মৃত্যু উপত্যকা কাবুল, গুরুদ্বারায় জঙ্গিহামলায় ঝাঁঝরা ২৭ শিখ ধর্মাবলম্বী, আহত বহু

#কাবুল: করোনা আতঙ্কের মধ্যেই জঙ্গিহামলা হল আফগানিস্থানের রাজধানী কাবুলে। সেখানকার এক গুরুদ্বারায় বুধবার জঙ্গিদের গুলিতে মৃত্যু হয়েছে কমপক্ষে ২৭ জনের। আহত হয়েছেন কমপক্ষে ৮ জন। নিহতের মধ্যে চার জঙ্গিও রয়েছে।

সংবাদসংস্থা সূত্রে খবর, এই হামলার দায় স্বীকার করেছে জঙ্গি সংগঠন আইসিস।

আফগান সংসদের শিখ সদস্য আনারকলি কৌর হনওয়ার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ” কমপক্ষে ১৫০ জন এই সময়ে গুরুদ্বারার ভিতরে প্রার্থনা করছিলেন। সেইসময়েই অতর্কিতে হামলা চালানো হয়।

এদিন সকাল ৭টা ৪৫মিনিট নাগাদ কাবুলের সর বাজারে হামলা চালায় জঙ্গিরা। আফগান সশস্ত্রবাহিনী গোটা চত্বর ঘিরে ফেললে দীর্ঘক্ষণ গুলির লড়াইও চলে। ঘটনার তীব্র নিন্দা করা হয়েছে বিদেশমন্ত্রকের তরফেও।

আফগান স্বাস্থ্যদফতরের মুখ পাত্র ওয়াদিউল্লাহ মায়ার সংঘর্ষ চলাকালেই সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ১১ জনের মৃত্যু হয়েছে ঘটনাস্থলেই। ১৫ জন আহত ব্যক্তিকে নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। সর্বশেষ পাওয়া খবরে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭।