Tag Archives: Dog

Deer Rescue: কুকুরের তাড়া খেয়ে জঙ্গল ছেড়ে লোকালয়ে হরিণ তারপর যা হল

আলিপুরদুয়ার: সাত সকালে লোকালয়ে চলে আসে দুটি চিতল হরিণ। ‌ কুকুরের তাড়া খেয়ে তারা জঙ্গল ছেড়ে লোকালয় প্রবেশ করে। এদিকে গ্রামের মধ্যে হরিণ দেখতে পেয়ে স্থানীয়রা ভিড় করতে শুরু করেন। খবর দেওয়া হয় বন দফতরে।

ঘটনাটি ঘটেছে শুক্রবার সকালে চিঞ্চুলা চা বাগান এলাকায়। এদিন বক্সা ব্যাঘ্র প্রকল্পের জঙ্গল থেকে বেরিয়ে দুটি চিতল হরিণ চা বাগানের শ্রমিক মহল্লায় ঢুকে পড়ে। হরিণটি বিভিন্ন এলাকায় দাপিয়ে বেড়ায়। পরবর্তীতে এলাকার বাসিন্দারা মিলে হরিণ দুটিকে ধরে ফেলে। সেগুলিকে রাখা হয় একটি ঘরে বন্ধ করে।

আরও পড়ুন: রোদে পুড়ে যাচ্ছে নদিয়ার লিচু, অসহায় চাষিরা

এরপর এলাকাবাসীরা খবর দেয় বন দফতরে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে হরিণ দুটিকে উদ্ধার করে বক্সা ব্যাঘ্র প্রকল্পের পানা মোবাইল রেঞ্জের বনকর্মী ও আধিকারিরা।‌ প্রাথমিক চিকিৎসার পর দুটি হরিণকে আবার‌ও গভীর জঙ্গলে ছেড়ে দেওয়া হবে বলে বন দফতর সূত্রের খবর।‌ হরিণ দুটি কুকুরের তাড়া খেয়েছিল বলে জানা গিয়েছে। যদিও হরিনগুলির শরীরে কোনও আঘাতের চিহ্ন দেখা যায়নি। তবুও বিষয়টি খতিয়ে দেখছেন বনকর্মীরা।

অনন্যা দে

Dog: অবিশ্বাস্য! একটা কুকুর প্রাণ বাঁচিয়েছিল গোটা শহরের! ‘হিরোইক অ্যানিম্যাল’ টোগোর গল্প শুনে অবাক হয়ে যাবেন

