মন্দিরের দ্বারে বসে আশির্বাদ বিলোচ্ছে কুকুর! নেটদুনিয়ায় ভাইরাল ভিডিও

#মুম্বই: মহাভারতে ধর্ম কুকুরের রূপ নিয়ে যুধিষ্ঠিরের সঙ্গ করেছিল। এ যেন সেই আখ্যানেরই পুনরাবর্তন। মন্দিরের দ্বারপ্রান্তে বসা কুকুর একে একে আশীর্বাদ করছে সকল ভক্তকে। ঘটনায় হতহাক নেটদুনিয়া।

মহারাষ্ট্রের আহমেদনগরে সিদ্ধিবিনায়ক মন্দিরে এই ঘটনাটি ঘটেঠছে। কোনও এক ভক্তই গোটা ব্যাপারটা ভিডিও করন। এখন সমাজমাধ্যমে সেই ভিডিও ভাইরাল।

মহারাষ্ট্রের এই মন্দিরে প্রতিদিনই আসেন হাজার হাজার মানুষ। আর কুকুরটিকেও ভক্তদের অনেকেরই চেনা। ভিডিওটিতে দেখা যাচ্ছে কুকুরটি মন্দিরের প্রস্থান গেটের ঠিক ধারের একটা উচু বেদিতে বসে আছে। আর কোনও ভক্ত বের হলেই হাতের থাবা তুলে দিচ্ছে।

 

View this post on Instagram

 

A post shared by SMALL-TO-BIGTAILS? (@smalltobigtails)

ভক্তরা বলছেন, এটা ওর আশির্বাদসূচক ভঙ্গি। সেই ভঙ্গিতেই বুঁদ ভক্তরা অনেকে তাঁকে প্রণাম করে। বিবেকানন্দ বলছিলেন জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। এই দৃশ্য দেখে কেউ যেমন বলছেন, সাক্ষাৎ ধর্মই সারমেয়র রূপে বসে আছে। কেউ আবার বলছে ওকে ভালোবাসা মানে শিবজ্ঞানে জীবসেবাই।