একই ক্রিকেটার আউট হলেন উইকেটের দুই প্রান্তেই, অবাক আউটের ভিডিও ভাইরাল

#মেলবোর্ন: অ্যাডিলেড স্ট্রাইকার্স (Adelaide Strikers) -র ওপেনার জেক ওয়েদারল্যাড এক অভিনব বিষয় ঘটিয়ে ফেললেন বাইশ গজে৷ বিগ ব্যাশ লিগ (Big Bash League)-র ম্যাচে এক আজবভাবে আউট হয়েছেন তিনি৷ সিডনি থান্ডারের (Sydney Thunder) বিরুদ্ধে খেলার সময় এই ঘটনা ঘটে৷ প্রথম ইনিংসের দশম ওভারে এই ঘটনা ঘটেছে৷ ফিলিপ সল্ট বল মেরে দৌড়য়৷ ক্রিস গ্রিনের বাঁ হাত বল লেগে স্টাম্প নড়ে যায়৷ তখন  ওয়েদাররাল্ড ক্রিজের থেকে দূরে ছিলেন ৷ এরপর ওয়েদাররাল্ড এক রানের জন্য যখন দৌড়চ্ছিলেন সেই সময়েও তিনি উইকেটের অন্য প্রান্তে পৌঁছতে পারেনি৷

উইকেটরক্ষক স্যাম বিলিংস স্টাম্প ভেঙে দেন৷ কোনও ক্রিকেটারই এক বলে দু বার আউট হতে পারেন না৷ ইনিও হননি৷ প্রথমবারে -র আউটের তাঁকে আউট দেওয়া হয়৷ ওয়েদারল্যাড প্যাভিলিয়নে ফিরে যান৷

ওয়েদারল্যাড একটা সময় দুই ক্রিকেটারই একই দিকে গিয়ে দাঁড়িয়েছিলেন৷ দেখে নিন সেই Bizzare Viral Video-

ধারাভাষ্যকার বলতে থাকেন, ‘ওয়েদারল্যাড, ও কী করছে? একেবারে জঘন্য দৌড়৷

রান আউটের সিদ্ধান্তর জন্য তৃতীয় আম্পায়ারের কাছে যাওয়া হয়৷ রিপ্লেতে দেখা যায় ওয়েদারল্যাডের ব্যাট বাতাসে ছিল৷ যখন স্টাম্প নন স্ট্রাইকার এন্ডে ছিল৷

এরপর সে আবার যখন দৌড়ে অন্য এন্ডে পৌঁছয় তখন আবার তাঁকে রান আউট করে দেওয়া হয়। থার্ড আম্পায়ার বিচার করে স্ক্রিনে আউট (ফ্লাশ ) হয়৷ ব্যাটসম্যান ৩১ রানে আউট হন৷