কুকুর সাধারণত তাদের বিশ্বস্ততা, প্রভুভক্তি, বন্ধুত্বের জন্য পরিচিত। তবে কিছু কিছু কুকুর এইসব গুণের উপরে উঠে অবিশ্বাস্য কিছু করে ফেলে, যা তাদের ইতিহাসের পাতায় ঠাঁই করে দেয়। টোগো, তেমনই এক কুকুর।
কুকুর সাধারণত তাদের বিশ্বস্ততা, প্রভুভক্তি, বন্ধুত্বের জন্য পরিচিত। তবে কিছু কিছু কুকুর এইসব গুণের উপরে উঠে অবিশ্বাস্য কিছু করে ফেলে, যা তাদের ইতিহাসের পাতায় ঠাঁই করে দেয়। টোগো, তেমনই এক কুকুর।
জাতে সাইবেরিয়ান হাস্কি এই সারমেয়টি বিখ্যাত হয়ে আছে মানবকল্যাণে তার অবদানের জন্য। লিওনহার্ড সেপলা নামক এক ডগ ব্রিডার, ট্রেইনার, মুশারের (যারা ডগ-স্লেড চালায়) স্লেজডগের লিড ডগ ছিল ছোটবেলা থেকেই বুদ্ধিমত্তা, দুরন্তপনা দিয়ে মুগ্ধ করে দেওয়া টোগো।
জাতে সাইবেরিয়ান হাস্কি এই সারমেয়টি বিখ্যাত হয়ে আছে মানবকল্যাণে তার অবদানের জন্য। লিওনহার্ড সেপলা নামক এক ডগ ব্রিডার, ট্রেইনার, মুশারের (যারা ডগ-স্লেড চালায়) স্লেজডগের লিড ডগ ছিল ছোটবেলা থেকেই বুদ্ধিমত্তা, দুরন্তপনা দিয়ে মুগ্ধ করে দেওয়া টোগো।
স্লেজ হচ্ছে আর্কটিকের বরফাচ্ছাদিত মেরু এলাকায় মালামাল পরিবহণের একমাত্র মাধ্যম। আধুনিক বরফে চলার উপযোগী ট্রাকগুলো আসার আগ পর্যন্ত। কুকুরটানা স্লেজগাড়ি একটা সময় সবচেয়ে বেশি প্রচলিত ছিল। ৬-১০টি কুকুরের একটি দল স্লেজগাড়ি টানত। স্লেজটানা দলের লিড ডগ বা দলনেতা কুকুরকে হতে হয় দলের মধ্যে সবচেয়ে দ্রুতগামী, সেই সঙ্গে তীক্ষ্ণ বিচক্ষণতা সম্পন্ন।
স্লেজ হচ্ছে আর্কটিকের বরফাচ্ছাদিত মেরু এলাকায় মালামাল পরিবহণের একমাত্র মাধ্যম। আধুনিক বরফে চলার উপযোগী ট্রাকগুলো আসার আগ পর্যন্ত। কুকুরটানা স্লেজগাড়ি একটা সময় সবচেয়ে বেশি প্রচলিত ছিল। ৬-১০টি কুকুরের একটি দল স্লেজগাড়ি টানত। স্লেজটানা দলের লিড ডগ বা দলনেতা কুকুরকে হতে হয় দলের মধ্যে সবচেয়ে দ্রুতগামী, সেই সঙ্গে তীক্ষ্ণ বিচক্ষণতা সম্পন্ন।
ঘটনাটা ১৯২৫ সালের, হিমশীতল আলাস্কার ছোট্ট একটি শহর নম। হঠাৎ করে শহরে ডিপথেরিয়া রোগের মহামারী হানা দেয়। কয়েকটা বাচ্চা মারা যায়, বাকিদের অবস্থাও কাহিল। শহরের একমাত্র হাসপাতালে ডিপথেরিয়া অ্যান্টিটক্সিন মেয়াদোত্তীর্ণ হয়ে গেছে। ৬৭৪ মাইল (১০৮৫ কিমি) দূরের শহর নুলাতো থেকে আনতে হবে সেরাম। সভ্যতা থেকে অনেক দূরে অবস্থিত এই এলাকায় এক শহরের সঙ্গে আরেক শহরের যোগাযোগের একমাত্র উপায় কুকুরচালিত স্লেজ।
ঘটনাটা ১৯২৫ সালের, হিমশীতল আলাস্কার ছোট্ট একটি শহর নম। হঠাৎ করে শহরে ডিপথেরিয়া রোগের মহামারী হানা দেয়। কয়েকটা বাচ্চা মারা যায়, বাকিদের অবস্থাও কাহিল। শহরের একমাত্র হাসপাতালে ডিপথেরিয়া অ্যান্টিটক্সিন মেয়াদোত্তীর্ণ হয়ে গেছে। ৬৭৪ মাইল (১০৮৫ কিমি) দূরের শহর নুলাতো থেকে আনতে হবে সেরাম। সভ্যতা থেকে অনেক দূরে অবস্থিত এই এলাকায় এক শহরের সঙ্গে আরেক শহরের যোগাযোগের একমাত্র উপায় কুকুরচালিত স্লেজ।
এমন সময় ধেয়ে আসে ভয়াবহ তুষারঝড়। মাইনাসের নিচের তাপমাত্রা, সেই সঙ্গে তুষারঝড়, এমন বিরূপ আবহাওয়ায় বরফঢাকা পাহাড়, সাগর ডিঙ্গিয়ে সেরাম নিয়ে ফেরত আসে সেপলারের স্লেজ, যার লিডে ছিল। পুরো জার্নিটা ভাগ করে মোট ২০টা রিলে দলকে দায়িত্ব দেওয়া হয়েছিল।
এমন সময় ধেয়ে আসে ভয়াবহ তুষারঝড়। মাইনাসের নিচের তাপমাত্রা, সেই সঙ্গে তুষারঝড়, এমন বিরূপ আবহাওয়ায় বরফঢাকা পাহাড়, সাগর ডিঙ্গিয়ে সেরাম নিয়ে ফেরত আসে সেপলারের স্লেজ, যার লিডে ছিল। পুরো জার্নিটা ভাগ করে মোট ২০টা রিলে দলকে দায়িত্ব দেওয়া হয়েছিল।
তবে বাকি উনিশ দলের গড় জার্নি ছিল ৩১ মাইল, সেখানে টোগো তার দল নিয়ে একাই দৌড়েছিল ২৬৪ মাইল ৩ দিনে, যেটা আবার ছিল সবচেয়ে ভয়ংকর বিপদসঙ্কুল রাস্তায় যেখানে আর্কটিক সাগরের জমে থাকা বরফের উপর দিয়ে পাড়ি দিতে হয়েছে! পাড়ি দিতে হয়েছে ৫০০০ ফুট উচ্চতার বরফ ঢাকা পাহাড়। সেপলা্র পূর্বের রেকর্ড ছিল ৪ দিনে এই দূরত্ব অতিক্রম করা, সেখানে টোগোর বীরত্বে এবার প্রতিকূল আবহাওয়া সত্বেও ৩ দিনেই ফেরত আসতে পেরেছিল।
তবে বাকি উনিশ দলের গড় জার্নি ছিল ৩১ মাইল, সেখানে টোগো তার দল নিয়ে একাই দৌড়েছিল ২৬৪ মাইল ৩ দিনে, যেটা আবার ছিল সবচেয়ে ভয়ংকর বিপদসঙ্কুল রাস্তায় যেখানে আর্কটিক সাগরের জমে থাকা বরফের উপর দিয়ে পাড়ি দিতে হয়েছে! পাড়ি দিতে হয়েছে ৫০০০ ফুট উচ্চতার বরফ ঢাকা পাহাড়। সেপলা্র পূর্বের রেকর্ড ছিল ৪ দিনে এই দূরত্ব অতিক্রম করা, সেখানে টোগোর বীরত্বে এবার প্রতিকূল আবহাওয়া সত্বেও ৩ দিনেই ফেরত আসতে পেরেছিল।
এই দুঃসাহসিক অভিযানের ফলে সেসময় নম শহরের অধিবাসীরা প্রাণে রক্ষা পায় বলে ঘটনাটি ইতিহাসে ১৯২৫ সালের সেরাম রান নামে খ্যাত হয়ে আছে। সেই সঙ্গে বিখ্যাত হয়ে আছে এই অভিযানের নায়ক টোগো। এরপর যতদিন বেঁচেছিল টোগো, খ্যাতি নিয়েই বেঁচেছিল। মৃত্যুর পরে তাকে স্টাফিং করে আলাস্কা মিউজিয়ামে রাখা হয়, হাড়গুলি আলাদাভাবে ইয়েল ইউনিভার্সিটির ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়ামে স্থান পায়।
এই দুঃসাহসিক অভিযানের ফলে সেসময় নম শহরের অধিবাসীরা প্রাণে রক্ষা পায় বলে ঘটনাটি ইতিহাসে ১৯২৫ সালের সেরাম রান নামে খ্যাত হয়ে আছে। সেই সঙ্গে বিখ্যাত হয়ে আছে এই অভিযানের নায়ক টোগো। এরপর যতদিন বেঁচেছিল টোগো, খ্যাতি নিয়েই বেঁচেছিল। মৃত্যুর পরে তাকে স্টাফিং করে আলাস্কা মিউজিয়ামে রাখা হয়, হাড়গুলি আলাদাভাবে ইয়েল ইউনিভার্সিটির ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়ামে স্থান পায়।
২০১১ সালে টাইম ম্যাগাজিন টোগোর এই অবদানকে স্বীকৃতি দেয়। তাকে বিশ্বের সবচেয়ে হিরোইক অ্যানিম্যাল নামে আখ্যায়িত করে। টোগো থেকে ব্রিডিং করে যে জাত উদ্ভাবিত হয়, তার নামকরণ করা হয় সেপালা সাইবেরিয়ান স্লেজডগ নামে।
২০১১ সালে টাইম ম্যাগাজিন টোগোর এই অবদানকে স্বীকৃতি দেয়। তাকে বিশ্বের সবচেয়ে হিরোইক অ্যানিম্যাল নামে আখ্যায়িত করে। টোগো থেকে ব্রিডিং করে যে জাত উদ্ভাবিত হয়, তার নামকরণ করা হয় সেপালা সাইবেরিয়ান স্লেজডগ নামে।
টোগোর এই বীরত্বপূর্ণ কীর্তির উপর ডিজনি সিনেমা তৈরি করেছে ২০১৯ সালে, একই নামে। মজার ব্যাপার হল সিনেমাটিতে টোগো চরিত্রে অভিনয় করেছে টোগোর ১৪ পুরুষ পরের কুকুর ডিজেল। সিনেমাটিতে ডিজেলের অভিনয় একদম নিঁখুত ছিল যে আপনি ধারণা করতে পারবেন টোগো কেমন ছিল রিয়েল লাইফে!
টোগোর এই বীরত্বপূর্ণ কীর্তির উপর ডিজনি সিনেমা তৈরি করেছে ২০১৯ সালে, একই নামে। মজার ব্যাপার হল সিনেমাটিতে টোগো চরিত্রে অভিনয় করেছে টোগোর ১৪ পুরুষ পরের কুকুর ডিজেল। সিনেমাটিতে ডিজেলের অভিনয় একদম নিঁখুত ছিল যে আপনি ধারণা করতে পারবেন টোগো কেমন ছিল রিয়েল লাইফে!

