আইপিএলের নিয়ম অনুযায়ী প্রতিটি দল পার্সে ১২০ কোটি টাকা করে পাবে। তারমধ্যে থেকেই রিটেনশন করতে হয়েছে সবকটি দলকে। কেকেআর রিঙ্কু ১৩ কোটি, রাসেল-নারিন-বরুণ ১২ কোটি করে ও হর্ষিত-রমনদীপকে ৪ কোটি টাকা করে দিয়েছে।

KKR News: কেকেআর কত জন দেশি ও বিদেশি প্লেয়ার কিনতে পারবে? নাইটদের নিলামের সব তথ্য

নির্দিষ্ট সময়ের মধ্যেই আইপিএল ২০২৫-এর রিটেনশন তালিকা প্রকাশ করে দিয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স।
নির্দিষ্ট সময়ের মধ্যেই আইপিএল ২০২৫-এর রিটেনশন তালিকা প্রকাশ করে দিয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স।
গতবারের অধিনায়ক শ্রেয়স আইয়ারকে রিলিজ করে বড় চমক দিয়েছে কেকেআর। একইসঙ্গে ৬ জনকে রিটেন করেছে নাইটরা।
গতবারের অধিনায়ক শ্রেয়স আইয়ারকে রিলিজ করে বড় চমক দিয়েছে কেকেআর। একইসঙ্গে ৬ জনকে রিটেন করেছে নাইটরা।
আন্দ্রে রাসেল, সুনীল নারিন, রিঙ্কু সিং, বরুণ চক্রবর্তী ও দুই আনক্যাপড হর্ষিত রানা, রমনদীপ সিংকে রিটেন করতে কেকেআর।
আন্দ্রে রাসেল, সুনীল নারিন, রিঙ্কু সিং, বরুণ চক্রবর্তী ও দুই আনক্যাপড হর্ষিত রানা, রমনদীপ সিংকে রিটেন করতে কেকেআর।
৬ ক্রিকেটারকে রিটেন করার পর কেকেআরের হাতে রয়েছে মোট ৫১ কোটি টাকা। এই টাকার মধ্যেই গোটা দল গড়তে হবে নাইটদের।
৬ ক্রিকেটারকে রিটেন করার পর কেকেআরের হাতে রয়েছে মোট ৫১ কোটি টাকা। এই টাকার মধ্যেই গোটা দল গড়তে হবে নাইটদের।
নিলামে মোট ১৯ জন ক্রিকেটারকে কিনতে পারবে কলকাতা নাইট রাইডার্স। তার মধ্যে মোট আরও ৬ জন বিদেশী কিনতে পারবে কেকেআর।
নিলামে মোট ১৯ জন ক্রিকেটারকে কিনতে পারবে কলকাতা নাইট রাইডার্স। তার মধ্যে মোট আরও ৬ জন বিদেশী কিনতে পারবে কেকেআর।
১২০ কোটি টাকার পার্স ছিল প্রতিটি দলের। অর্ধেকের বেশি খরচ হয়ে গিয়েছে। যার ফলে বাকি দল গড়তে নিলামে অঙ্ক কষে নামতে হবে নাইটদের।
১২০ কোটি টাকার পার্স ছিল প্রতিটি দলের। অর্ধেকের বেশি খরচ হয়ে গিয়েছে। যার ফলে বাকি দল গড়তে নিলামে অঙ্ক কষে নামতে হবে নাইটদের।