নাটকে মোড়া ম্যাচ! মাঠেই পাক আম্পায়ার আলিম দার এ কী করলেন, দেখুন ভাইরাল ভিডিও

#ইসলামাবাদ: জমে উঠেছে পাকিস্তান সুপার লিগের (Pakistan Super League ) খেলা৷ PSL-র খেলায় বাইশ গজের খবর ছাপিয়ে শিরোনামে এল মাঠের মধ্যেই আম্পায়র আলিম দারের কীর্তি! ইসলামাবাদ ইউনাইটেড নিজেদের জয়ের ধারা বজায় রাখল৷ ইসলামাবাদ হারালো করাচি কিংসকে৷ এটা তাদের পরপর দ্বিতীয় জয়৷ রেকর্ড ১৯৭ -র টার্গেট তাড়া করে জেতে তারা৷ এদিনের ম্যাচে সকলেই দারুণ পারফর্ম করেন৷ তবে জয়ের লক্ষ্য যখন কার্যত হাতের মুঠোয় তখন হঠাৎই হোঁচট খেয়ে যায় তারা৷

অ্যালেক্স হ্যালস যিনি ২১ বলে ৪৬ করেন তিনি দলকে একটা মজবুত সূচনা দেন৷ পরপরদুটি উইকেট হারালেও তারা জয়ের লক্ষ্য থেকে বিচ্যূত হয়নি৷ ফারহিম আশরফ (২৫) ও ইফতিকার আহমেদ (৪৯) রান করেন৷ এছাড়াও হুসেন তালাত (৪২) এবং আসিফ আলি মাত্র ৯ বলে ২১ রান করেন৷

ফাইনাল ওভারে তাঁদের জয়ের জন্য মাত্র এক রান দরকার ছিল৷ ইসলামাবাদ এক রান নিয়ে জয় পেয়ে যাওয়ার পরও অবশ্য সেলিব্রেশন ছিল আটকে৷ কারণ করাচি কিংস সিদ্ধান্ত রিভিউয়ের জন্য যায়৷ তাঁরা  LBW-র সিদ্ধান্ত রিভিউ করতে গিয়েছিল৷ রিপ্লেতে পরিষ্কার দেখা যায় বল প্যাডে নয় প্রথমে ব্যাট ছুঁয়েছে৷ তার মানে মাঠের আম্পায়ার আলিম দারের কোনও ভুল ছিল না৷ তৃতীয় আম্পায়ারের সিদ্ধান্তের মাঠেই ছোট্ট সেলিব্রেশন করে নেন বিখ্যাত পাক আম্পায়ার আলিম দার৷

দেখে নিন সেই মজার মুহূর্তের ভিডিও-

আলিম দার খুবই উচ্চমানের এবং প্রশংসিত আম্পায়ার৷ ম্যাচ শেষ হয়ে যাওয়ার পর আলিম দারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে মাঠে গিয়েছিল করাচি কিংস যা খুবই আশ্চর্যের৷ এখন আন্তর্জাতিক ম্যাচে আম্পায়ারিং করবেন বলে এই মুহূর্তে আর পিএসএলের ম্যাচ পরিচালনা করবেন৷ আবার পিএসএলের দ্বিতীয় পর্বে মাঠে আম্পায়ারিং করতে দেখা যাবে এই অভিজ্ঞ আম্পায়ারকে৷ আন্তর্জাতিক দায়িত্ব শেষে মাঠে ফিরবেন তিনি৷