শেষ রাস্তা! এবার প্রধানমন্ত্রীর মাকে আবেগপ্রবণ চিঠি লিখলেন এক কৃষক

#নয়াদিল্লি: মায়ের কথা ফেলতে পারবে না সন্তান৷ এই আশা নিয়েই এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মা হীরাবেন মোদিকে চিঠি লিখলেন এক কৃষক৷ পঞ্জাবের ফিরোজপুরের নিবাসী হরপ্রীত সিং চাইছেন, হীরাবেন যেন তাঁর ছেলেকে বোঝায় কেন্দ্রের নয়া তিন কৃষি আইন প্রত্যাহারের জন্য৷

হরপ্রীত লিখলেন, “অত্যন্ত ভারক্রান্ত হৃদয়ে এই চিঠি আমি আপনাকে লিখছি৷ আপনি হয়তো জানেন যে, দেশের অন্নদাতাদের এই কালো আইনের জন্যই প্রচণ্ড ঠান্ডার মধ্যেই দিল্লির রাস্তায় শুতে হয়েছে৷ এদের মধ্যে কারোর বয়স ৯০-৯৫ বছর, কেউ শিশু, কেউ আবার মহিলা৷ কাউকে শহীদও হতে হয়েছে৷ যেটা আমাদের চিন্তার সবচেয়ে বড় কারণ৷”

হরপ্রীত প্রথম থেকেই কৃষি আইনের বিরোধিতা করে আসছেন অনান্য কৃষকদের সঙ্গে৷ কিছু দিন আগে অনুমতি না নিয়ে আন্দোলন করার জন্য পুলিশ তাঁকে আটক করেছিল৷ হরপ্রীত আরও লিখেছেন, “আদানি, আম্বানি ও অনান্য কর্পোরেটদের কথা মাথায় রেখে এই আইন প্রনয়ণ করেছে কেন্দ্র৷ দিল্লির সীমান্তে শান্তিপূর্ণ ভাবেই আন্দোলন হচ্ছিল৷ কিন্তু কৃষকরা তাঁদের সন্তানের কথা ভেবে এই আইনে অখুশী ও হতাশ৷ কৃষকরা চাইছে যাতে এই আইন তুলে নেওয়া হয়৷”

হরপ্রীত আবেগপ্রবণ হয়ে জুড়ে দিয়েছেন, “আমি অনেক আশা নিয়েই এই চিঠি লিখছি আপনাকে৷ আমার মনে হয় সবাইকে না বললেও, মায়ের কথা ফেরাতে পারে না সন্তান৷ কারণ আমাদের দেশে মাকে ভগবানের মতো মানা হয়৷ নরেন্দ্র মোদি আপনার ছেলে, আমাদের প্রধানমন্ত্রী৷ উনি আপনার অনুরোধ রাখবেই৷ একমাত্র মা পারে ছেলের কান ধরে কথা শোনাতে৷ এই আইন উঠে গেলে গোট দেশ জয়ী হবে৷”