Viral News: লিফটে ঢুকে কিশোরীকে কামড়, কুকুর-হানার নয়ডার ভিডিও আতঙ্ক ছড়িয়েছে এলাকায়

নয়ডাঃ অনেকেরই ধারণা, পোষা কুকুর না কি কামড়ে দেয় না। যাঁদের কুকুরে ভয় থাকে, তাঁরা সহজে এ কথা মেনে নিতে পারেন না। তবে সব মালিক যে অতিথি ভয় পেলেও তাঁদের সামনে কুকুর বেঁধে রাখেন, এমন নয়। ফলে, অনেক সময়ে দুর্ঘটনা ঘটে যেতে পারে। পোষা কুকুর কোনও কারণ ছাড়াই কামড়ে দিয়েছে কাউকে, এমন উদাহরণ নেহাত বিরল নয়। তবে, সম্প্রতি উত্তরপ্রদেশের নয়ডায় ঘটে যাওয়া যে ঘটনার সিসিটিভি ফুটেজ সামনে এসেছে, তা বেশ আতঙ্কের।

সম্প্রতি এই ভিডিওটি এক্স সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে শেয়ার করেছেন জ্যোতি কারকি নামের এক ইউজার। সেই ভিডিও ফুটেজে লিফটের ভিতরে এক কিশোরীকে দেখা যাচ্ছে। লিফটের ভিতরে তাকে এক দিক থেকে আরেক দিকে দৌড়াদৌড়ি করতে দেখা যাচ্ছে। এক সময়ে লিফট যখন এক ফ্লোরে এসে থামে, তখন এক ব্যক্তিতে শশব্যস্ত হয়ে লিফটে ঢুকে আসতে দেখা যায়। লিফটে ঢুকে তিনি একটা কুকুরকে ভিতর থেকে বের করে আসেন। দেখে মনে হয়, কুকুরটা আগে কোনও ফ্লোরে যখন লিফট থেমেছিল, তখন ভিতরে ঢুকে পড়েছিল।

এর পরেও অবশ্য তার উৎপাত বন্ধ হয়নি। ওই কুকুর আবার দৌড়ে আসছিল লিফটের দিকে, কিশোরীকে আবার কামড়ে দিতে। সৌভাগ্যবশত সেই সময়ে লিফটের দরজা বন্ধ হয়ে যাওয়ায় মেয়েটি সে যাত্রা রক্ষা পায়। লিফটের দরজা বন্ধ হয়ে যাওয়ার পরে তাকে ভয়ে থরথর করে কাঁপতে দেখা গিয়েছে। দেখা গিয়েছে, সে নিজের হাতে কুকুরের আঁচড় বা কামড়ের ক্ষত পরীক্ষা করছে। এক সময়ে, টি-শার্টে চোখের জল মুছতেও দেখা যায় তাকে। লিফট গ্রাউন্ড ফ্লোরে এলে তাকে বেরিয়ে যেতে দেখা যায়।

জানা গিয়েছে, ঘটনাটি উত্তরপ্রদেশের নয়ডার ১০৭ সেক্টরের লোটাল ৩০০ সোসাইটিতে ঘটেছে। এর আগেও এলাকায় কুকুরের উৎপাতের খবর মিলেছে। তবে, সাম্প্রতিক এই ঘটনার জেরে কারও কোনও অভিযোগ দায়ের করার খবর এখনও পর্যন্ত পাওয়া যায়নি।

Dogs: গরমে কি কুকুর পাগল হয়ে যায়…? বিশেষজ্ঞেরা জানালেন ‘সঠিক’ উত্তর! ‘এই’ উপসর্গ দেখলেই সতর্ক হন, আঁচড়ে-কামড়েও দিতে পারে!

কুকুর ভালোবাসেন অনেকেই। আবার কুকুর দেখলে যমের মতোই ভয় পান কেউ কেউ। কিন্তু একথা কী জানেন যে এই প্রভুভক্ত প্রাণীটিও আচমকা বিগড়ে যেতে পারে আবহাওয়ার পরিবর্তনের সঙ্গে সঙ্গে?
কুকুর ভালোবাসেন অনেকেই। আবার কুকুর দেখলে যমের মতোই ভয় পান কেউ কেউ। কিন্তু একথা কী জানেন যে এই প্রভুভক্ত প্রাণীটিও আচমকা বিগড়ে যেতে পারে আবহাওয়ার পরিবর্তনের সঙ্গে সঙ্গে?

