লাইফস্টাইল GK: বলুন তো, বিশ্বের সবচেয়ে বেশি ভাত খাওয়া দেশ কোনটা? ভারত-বাংলাদেশ নয় কিন্তু! উত্তরটা শুনলে অবাক হবেন Gallery November 2, 2024 Bangla Digital Desk বাঙালী মানেই ভাত। দুপুরবেলা ভাত খেয়ে একপ্রস্থ ঘুম না দিলে যেন বাঙালীকে বাঙালী মনে হয় না। বাঙালির ভাত মাস্ট। তা বাড়িতে হোক কি অনুষ্ঠান বাড়ি। গরম ভাত-ডাল-লেবু এই কম্বোর জুড়ি মেলা ভার। এমনকী বাংলার বাইরে কোথাও গেলেও মানুষ ভাতের হোটেল খোঁজে। কিন্তু ভাত প্রিয় বাঙালি কি জানে সবথেকে বেশি ভাত খাওয়া দেশ কোনটা? আজ্ঞে না, ভারত না! বিশ্বে সবচেয়ে বেশি ভাত খান চিনের মানুষ। চিনে চালের ফলন প্রচুর।বিশ্বের ৩০ শতাংশ চাল চিনেই উৎপাদিত হয়। চিনের পরেই বিশ্বের সবচেয়ে বেশি ভাত খাওয়া দেশ ভারত। তৃতীয় স্থানে রয়েছে ইন্দোনেশিয়া। এরপরেই তালিকায় রয়েছে বাংলাদেশ। পরের তালিকায় আছে ভিয়েতনাম, ফিলিপাইন্স, থাইল্যান্ড।