Ind vs Eng: লড়াকু শ্রেয়স আইয়ার, প্রথম টি টোয়েন্টিতে ৭/১২৪ করল ভারত

#আহমেদাবাদ:  দলের সব ক্রিকেটারদের মধ্যে যখন প্যাভিলিয়নে ফিরে যাওয়ার তাড়া পড়ে গেছে ঠিক তখনই ব্যাট হাতে ব্রিটেনে -র বোলারদের সামনে থেকে খেললেন তরুণ শ্রেয়স আইয়ার৷ একমাত্র তাঁর অর্ধশতরানে ভর দিয়ে এদিন তিন অঙ্কের ঘরের রানে ঢুকল ভারত৷ প্রথম টি টোয়েন্টিতে ২০ ওভারে ৭ উইকেটে ১২৪ রান করল কোহলি এন্ড কোং৷

এদিন টসে জিতে ফিল্ডিং নেয় ইংল্যান্ড৷ প্রথম থেকেই সাফল্য৷ একসময়ে ভারতের রান হয়ে গিয়েছিল ৩ রানে ২ উইকেট৷ পরপর ফিরে যান কেএল রাহুল ও বিরাট ৷এরপর রাহুলের স্কোর ১, ও কোহলি ফেরেন শূন্য রানে৷ এদিকে অস্বচ্ছন্দ্য শিখর ধাওয়ানের অবদান মাত্র ৪৷

 ঋষভ পন্থ খানিকটা চেষ্টা করেছিলেন, কিন্তু বড় ইনিংস আসেনি তাঁর ব্যাট থেকেও৷ ২৩ বলে ২১ করে আউট তিনি৷ এদিকে শ্রেয়স আইয়ার একাই কার্যত লড়লেন৷ এদিন তিনি ৪৮ বলে ৬৭ রান করেন তিনি৷ তাঁর ইনিংস সাজানো ৮ টি চার ও ১টি ছয় দিয়ে৷

হার্দিক পান্ডিয়া করেন ২১ বলে ১৯ রান৷

এদিন ইংল্যান্ডের হয়ে সফলতম বোলার জোফ্রা আর্চার তিনি ৩ উইকেট নেন৷

এদিকে বিরাট কোহলি ! ভারতের অন্যতম সর্বকালীন সেরা অধিনায়কদের মধ্যে নিঃসন্দেহে অন্যতম৷ ক্রিকেটের জনপ্রিয় প্রবাদ ‘ এ টিম ইজ অ্যাজ গুড অ্যাজ হিজ ক্যাপ্টেন ’- এটাই পরিষ্কার করে দেয় অধিনায়ক ও দলের কেমিস্ট্রি৷ তা অধিনায়ক বিরাট একের পর এক সিরিজ জেতায় তাঁর ব্যক্তিগত পারফরম্যান্স গ্রাফ নিয়ে খুব বেশি সমালোচনার জায়গা থাকছে না৷ কিন্তু বেশ কিছুদিন ধরেই বিরাটের ব্যাটের সেই ধার কেমন যেন কম৷

তারমধ্যে আহমেদাবাদে পরপর ২ টি ম্যাচে শূন্য করায় নেটিজেনদের আক্রোশ একেবারে উপচে গেল৷ একে রোহিতকে বিশ্রাম দিয়ে টি টোয়েন্টি ওপেনিং স্কোয়াড বেছেছেন অধিনায়ক তারমধ্যে শেষ টেস্টের পর প্রথম টি টোয়েন্টিতেও শূন্য৷

শুক্রবার টসে হেরে ব্যাট করতে নেমে দ্বিতীয় ওভারেই প্যাভিলিয়নে ফিরে যান ওপেনার কেএল রাহুল৷ শুরুর এই ঝটকা অধিনায়ক বিরাট ব্যাট দিয়ে সামলে দেবেন যখন মনে হচ্ছে তখনই দ্বিতীয় ঝটকা ৷ ৩ রানের মধ্যে ২ উইকেট হারায় টিম, ফিরে যান অধিনায়ক বিরাট৷ পাঁচটি বল তিনি মুখোমুখি হয়েছিলেন৷ আর সেখানে প্রথম হোঁচট খাচ্ছিলেন জোফ্রা আর্চারের একটি বলে, সেটা পেরোলেও আদিল রশিদের ওভারে তিনি মিডঅফ দিয়ে স্ম্যাশ করতে গিয়ে ক্রিস জর্ডনের হাতে ধরা দেন৷