আপনি কি এটাও জানেন যে আপনার আদরের পোষা কুকুর বা রাস্তার চেনা কুকুরও ভয়ঙ্কর হয়ে উঠতে পারে সময় বিশেষে। এঁদের মেজাজও আবহাওয়ার সঙ্গে সঙ্গে পরিবর্তিত হয়। মানুষের মতো ঠান্ডা, শৈত্যপ্রবাহ, তাপ, বৃষ্টি বা তাপপ্রবাহের মতো ঋতু পরিবর্তনগুলি আপনার কুকুরের আচরণকেও কিন্তু প্রভাবিত করে।
আপনি কি এটাও জানেন যে আপনার আদরের পোষা কুকুর বা রাস্তার চেনা কুকুরও ভয়ঙ্কর হয়ে উঠতে পারে সময় বিশেষে। এঁদের মেজাজও আবহাওয়ার সঙ্গে সঙ্গে পরিবর্তিত হয়। মানুষের মতো ঠান্ডা, শৈত্যপ্রবাহ, তাপ, বৃষ্টি বা তাপপ্রবাহের মতো ঋতু পরিবর্তনগুলি আপনার কুকুরের আচরণকেও কিন্তু প্রভাবিত করে।
কান্ট্রিলিভিং-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, কুকুররা সাধারণত শীতের দিনে দু: খিত থাকে এবং কখনও কখনও বিষণ্ণতায় ভোগে। কিন্তু গ্রীষ্ম এলেই তারা আবার অতিসক্রিয় হয়ে ওঠে।
কান্ট্রিলিভিং-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, কুকুররা সাধারণত শীতের দিনে দু: খিত থাকে এবং কখনও কখনও বিষণ্ণতায় ভোগে। কিন্তু গ্রীষ্ম এলেই তারা আবার অতিসক্রিয় হয়ে ওঠে।
pdsa.org.uk দ্বারা পরিচালিত একটি গবেষণায় দেখা গিয়েছে যে এক তৃতীয়াংশেরও বেশি কুকুরের মালিকরা অনুভব করেছেন যে তাদের কুকুর গ্রীষ্মকালে অত্যধিক আক্রমণাত্মক হয়ে উঠেছে।
pdsa.org.uk দ্বারা পরিচালিত একটি গবেষণায় দেখা গিয়েছে যে এক তৃতীয়াংশেরও বেশি কুকুরের মালিকরা অনুভব করেছেন যে তাদের কুকুর গ্রীষ্মকালে অত্যধিক আক্রমণাত্মক হয়ে উঠেছে।
আবহাওয়া অনুযায়ী মেজাজ পরিবর্তন হয় পশুদের:এই বিষয়ে কুকুরের আচরণ নিয়ে গবেষণাকারী ক্যারোলিন মেনটেইথ বলেন, আবহাওয়ার সঙ্গে সঙ্গে কুকুরের মেজাজও বদলে যায়।
আবহাওয়া অনুযায়ী মেজাজ পরিবর্তন হয় পশুদের:
এই বিষয়ে কুকুরের আচরণ নিয়ে গবেষণাকারী ক্যারোলিন মেনটেইথ বলেন, আবহাওয়ার সঙ্গে সঙ্গে কুকুরের মেজাজও বদলে যায়।
উদাহরণস্বরূপ কিছু কুকুর বজ্রপাত, ভারী বৃষ্টি এবং জোরালো দমকা হাওয়ায় ভয় পায়। আবার কিছু কুকুর শীতকালে খারাপ মুডে থাকে এবং বিষণ্ণ হয়ে যায়। আবার কিছু কুকুর অত্যধিক উত্তেজিত হয়ে ওঠে গরমে।
উদাহরণস্বরূপ কিছু কুকুর বজ্রপাত, ভারী বৃষ্টি এবং জোরালো দমকা হাওয়ায় ভয় পায়। আবার কিছু কুকুর শীতকালে খারাপ মুডে থাকে এবং বিষণ্ণ হয়ে যায়। আবার কিছু কুকুর অত্যধিক উত্তেজিত হয়ে ওঠে গরমে।
গ্রীষ্মে কুকুর কেন পাগল হয়ে যায়?আমেরিকান ভেটেরনারি মেডিক্যাল অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট হোসে আর্চ বলেন, কুকুর মানুষের চেয়ে বেশি গরম অনুভব করে। অতিরিক্ত তাপমাত্রা কুকুরের থার্মোরগুলেশনকে প্রভাবিত করে, যার ফলে তারা অতিরিক্ত উত্তাপ সহ্য করতে পারে না। এই কারণে তারা হাইপার বা আক্রমণাত্মক হতে শুরু করে।
গ্রীষ্মে কুকুর কেন পাগল হয়ে যায়?
আমেরিকান ভেটেরনারি মেডিক্যাল অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট হোসে আর্চ বলেন, কুকুর মানুষের চেয়ে বেশি গরম অনুভব করে। অতিরিক্ত তাপমাত্রা কুকুরের থার্মোরগুলেশনকে প্রভাবিত করে, যার ফলে তারা অতিরিক্ত উত্তাপ সহ্য করতে পারে না। এই কারণে তারা হাইপার বা আক্রমণাত্মক হতে শুরু করে।
একটি নির্দিষ্ট সীমা অতিক্রম করলে কুকুর হিটস্ট্রোকের শিকার হতে পারে। এ অবস্থায় তারা অস্বাভাবিক আচরণ শুরু করে, আবার কেউ কেউ পাগলামিও শুরু করে।
একটি নির্দিষ্ট সীমা অতিক্রম করলে কুকুর হিটস্ট্রোকের শিকার হতে পারে। এ অবস্থায় তারা অস্বাভাবিক আচরণ শুরু করে, আবার কেউ কেউ পাগলামিও শুরু করে।
পেন স্টেট ইউনিভার্সিটির একটি গবেষণায় দেখা গিয়েছে যে গ্রীষ্মের সময় কিছু কুকুরের মধ্যে কর্টিসল হরমোন (স্ট্রেস হরমোন) দ্রুত বৃদ্ধি পায়। এ কারণে তারা অস্বাভাবিক আচরণ শুরু করে। স্বতঃস্ফূর্তভাবে ঘেউ ঘেউ করা, চক্কর দেওয়া, কান্নাকাটি করা এবং কামড়াতে দৌড়ানোর মতো আচরণও করতে পারে।
পেন স্টেট ইউনিভার্সিটির একটি গবেষণায় দেখা গিয়েছে যে গ্রীষ্মের সময় কিছু কুকুরের মধ্যে কর্টিসল হরমোন (স্ট্রেস হরমোন) দ্রুত বৃদ্ধি পায়। এ কারণে তারা অস্বাভাবিক আচরণ শুরু করে। স্বতঃস্ফূর্তভাবে ঘেউ ঘেউ করা, চক্কর দেওয়া, কান্নাকাটি করা এবং কামড়াতে দৌড়ানোর মতো আচরণও করতে পারে।
হিট স্ট্রোকের লক্ষণগুলি কেমন হয়?বিশেষজ্ঞরা বলছেন, প্রচণ্ড তাপ বা তাপমাত্রার কারণে কুকুররা হিট স্ট্রোকের শিকার হলে তাদের আচরণ সম্পূর্ণ বদলে যায়। পোষা প্রাণীর মালিকরা পর্যন্ত অচেনা হয়ে যায় তাদের কাছে। এই ক্ষেত্রে কুকুরটির নিম্নলিখিত লক্ষণগুলি দেখলে বুঝবেন কুকুরটি হিট স্ট্রোকের শিকার হয়েছে…
হিট স্ট্রোকের লক্ষণগুলি কেমন হয়?
বিশেষজ্ঞরা বলছেন, প্রচণ্ড তাপ বা তাপমাত্রার কারণে কুকুররা হিট স্ট্রোকের শিকার হলে তাদের আচরণ সম্পূর্ণ বদলে যায়। পোষা প্রাণীর মালিকরা পর্যন্ত অচেনা হয়ে যায় তাদের কাছে। এই ক্ষেত্রে কুকুরটির নিম্নলিখিত লক্ষণগুলি দেখলে বুঝবেন কুকুরটি হিট স্ট্রোকের শিকার হয়েছে…
- চোখে জল পড়া- হাঁটার সময় ঘন ঘন থেমে যাওয়া
- ক্ষুধা কমে যাওয়া
- একনাগাড়ে ঘেউ ঘেউ করা
- লুকানোর চেষ্টা করা
- উদ্বেগ এবং অস্থিরতা
– চোখে জল পড়া
– হাঁটার সময় ঘন ঘন থেমে যাওয়া
– ক্ষুধা কমে যাওয়া
– একনাগাড়ে ঘেউ ঘেউ করা
– লুকানোর চেষ্টা করা
– উদ্বেগ এবং অস্থিরতা
এটা কখন চিন্তার বিষয়?- অজ্ঞান হয়ে গেলে বা খিঁচুনি দেখা দিলে।
- শরীরে লাল ফুসকুড়ি দেখা দিলে।
- কুকুরটি ক্রমাগত হাঁপাতে থাকলে।
- মুখ থেকে লাল বা বেগুনি ফেনা বের হতে থাকলে।
- চোখ লাল হয়ে গেলে।
- বমি এবং ডায়রিয়া শুরু হলে।
এটা কখন চিন্তার বিষয়?
– অজ্ঞান হয়ে গেলে বা খিঁচুনি দেখা দিলে।
– শরীরে লাল ফুসকুড়ি দেখা দিলে।
– কুকুরটি ক্রমাগত হাঁপাতে থাকলে।
– মুখ থেকে লাল বা বেগুনি ফেনা বের হতে থাকলে।
– চোখ লাল হয়ে গেলে।
– বমি এবং ডায়রিয়া শুরু হলে।
গ্রীষ্মে আপনার কুকুরের যত্ন কী ভাবে নেবেন?বিশেষজ্ঞরা বলছেন যে গ্রীষ্মকালে আপনার পোষা কুকুর সম্পর্কে আরও সতর্ক হওয়া দরকার। সর্বদা তাদের প্রচুর ঠান্ডা এবং পরিষ্কার জল দিন। দুটি ভিন্ন পাত্রে জল রাখার চেষ্টা করুন। পোষা প্রাণীকে সর্বদা একটি শেড বা ছায়ায় রাখুন এবং সঠিক বায়ুচলাচল আছেন এমন জায়গায় রাখুন।
গ্রীষ্মে আপনার কুকুরের যত্ন কী ভাবে নেবেন?
বিশেষজ্ঞরা বলছেন যে গ্রীষ্মকালে আপনার পোষা কুকুর সম্পর্কে আরও সতর্ক হওয়া দরকার। সর্বদা তাদের প্রচুর ঠান্ডা এবং পরিষ্কার জল দিন। দুটি ভিন্ন পাত্রে জল রাখার চেষ্টা করুন। পোষা প্রাণীকে সর্বদা একটি শেড বা ছায়ায় রাখুন এবং সঠিক বায়ুচলাচল আছেন এমন জায়গায় রাখুন।
আপনি যদি গ্রীষ্মের সময় বাইরে যান তবে আপনার পোষা কুকুরকে সঙ্গে নিয়ে যাওয়া এড়িয়ে চলুন। এমনকি যদি আপনাকে সেগুলি নিতে বাধ্য করা হয়, তবে সিট বেল্ট খোলা থাকলেও দুর্ঘটনাক্রমে পার্ক করা গাড়িতে তাদের কখনও ছেড়ে যাবেন না। প্রচণ্ড তাপের ক্ষেত্রে, আপনি কুকুরকে দেওয়া জলে বরফের টুকরোও যোগ করতে পারেন। ভেজা তোয়ালে দিয়েও ম্যাসাজ করতে পারেন তাদের শরীর।
আপনি যদি গ্রীষ্মের সময় বাইরে যান তবে আপনার পোষা কুকুরকে সঙ্গে নিয়ে যাওয়া এড়িয়ে চলুন। এমনকি যদি আপনাকে সেগুলি নিতে বাধ্য করা হয়, তবে সিট বেল্ট খোলা থাকলেও দুর্ঘটনাক্রমে পার্ক করা গাড়িতে তাদের কখনও ছেড়ে যাবেন না। প্রচণ্ড তাপের ক্ষেত্রে, আপনি কুকুরকে দেওয়া জলে বরফের টুকরোও যোগ করতে পারেন। ভেজা তোয়ালে দিয়েও ম্যাসাজ করতে পারেন তাদের শরীর।

