কাশ্মীর নিয়ে পাকিস্তানের অনলাইন মিটিংয়ে বেজেই চলল ‘জয় শ্রী রাম’, হ্যাকার হানার ভিডিও ভাইরাল

#নয়াদিল্লি :   কাশ্মীর নিয়ে উচ্চপর্যায়ের বৈঠকে বসেছিলেন পাকিস্তানের আধিকারিকরা ৷ তারমধ্যেই জুম মিটিং হ্যাক হয়ে গেল আর বেজে উঠল হনুমান ও প্রভু রামের ভজন!  “72 Years of Indian Occupation of Kashmir” অর্থাৎ কাশ্মীরে ৭২ বছর ধরে ভারতীয় জীবিকা শীর্ষক এই আলোচনাটি ফেসবুক দিয়ে লাইভ স্ট্রিমিং হচ্ছিল৷ তাতে পৃথিবীর বিভিন্ন দেশের প্রতিনিধিরা অংশ নিয়েছিলেন৷

ভারত বিরোধী এই বৈঠক শুরু চলাকালীন, ভারতবাদী কোনও ইউজার হ্যাক করে মিটিং চলাকালীন হনুমান ও শ্রীরামের ভজন চালিয়ে দেয়!

যখন হনুমানের ভজন চলছিল তখন একজন বক্তা বলেন, ‘আমরা জানতাম এরকম হতে চলেছে৷ ’

ভিডিও-র মধ্যেই শোনা যায় বলা হচ্ছে, ‘আমরা ভারতীয়, আমরা তোমাদের লাথি মেরে তাড়াব৷ ’

দেখে নিন সেই বিতর্কিত ভিডিও

আরেকজন বারবার অনুরোধ করছিলেন ডক্টর ওয়ালিদ মালিককে৷ তাঁকে বলা হচ্ছিল মাইক্রোফোন মিউট করার জন্য৷ কিন্তু বিভিন্ন সময়ে হ্যাকাররা ভারতবাদী ও জাতীয়তাবাদী গান বারবার চালিয়ে বৈঠক বিঘ্নিত করছিল৷

প্রথমবার মিটিং হ্যাক হয়েছিল ১৬.৫৫ তে – সেসময় হনুমানের গান চালানো হয়েছিল৷ এরপর ৪৭ মিনিটে গান চালানো হয়৷ সেই গানটি ছিল ‘এক হি নারা, এক হি নাম. জয় শ্রীরাম, জয় শ্রীরাম৷ ’ ২ মিনিট ধরে বিষয়টি চলে৷ ততক্ষণ স্পিকাররা চুপ করে ছিলেন৷

এদিকে এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল গতিতে ছড়িয়ে পড়েছে৷ বিভিন্ন মিম ছড়িয়ে পড়ে৷

কেউ কেউ বলেন ভারতীয় ছেলেরা ভালো খেলেছে, কেউ আবার বলেছে এদের সঙ্গে জুম মিটিংয়ে এরকমই হওয়া উচিত৷

এদিকে এই ভিডিও-র পর বলা হয়েছে , ‘ভবিষ্যতে যদি এরকম কোনও জুম মিটিং হয় তাহলে বলে দিও৷ ’ এরপর আরও বলা হয়, ‘এমএস শাহ মনে হয় না ডক্টর ওয়ালিদ মালিকের মিউজিকের রুচি খুব একটা পছন্দ করলেন৷ ’