India vs England: ‘ভোকাল ফর লোকাল!’ অক্ষরের স্বপ্নের স্পেলে বুঁদ ট্যুইটার

#আহমেদাবাদ: প্রধানমন্ত্রীর নামাঙ্কিত নরেন্দ্র মোদি স্টেডিয়ামে (Narendra Modi stadium) তাঁর ‘ভোকাল ফর লোকাল’ (Vocal for Local) মন্ত্রই যপলেন অক্ষর প্যাটেল (Axar Patel)! এমনটাই বলছে ট্যুইটারাত্তিরা! কারণ গুজরাতের আনন্দের বাসিন্দা অক্ষর এদিন একাই কাঁদিয়ে দিলেন জো রুটের (Joe Root) ইংল্যান্ডকে৷

একটা-দু’টো নয় টিম ইন্ডিয়ার ২৭ বছরের স্পিনার এদিন ব্রিটিশদের হাফ ডজন উইকেট তুলে নিলেন ৩৮ রান খরচ করে৷ অক্ষরের ছয় আর অশ্বিনের (R Ashwin) তিনে ইংল্যান্ডের প্রথম ইনিংস গুটিয়ে গেল মাত্র ১১২ রানে৷ যেহেতু অক্ষরের ঘরের মাঠে খেলা হচ্ছে আর তিনি এত ভাল পারফর্ম করলেন সেহেতু নেটিজেনরা ‘ভোকাল ফর লোকাল’-এর কথা বললেন৷ অক্ষরের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন ভারতের প্রাক্তন ক্রিকেটাররাও৷ দেখে নিন কে কী লিখল ট্যুইটে:

অক্ষরের স্বপ্নের টেস্ট অভিষেক হয়েছিল চেন্নাইতে৷ ওখানে তুলে নিয়েছিলেন পাঁচ উইকেট৷ এখন আবার ঘরের মাঠে ৬ উইকেট৷ দুরন্ত সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন তিনি, একথা বলাই যায়৷ অক্ষরের জন্যই ইংল্যান্ডের ইনিংস দু’টি সেশনের আগেই শেষ হয়ে গেল৷ রুটরা মাত্র ৪৮.৪ ওভার ব্যাট করলেন৷ অক্ষরের শিকার হলেন জ্যাক ক্রলে, জনি বেয়ারস্টো, বেন স্টোকস, ফোকস, জোফ্রা আর্চার ও স্টুয়ার্ট ব্রডের উইকেট৷ ফের একবার ব্রিটিশদের স্পিনে বুকে চিনচিনে ব্যথা ওঠে তা প্রমাণিত হয়ে গেল৷