Heat Wave: গরম থেকে বাঁচতে মানুষের মতই ওরাও পাচ্ছে ওআরএস!

নদিয়া: তীব্র দাবদাহে কাহিল মানুষ। স্বস্তি নেই পশু-পাখিরাও। তাদের বাঁচাতে এবার বিশেষ উদ্যোগ। এই গরমে মানুষের শরীরে জলের ভারসাম্য বজায় রাখতে ওআরএস খাওয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। সেই অনুযায়ী এবার পশু-পাখিদেরও দেওয়া হচ্ছে ওআরএস।

শান্তিপুরের স্বেচ্ছাসেবী সংগঠনের বিশেষ উদ্যোগে পশুপাখিদের এই ওআরএস খাওয়ানো হচ্ছে। সূর্যের প্রখর তাপে নাভিশ্বাস উঠছে আট থেকে আশি সকলের। তাপপ্রবাহের কারণে ইতিমধ্যে বিভিন্ন সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে আবহাওয়া দফতরের তরফে। প্রয়োনজন ছাড়া রাস্তায় বেরোতে নিষেধ করেছে চিকিৎসকরা। তবে সাধারণ মানুষ বিভিন্ন ঠান্ডা পানীয় খেয়ে, ঘরে এসি-ফ্যান চালিয়ে কিছুটা হলেও কষ্ট লাঘব করছে। কিন্তু পশুপাখিদের সেই সুযোগ নেই। তাই তাদের জন্য এগিয়ে এসেছে শান্তিপুরের স্বেচ্ছাসেবী সংগঠন শান্তিপুর বন্ধু।

আর‌ও পড়ুন: এখনই ডেঙ্গির বাড়বাড়ন্ত! আক্রান্তের সংখ্যা শুনলে চমকে যাবেন

শান্তিপুর সুত্রাগড় অঞ্চল এবং শান্তিপুরের পার্শ্ববর্তী বিভিন্ন এলাকায় যে সমস্ত বড় বড় গাছ রয়েছে সেখানে মাটির পাত্র লাগিয়ে তাতে জল এবং ওআরএস মিশিয়ে পশু-পাখিদের খাওয়ানো হচ্ছে। স্বেচ্ছাসেবী সংগঠনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয়রা।

মৈনাক দেবনাথ

Dog Rescue: মুখে আটকে প্লাস্টিকের কৌটো, এক সপ্তাহ না খেয়ে সারমেয়! তারপর যা হল…

হুগলি: খাবার খুঁজতে গিয়ে প্লাস্টিকের জারে মুখ ঢু্কিয়ে বিপত্তি। প্লাস্টিকের কৌটোয় মুখ আটকে গিয়ে এক সপ্তাহ না খেতে পেয়ে প্রায় মরতে বসেছিল একটি পথ কুকুর। অবশেষে তাকে নতুন জীবন দিলেন জিরাটের দুই পশুপ্রেমী।

