নদিয়া: ক্রিকেট খেলা আমরা অনেকেই দেখতে খুবই পছন্দ করি। আমাদের দেশে ক্রিকেট খেলোয়াড়দের তারকা হিসেবে গণ্য করা হয়। যেখানে ময়দানে লক্ষাধিক দর্শকদের সামনে ব্যাটসম্যানেরা বাউন্ডারি পার করে লাগাতার একের পর এক ছয় মেরে সেঞ্চুরি হাকিয়ে আর মন জয় করে নেয় আমাদের। তবে এবার হল উলটপুরান, নদিয়ার শান্তিপুরে এমন এক ক্রিকেট খেলার আয়োজন করা হল যেখানে ব্যাটসম্যানের রীতিমতো ছয় মারাই নিষিদ্ধ! ব্যাটসম্যান যদি বাউন্ডারি পার করে ছয় মারে তবে তাকে আউট করে দেওয়া হবে। এমনই সিদ্ধান্ত খেলার কর্তৃপক্ষদের।
নদিয়ার শান্তিপুর হরিপুর অঞ্চলে আয়োজন করা হল প্লাস্টিক বলের ক্রিকেট ম্যাচ অর্থাৎ টেনিস ক্রিকেট। যেখানে আইপিএলের মত খেলোয়াড়দের নিলাম করে টিম বানানো হয়েছে। এবং খেলার মূল ও প্রধান নিয়ম হল বাউন্ডারি পার করে ছয় মারা নিষিদ্ধ। ব্যাটসম্যান ছয় মারলে পরে তাকে আউট করে দেওয়া হবে। এছাড়া খেলার ম্যান অফ দ্যা ম্যাচ হিসেবে নির্বাচিত হওয়া খেলোয়াড় পাবে রুপোর ব্যাট ও পদক। শুধু তাই নয় সমাজের সচেতনতার উদ্দেশ্যে করা হয় গাছের চারা বিতরণ।
খেলা কর্তৃপক্ষরা জানান আইপিএল যখন থেকে শুরু হয়েছে তবে থেকেই তারাও এই খেলার আয়োজন করেছিলেন তারা। তবে আগে যেই মাঠে এই খেলার আয়োজন করা হত, এখন খেলাটি সরিয়ে নিয়ে অন্যত্র আয়োজন করা হয়। এবছর সাতটি টিম অংশগ্রহণ করে এই খেলায়। প্রথমে বিজ্ঞপ্তি জারি করা হয় এরপর খেলায় ইচ্ছুক তরুণরা ফর্ম ফিলাপ করে অংশগ্রহণ করতে পারবে।
এরপর তাদের আর্থিক নিলামের মাধ্যমে এক একটি দলে ভাগ করে দেওয়া হয়। যদিও সেই অর্থের পরিমাণ খুবই নগণ্য! মানুষকে মনোরঞ্জন করার জন্য এই অর্থের পরিবর্তে নিলাম করা হয় বলে জানান খেলার উদ্যোক্তারা। সময় যত এগিয়ে যাচ্ছে এই খেলা রীতিমত ততটাই জনপ্রিয় হচ্ছে বলে জানান খেলার আয়োজকরা।
Mainak Debnath