপীঠ মন্দিরের পাশাপাশি তারাপীঠ মহাশ্মশানেও আজ বিশেষ হোম যজ্ঞ চলবে। (তথ্য ও ছবি: সৌভিক রায়)
এরপরে মা তারার চলবে বিশেষ পুজো। রাত্রি ৮ঃ০০ ঘটিকায় আজ তারাপীঠ মন্দিরে এক মহাযজ্ঞের আয়োজন করা হয়েছে। তারাপীঠ মন্দিরের পাশাপাশি তারাপীঠ মহাশ্মশানেও আজ বিশেষ হোম যজ্ঞ চলবে। (তথ্য ও ছবি: সৌভিক রায়)

Anubrata Mondal: অনুব্রত মণ্ডলের কালীপুজোয় এবার বিরাট চমক! জৌলুস কমলেও ‘দাদা’র ফিরে আসাতেই খুশি সকলে

বোলপুর: বোলপুরে তৃণমূলের দলীয় কার্যালয়ে জোরকদমে চলছে কালীপুজোর প্রস্তুতি। গরু পাচার মামলায় গ্রেফতার হওয়ায় গত ২ বছর কালীপুজোয় থাকতে পারেননি অনুব্রত মণ্ডল। কিন্তু এখন তিনি জামিনে মুক্ত। এই বছর অংশ নিয়েছেন কালীপুজোতেও। কিন্তু, তিনি নিজের হাতে দেবীকে গয়না পরাচ্ছেন না তিনি। তবে রয়েছেন পুজোতে।

বোলপুরে তৃণমূল কার্যালয়ে কালীপুজো, সেই কালীপুজোর দেবীমূর্তির গয়না বরাবর বিখ্যাত। অনুব্রত মণ্ডল জেলে যাওয়ার আগে পর্যন্ত নিজে দাঁড়িয়ে থেকে সোনার গয়না পরাতেন কালী প্রতিমাকে। যদিও এ বছর অনুব্রত মণ্ডল ফিরে এসেছেন। কিন্তু যে তুলনায় সোনার গয়না পরানো হত অন্যান্য বার, এবার সেই সংখ্যা যথেষ্টই কম। অনুব্রত মণ্ডল জানান, এ বছর তাঁর অশৌচ চলছে, তাই কালী প্রতিমায় গয়না পরাতে পারবেন না।

আরও পড়ুন: ভারতীয় রেলের সবচেয়ে নোংরা ট্রেন ‘এটি’! একবার উঠলে গা ঘিনঘিন করে উঠবে, নাম শুনে আঁতকে উঠবেন

গ্রেফতারের আগে অনুব্রত মণ্ডলের কালীপুজো মানেই ছিল বিপুল আয়োজন, জাঁকজমক। ২০২০ সালে কালীকে ৩০০ ভরি গয়নাতে সাজিয়েছিলেন অনুব্রত। ২০২১ সালে প্রায় ৫৭০ ভরি গয়না দিয়ে কালীকে সাজান তিনি। আর এই নিয়ে রাজ্যজুড়ে শোরগোল পড়ে গিয়েছিল।

২০২২ সালে গরু পাচার মামলায় গ্রেফতার করা হয়েছিল অনুব্রত মণ্ডলকে। সেই সময় বোলপুরের তৃণমূলের দলীয় কার্যালয়ে নেতা,কর্মীরাই চাঁদা তুলে পুজো এবং প্রসাদ বিতরণের ব্যবস্থা করেন। প্রতিমাকে গয়নাও পরানো হয়েছিল অনেকটাই কম। ২০২৩ সালের মতো এই বছরও থাকছে খাওয়া দাওয়ার ব্যবস্থাও।

 

—-ইন্দ্রজিৎ রুজ

Kali Puja 2024: কালীপুজোয় বড় চমক! মায়াপুরের ইসকন মন্দির এবার কি তবে বসিরহাটে?

উত্তর ২৪ পরগনা: কালীপুজোয় বড় চমক! মায়াপুরের ইসকন মন্দির এবার বসিরহাটে। এবার পুজোয় কি মায়াপুরের ইসকন মন্দির ঘুরে আসতে চান! তবে বসিরহাটেই এবার দেখা মিলবে এই মন্দিরের। নদীয়ার মায়াপুরের ইসকন মন্দিরের থিমে সেজে উঠছে উত্তর ২৪ পরগণা জেলার বসিরহাটের নবোদয় ক্লাবের কালীপুজোর মণ্ডপ।

শুধু মণ্ডপ নয়, প্রতিমা এবং আলোকসজ্জাতেও থাকছে বিশেষ চমক। বসিরহাট শহরে দুর্গাপুজো থিমের রমরমা থাকলেও কালীপুজোয় থিমের সেভাবে দেখা মেলেনা। তবে এবার কালি পুজোয় থিমের দেখা মিলবে বসিরহাটে। পুরো মণ্ডপটাই তৈরি হবে মায়াপুর ইসকন মন্দিরের আদলে। পাশাপাশি পুজো মণ্ডপের উদ্যোক্তারা মহিলা পরিচালিত।

আরও পড়ুন: বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত হুঁশিয়ারি…! ১৭ রাজ্যে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা, কী হবে বাংলায়? বিরাট আপডেট দিয়ে দিল IMD

জলের উপর বিশেষ পদ্ধতিতে প্যান্ডেল ফুটিয়ে তোলা হচ্ছে। বসিরহাটেই দেখা পাওয়া যাবে মায়াপুরের অনুভব। বসিরহাটের নবোদয় সংঘ ক্লাবের ৭৮ তম বর্ষ এবারের কালীপুজো। কয়েক লক্ষ টাকা ব্যায়ে তৈরি হচ্ছে পড়শী জেলা নদিয়ায় মায়াপুরের ইসকন মন্দিরের আদলে পুজোর মণ্ডপ। প্রতিবছর মণ্ডপ সজ্জায় চমক দেয় এই ক্লাব। সেজন্য দূর দূরান্ত থেকে দর্শনার্থীরা ভিড় জমায়। সব মিলিয়ে দুর্গা পুজোর পরপর ফের থিমের থিমের ছোঁয়ায় পুজোর মণ্ডপে সেজে উঠছে বসিরহাট।

জুলফিকার মোল্লা