হুগলির বলাগড়ের জিরাট পোস্ট অফিস পাড়ায় একটি পথ সারমেয় খাবারের সন্ধানে প্লাস্টিকের জারের মধ্যে মুখ ঢুকিয়েছিল গত ৮ এপ্রিল। বিপদ ঘটতে সময় নেয়নি। গলা পর্যন্ত মুখটি জারে আটকে যায়। ওই অবস্থায় এক সপ্তাহ ধরে না খেয়ে পথে পথে ঘুরতে থাকে সারমেয়টি। অনেকেই বিষয়টি দেখেও এগিয়ে আসেননি। রবিবার সন্ধেয় এই বেদনাদায়ক ঘটনাটি চোখে পড়ে জিরাট হাটতলার বাসিন্দা টোটো চালক ও পশুপ্রেমী প্রমথ বিশ্বাসের। তিনি খবর দেন পার্শ্ববর্তী গ্রাম মিলনগডের বাসিন্দা পশুপ্রেমী ও বলাগড় নির্বাক নির্ভর সমিতির সম্পাদক বনমালী তপাদারকে।

আর‌ও পড়ুন: একসঙ্গে ২০০০ কুমারীর পুজো! চাইলে আপনিও করতে পারবেন আরাধনা

খবর পেয়ে বনমালী তাপাদার দ্রুত পৌঁছে যান জিরাট হাটতলায়। এরপর দুই পশুপ্রেমী মিলে বেশ কিছুক্ষণের প্রচেষ্টায় প্লাস্টিকের জারটি কাঁচি দিয়ে কেটে সারমেয়টিকে নতুন জীবন দেন। এরপর খাবার ও জল দেওয়া হয় কুকুরটিকে। এইভাবে উদ্ধার পাওয়ার পর সারমেয়টিও যেন হাঁফ ছেড়ে বাঁচে।

এদিকে এই ঘটনার উদাহরণ তুলে ধরে ওই পশুপ্রেমীরা প্লাস্টিকের জার বা কৌটো যেখানে সেখানে ফেলতে নিষেধ করেছেন। কারণ তাতে এভাবেই অবলা জীবদের বিপদ ঘটতে পারে।

রাহী হালদার

Dog: এত ভালবাসেন, কিন্তু কুকুর কোন দেশের জাতীয় প্রাণী জানেন কি? শুনলে কিন্তু চমকে না উঠে পারবেন না

কুকুর কোন দেশের জাতীয় পশু? এই দেশটিতে কুকুরকে জালপেও নামে ডাকা হয়। জালপেও হল দেশটির স্থানীয় একটি কুকুরের জাত। এই জাতের কুকুরগুলি খুবই বুদ্ধিমান এবং বিশ্বস্ত।
কুকুর কোন দেশের জাতীয় পশু? এই দেশটিতে কুকুরকে জালপেও নামে ডাকা হয়। জালপেও হল দেশটির স্থানীয় একটি কুকুরের জাত। এই জাতের কুকুরগুলি খুবই বুদ্ধিমান এবং বিশ্বস্ত।
তারা দেশটির সংস্কৃতিতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
তারা দেশটির সংস্কৃতিতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
জালপেও কুকুরগুলি দেশটির প্রাচীন সভ্যতাগুলিতেও পাওয়া যায়। প্রাচীন কালে জালপেও কুকুরগুলিকে শিকার, পালন, এবং যুদ্ধের কাজে ব্যবহার করত। তারা জালপেও কুকুরগুলিকে তাদের পোষা প্রাণী এবং সঙ্গী হিসাবেও পছন্দ করত।
জালপেও কুকুরগুলি দেশটির প্রাচীন সভ্যতাগুলিতেও পাওয়া যায়। প্রাচীন কালে জালপেও কুকুরগুলিকে শিকার, পালন, এবং যুদ্ধের কাজে ব্যবহার করত। তারা জালপেও কুকুরগুলিকে তাদের পোষা প্রাণী এবং সঙ্গী হিসাবেও পছন্দ করত।
জালপেও কুকুরগুলি সাধারণত মাঝারি আকারের হয়। তাদের লোম সাধারণত ছোট এবং মসৃণ হয়। তাদের মুখের আকৃতি কিছুটা কুঁচকানো থাকে। জালপেও কুকুরগুলির বিভিন্ন রঙের লোম হতে পারে, যেমন কালো, সাদা, বাদামি, এবং লাল।
জালপেও কুকুরগুলি সাধারণত মাঝারি আকারের হয়। তাদের লোম সাধারণত ছোট এবং মসৃণ হয়। তাদের মুখের আকৃতি কিছুটা কুঁচকানো থাকে। জালপেও কুকুরগুলির বিভিন্ন রঙের লোম হতে পারে, যেমন কালো, সাদা, বাদামি, এবং লাল।
জালপেও কুকুরগুলি দেশটির সংস্কৃতিতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তারা দেশটির অনেক উৎসব এবং অনুষ্ঠানের অংশ। উদাহরণস্বরূপ, প্রতি বছর নভেম্বর মাসে দেশটিতে ডেড অ্যান্ড লাইভ উৎসব পালিত হয়। এই উৎসবে জালপেও কুকুরগুলিকে মৃত আত্মার সঙ্গে যোগাযোগ করতে সাহায্য করার জন্য বিশ্বাস করা হয়।
জালপেও কুকুরগুলি দেশটির সংস্কৃতিতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তারা দেশটির অনেক উৎসব এবং অনুষ্ঠানের অংশ। উদাহরণস্বরূপ, প্রতি বছর নভেম্বর মাসে দেশটিতে ডেড অ্যান্ড লাইভ উৎসব পালিত হয়। এই উৎসবে জালপেও কুকুরগুলিকে মৃত আত্মার সঙ্গে যোগাযোগ করতে সাহায্য করার জন্য বিশ্বাস করা হয়।
জালপেও কুকুরগুলি দেশটির শিল্প এবং সাহিত্যেও একটি জনপ্রিয় বিষয়। তারা অনেক চিত্রশিল্প, ভাস্কর্য, এবং সাহিত্যকর্মে চিত্রিত হয়েছে।
জালপেও কুকুরগুলি দেশটির শিল্প এবং সাহিত্যেও একটি জনপ্রিয় বিষয়। তারা অনেক চিত্রশিল্প, ভাস্কর্য, এবং সাহিত্যকর্মে চিত্রিত হয়েছে।
বুঝতে পারছেন, কুকুর কোন দেশের জাতীয় প্রাণী? কুকুর শুধুমাত্র মেক্সিকোর জাতীয় পশু। জালপেও কুকুরগুলি মেক্সিকোর সংস্কৃতিতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তারা মেক্সিকোর প্রাচীন সভ্যতাগুলি থেকে শুরু করে আজ পর্যন্ত মেক্সিকোর মানুষের জীবনের অংশ।
বুঝতে পারছেন, কুকুর কোন দেশের জাতীয় প্রাণী? কুকুর শুধুমাত্র মেক্সিকোর জাতীয় পশু। জালপেও কুকুরগুলি মেক্সিকোর সংস্কৃতিতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তারা মেক্সিকোর প্রাচীন সভ্যতাগুলি থেকে শুরু করে আজ পর্যন্ত মেক্সিকোর মানুষের জীবনের অংশ।

Dog Facts: হঠাৎ রাস্তার কুকুর তাড়া করেছে? কী করবেন জানেন? বিশেষজ্ঞেরা জানালেন ‘সঠিক’ নিয়ম! একটু ভুল করলেই…!

