উইকেট কিপারের হাতে বল, দু’ রান চুরি করে নিল ব্যাটসম্যান! দেখুন কীভাবে

#কলকাতা: শেষ বলে জয়ের জন্য প্রয়োজন ৩ রান৷ ২ রান হলে টাই হবে ম্যাচ৷ এই পরিস্থিতিতে ব্যাটে বলেই করতে পারলেন না ব্যাটসম্যান৷ বল চলে গেল সোজা উইকেটকিপারের হাতে৷ তার পরেও অভিনব উপায়ে দুই রান চুরি করে ম্যাচ টাই করে দিলেন দুই ব্যাটসম্যান৷ মজার এই ঘটনা ঘটেছে ইউরোপিয়ান ক্রিকেট সিরিজের একটি টি ১০ ম্যাচে৷

পার্কসেলোনা সিসি এবং ক্যাটালুনা লায়নসের মধ্যে ম্যাচে এই দৃশ্য দেখা যায়৷ জয়ের জন্য এক বলে তিন রান প্রয়োজন ছিল পার্কসেলোনার৷ ব্যাট করছিলেন আদালত আলি৷ কিন্তু জোরে ব্যাট চালিয়েও বলে ছোঁয়াতে পারেননি তিনি৷ বল চলে যায় উইকেটকিপারের কাছে৷ কোনওরকমে দৌড়ে এক রান নেন আদালত৷ কোনও ঝুঁকি না নিয়ে বল হাতে নিয়ে উইকেটের কাছে এসে অপেক্ষা করতে থাকেন বিপক্ষ দলের উইকেটকিপার৷

তখনই ঘটে সেই মজার ঘটনা৷ আজিম আজাম নামে অন্য ব্যাটসম্যান দ্বিতীয় রানের জন্য ইশারা করেন আদালতকে৷ পড়িমড়ি করে রান নিতে ছোটেন আদালত৷ কিন্তু আজিম উইকেটকিপারের দিকের ক্রিজ ছাড়েননি৷ সঙ্গী ব্যাটসম্যান উইকেটকিপারের দিকে পৌঁছনোর পরই বোলারের প্রান্তে দৌড়তে শুরু করেন আজিম৷ দুই ব্যাটসম্যানের কাণ্ডে দেখে উইকেটকিপারও খানিক ঘাবড়ে যান৷ দ্রুত হাতের বলটি বোলারকে ছুড়ে দেন তিনি৷ বোলার বল নিয়ে উইকেটে নিশানা করে ছোড়েন৷ কিন্তু তা লক্ষ্যভ্রষ্ট হয়৷ ফলে টাই হয়ে যায় ম্যাচ৷

দুই ব্যাটসম্যানের অভিনব কাণ্ড দেখে অবাক হয়ে যান ধারাভাষ্যকাররাও৷ টুর্নামেন্টের নিয়ম মেনেই ম্যাচের ফয়সালা হয় গোল্ডেন বলে৷ সেই নিয়মে অবশ্য জয়ী হয় ক্যাটালুনাই৷