মাস্কফোর্স তৈরি করলেন বিরাট, সৌরভ, সচিন! কীভাবে সামিল হবেন আপনি, দেখুন ভিডিও

 

#মুম্বই: করোনা ভাইরাস সংক্রমণ রুখতে নিজেদের মতো করে সোশ্যাল মিডিয়ায় সচেতনতামূলক প্রচার চালিয়েছেন ভারতীয় দলের অনেক ক্রিকেটারই৷ এবার ভারতীয় ক্রিকেটের প্রাক্তন এবং বর্তমান তারকাদের নিয়ে করোনা সংক্রমণের বিরুদ্ধে নতুন সচেতনতামূলক ভিডিও প্রকাশ করল বিসিসিআই৷ যেখানে বিরাট কোহলি, সচিন তেন্ডুলকর, সৌরভ গঙ্গোপাধ্যায়, হরমনপ্রীত কৌর, স্মৃতি মান্ধানারা একসঙ্গে মাস্কফোর্স তৈরি করার ডাক দিচ্ছেন৷

আসলে সাধারণ মানুষ যাতে বাইরে বেরোলেই মাস্ক ব্যবহার করেন, এই ভিডিও-তে সেই বার্তাই দিয়েছেন ভারতীয় ক্রিকেট দলের পুরুষ এবং মহিলা ক্রিকেটাররা৷ নিজেরা মাস্ক পরে অন্যদেরও তা ব্যবহার করতে উৎসাহ জুগিয়েছেন ক্রিকেটাররা৷ রোহিত শর্মা, রাহুল দ্রাবিড়, বীরেন্দ্র সহবাগ বা মিতালি রাজ, প্রত্যেকেই সাধারণ মানুষকেও এই মাস্ক ফোর্সে সামিল হওয়ার আবেদন জানিয়েছেন৷

বিসিসিআই-এর এই ভিডিও রিটুইট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও৷ টুইট বার্তায় তিনি লিখেছেন, ‘ছোট কিন্তু জরুরি কিছু সতর্কতাই আমাদের নিরাপদ রাখতে পারে৷ এই সচেতনতা ছড়িয়ে দেওয়া অত্যন্ত জরুরি৷’