পথচলতি যাতায়াতে কুকুরের মুখোমুখি হতে হয়নি এমন মানুষ পাওয়া দুস্কর। কুকুর অনেকে ভালবাসেন। এমনকি আদরও করেন অনেকে রাস্তার কুকুরদের। তবে বিপদ তখনই, যখন এই প্রাণীটি আগ্রাসী রূপ ধারণ করে।
পথচলতি যাতায়াতে কুকুরের মুখোমুখি হতে হয়নি এমন মানুষ পাওয়া দুস্কর। কুকুর অনেকে ভালবাসেন। এমনকি আদরও করেন অনেকে রাস্তার কুকুরদের। তবে বিপদ তখনই, যখন এই প্রাণীটি আগ্রাসী রূপ ধারণ করে।
আকস্মিক আক্রমণে সেই ভয়ঙ্কর মুহূর্তে অনেকেই বুঝে উঠতে পারেন না কী করবেন? তবে একটু সচেতন হলেই কিন্তু কুকুরের হিংস্র কামড় থেকে নিজেকে রক্ষা করা সম্ভব। চলুন একনজরে দেখে নিন, রাস্তায় কুকুরের কামড় থেকে নিরাপদে বাড়ি ফেরার কয়েকটি উপায়।
আকস্মিক আক্রমণে সেই ভয়ঙ্কর মুহূর্তে অনেকেই বুঝে উঠতে পারেন না কী করবেন? তবে একটু সচেতন হলেই কিন্তু কুকুরের হিংস্র কামড় থেকে নিজেকে রক্ষা করা সম্ভব। চলুন একনজরে দেখে নিন, রাস্তায় কুকুরের কামড় থেকে নিরাপদে বাড়ি ফেরার কয়েকটি উপায়।
১. ভয় পাবেন নাপ্রথমেই ভয় পেলে কিন্তু চলবে না। একটা কথা ভুলবেন না, কুকুরের বুদ্ধি আপনার চেয়ে বেশি। তারা সবসময় বুঝতে পারে, কে ভয় পাচ্ছে। যারা ভয় পেয়ে পালানোর চেষ্টা করে, তাদের বেশি করে তাড়া করে এরা।
১. ভয় পাবেন না
প্রথমেই ভয় পেলে কিন্তু চলবে না। একটা কথা ভুলবেন না, কুকুরের বুদ্ধি আপনার চেয়ে বেশি। তারা সবসময় বুঝতে পারে, কে ভয় পাচ্ছে। যারা ভয় পেয়ে পালানোর চেষ্টা করে, তাদের বেশি করে তাড়া করে এরা।
ভয় পাওয়া দেখানো চলবে না একেবারেই। বরং কুকুর তাড়া করলে সাহস সঞ্চয় করে ঘুরে দাঁড়ান। উল্টো হুমকি দিন কুকুরটিকে। এতেই অনেক কুকুর লেজ গুটিয়ে পালাবে।
ভয় পাওয়া দেখানো চলবে না একেবারেই। বরং কুকুর তাড়া করলে সাহস সঞ্চয় করে ঘুরে দাঁড়ান। উল্টো হুমকি দিন কুকুরটিকে। এতেই অনেক কুকুর লেজ গুটিয়ে পালাবে।
২. থেমে যান, ধীরে হাঁটুনহাঁটার সময় যদি আশপাশ থেকে কুকুর আপনার দিকে তেড়ে আসতে থাকে তাহলে দাঁড়িয়ে যান কিংবা হাঁটার গতি কমিয়ে ফেলুন। বোঝান, আপনি ভয়ে পালাচ্ছেন না।
২. থেমে যান, ধীরে হাঁটুন
হাঁটার সময় যদি আশপাশ থেকে কুকুর আপনার দিকে তেড়ে আসতে থাকে তাহলে দাঁড়িয়ে যান কিংবা হাঁটার গতি কমিয়ে ফেলুন। বোঝান, আপনি ভয়ে পালাচ্ছেন না।
৩. সরাসরি তাকাবেন নাকুকুরের চোখের দিকে সরাসরি তাকাবেন না। এতে কিছু কুকুর আগ্রাসী হয়ে ওঠে। তারা আপনার থেকে ভয় পেয়ে আরও তেড়ে আসতে পারে। তাই তাকে পাত্তা না দিয়ে আস্তে করে হেঁটে পার হয়ে আসুন।
৩. সরাসরি তাকাবেন না
কুকুরের চোখের দিকে সরাসরি তাকাবেন না। এতে কিছু কুকুর আগ্রাসী হয়ে ওঠে। তারা আপনার থেকে ভয় পেয়ে আরও তেড়ে আসতে পারে। তাই তাকে পাত্তা না দিয়ে আস্তে করে হেঁটে পার হয়ে আসুন।
৪. মনোযোগ ঘুরিয়ে দিনকুকুরকে অন্য কোনও জিনিস দিয়ে ভুলিয়ে দিন। যাতে আপনার দিকে আর সে না তাকায়। আপনার কাছে যদি খালি বোতল, ছেঁড়া প্লাস্টিক বা বাতিল কিছু থাকলে তা কুকুরকে দেখিয়ে ছুঁড়ে দিন দূরে।
৪. মনোযোগ ঘুরিয়ে দিন
কুকুরকে অন্য কোনও জিনিস দিয়ে ভুলিয়ে দিন। যাতে আপনার দিকে আর সে না তাকায়। আপনার কাছে যদি খালি বোতল, ছেঁড়া প্লাস্টিক বা বাতিল কিছু থাকলে তা কুকুরকে দেখিয়ে ছুঁড়ে দিন দূরে।
কুকুরটি সেটিতে সে তখন মন দেবে। আর মনোসংযোগে বাধা পড়লে আপনাকে তাড়া করা ছেড়ে দেবে কুকুরটি।
কুকুরটি সেটিতে সে তখন মন দেবে। আর মনোসংযোগে বাধা পড়লে আপনাকে তাড়া করা ছেড়ে দেবে কুকুরটি।

Bengali Video: বলিউডের তারকা নন, ফ‍্যাশন শো-এর র‍্যাম্প কাঁপাল সারমেয়রা! দেখুন ভিডিও

শিলিগুড়ি: চলচ্চিত্র জগতের নামিদামি তারকারা নন, র‍্যাম্প মাতাচ্ছে কুকুর! গুজব নয়, এমনটাই ঘটেছে বাস্তবে। এতদিন সকলে বলিউড, টলিউডের তারকাদের ফ্যাশান শো, র‍্যাম্পে হাঁটতে দেখেছেন। তবে এবার শিলিগুড়িবাসী দেখল কুকুরদের ফ্যাশান শো। মানুষদের মতো কুকুরদেরও যে ফ্যাশান শো, র‌্যাম্পে হাঁটার শখ হয় সেটা হয়ত বুঝতে পেরেছিলেন পশুপ্রেমী মৌসুমী পাল। আর তাই কুকুরদের নিয়ে এই অভিনব উদ্যোগ। শিলিগুড়ির উত্তরায়নে কুকুরদের এই ফ্যাশান শো-এর আয়োজন করা হয়।

আরও পড়ুন: সেতু তৈরিতে ঝালাইয়ের ভুল ধরবে AI, যুগান্তকারী আবিষ্কার আইআইটি খড়গপুরের

ফ্যাশন শো’র পাশাপাশি শিলিগুড়ির এই অনুষ্ঠানে কুকুরদের বিনামূল্যে চিকিৎসারও ব্যবস্থা করা হয়েছিল। দেশি-বিদেশি প্রায় ৫০ টি কুকুরকে নিয়ে এই শোয়ের আয়োজন করা হয়। চোখের পলকে নজর কাড়ল সারমেয়রা। দিব‍্যি লেজ উঁচিয়ে পোজ দিল তারা। গোল্ডেন রিট্রিভার, হাস্কি, ল্যাব্রাডর, পাগ সহ বহু বিদেশি কুকুর এই শো’তে অংশ নেয়। দেশী কুকুররা তাদের মনিবের সঙ্গে র‍্যাম্পে হেঁটে নজর কেড়েছে সকলের।

শিলিগুড়িতে এর আগেও অনেক জায়গায় সারমেয়দের ফ্যাশান শো হয়েছে। তবে এত বড় করে এর আগে এমন আয়োজন আগে কখনও দেখা যায়নি। এই ফ্যাশন শো’তে অংশগ্রহনকারী প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকারীদের পুরস্কৃত করা হয়। এছাড়াও প্রত্যেকটি কুকুরদের জন্য মেমেন্টোর ব্যবস্থা ছিল।

আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

চাঁদমণি উত্তরায়ণ ওয়েলফেয়ার সোসাইটির সম্পাদক প্রবীর শীল জানান, আবাসনে যাঁদের পোষ্য আছে, তাঁরা তো বটেই বাইরে থেকেও পোষ্য নিয়ে অনেকে এই ডগ-শো তে যোগ দেন। বিশিষ্ট পশুপ্রেমী মৌসুমি পাল এই কর্মসূচির মূলে। তাঁর কথায়, ‘পশুদের জন্য ভালোবাসার বার্তা ছড়িয়ে দিতেই এই ডগ ফ্যাশন শো-এর আয়োজন করা হয়। ওদছর মত বিশ্বস্ত আর কেউ হয় না। আমি নিজে বহুদিন ধরেই রাস্তার কুকুরদের নিয়ে কাজ করছি। বর্তমানে ২৭ টি কুকুরের দেখভাল আমি নিজে করছি। আমার ইচ্ছে রয়েছে তাদের জন্য একটা শেল্টার হোম তৈরি করার।

অনির্বাণ রায়

Viral News: মানুষের কাটা হাত মুখে দৌড়ে পালাচ্ছে রাস্তার কুকুর, খুবলে খাচ্ছে! কী ভয়ঙ্কর দৃশ্য, কোথায়?

লখনউ: কী ভয়ংকর এক দৃশ্য। মানুষের কাটা হাত মুখে নিয়ে দৌড়ে পালাচ্ছে রাস্তার কুকুর। ঘটনাটি ঘটেছে লখনউয়ের কিং জর্জ মেডিক্যাল ইউনিভার্সিটিতে। সেখানে হাজির রোগী, তাঁদের আত্মীয় ও হাসপাতালের কর্মীরা এমন দৃশ্য দেখে রীতিমতো স্তম্ভিত। অভিযোগ, ওই কুকুরের মুখ থেকে হাতটি নেওয়ার কোনও প্রয়াসও করেননি হাসপাতালের কর্মীরা।

হাসপাতালের বিরুদ্ধে চরম গাফিলতির অভিযোগ তুলেছেন রোগীর আত্মীয়রা। ঘটনাটি ঘটে গত শুক্রবার। এক প্রত্যক্ষদর্শী প্রমোদ গুপ্তার দাবি, ‘ভয়ঙ্কর এক দৃশ্য। এমন কিছু দেখলে সকলেই ভয় পাবেন। অনেকে সেটি দেখে দৌড়ে পালিয়ে যান। অনেকে আবার মোবাইল বের করে ছবি তুলতে থাকেন। গোটা এলাকায় শোরগোল পড়ে যায়।’

হাসপাতালে সেই কুকুরটি
হাসপাতালে সেই কুকুরটি

আরও পড়ুন: বাজারে খেজুরের নামে চিনা জুজুবি বিক্রি হয়! কীভাবে বুঝবেন? আসল খেজুর চেনার সহজ উপায় জানুন

হাসপাতাল কর্তৃপক্ষকে জানানো হয় এমন মারাত্মক কাণ্ড। তবে কুকুরের মুখ থেকে সেই হাত তারা কেউই ফেরত নেয়নি। বরং কুকুরটিকে ভয় দেখিয়ে তাড়িয়ে দেওয়া হয়। দীর্ঘ সময় সেই কাটা হাত হাসপাতালের সামনের রাস্তার উপরেই পড়ে ছিল বলে অভিযোগ স্থানীয়দের। পরে এক হাসপাতাল কর্মী ওই কাটা হাতটি উদ্ধার করেন।

আরও পড়ুন: ২০২৪-এ বাচ্চাদের এই নামগুলি বিলুপ্ত হয়ে যাবে? অবাক করা সব নাম তালিকায়! জানুন

কারণ, কুকুরটি ফিরে এসে হাতটি খুবলে খেতে শুরু করেছিল। পরে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় কুকুরের মুখে কাটা হাতের দৃশ্য। সেই থেকে নড়েচড়ে বসে হাসপাতাল কর্তৃপক্ষ। পরে হাতটি উদ্ধার করা হয় ও কুকুরটিকে তাড়ানো হয়। জানা যায়, কাঠ কাটতে গিয়ে হার্দোই এলাকার বাসিন্দা সুমিত কুমারের কাটা হাত ছিল সেটি। হাসপাতাল সেই হাতটি জোড়া লাগাতে পারেনি। পরে পুলিশের উপস্থিতিতে খোবলানো হাত রোগীকে ফেরত দেওয়া হয়।