Copa America: Uruguay বধ Argentina-র, এবারের কোপায় প্রথম জয়,দারুণ Messi

#ব্রাসিলিয়া: চিলি-র বিরুদ্ধে ম্যাচে ১ গোলে এগিয়ে গিয়েও গোল হজম করতে হয়েছিল আর্জেন্টিনাকে, আর যার ফল স্বরূপ ১-১ ম্যাচ ড্র করে পয়েন্ট ভাগাভাগি করতে হয়েছিল৷ ভারতীয় সময় শনিবার ভোরে যখন খেলা হচ্ছিল তখন সারা পৃথিবীর কোটি কোটি আর্জেন্তাইন ফ্যান দুরুদুরু বক্ষে প্রার্থণা করছিলেন একটা জয়ের৷ আর সেটাই হল উরুগুয়েকে ১-০ গোলে হারিয়ে এবারের কোপা আমেরিকায় নিজেদের গ্রুপে প্রথম জয় পেল তারা৷

লিওনেল মেসি (Lionel Messi) ও লুই সুয়ারেজ (Luis Suarez) বল দখলের লড়াইয়ের দিকে নজর ছিল সকলেরই আর তাতে টেক্কা এলএম টেনেরই৷ এদিন অবশ্য নীল সাদা বাহিনীর হয়ে গোলটি করেন গুইদো রডরিগেজ (Guido Rodriguez) তিনি ম্যাচের মিনিটে ডেডলক ভাঙেন৷ বাঁ দিকের উইং থেকে উঠে আসা আক্রমণের ভাসানো বল বক্সের মধ্যে থেকে মাথা ঠেকিয়ে ঢুকিয়ে দেন উরুগুয়ে গোলে৷ দেখে  নিন কেমন ছিল সেই গোলের মুহূর্ত৷

এদিন অবশ্য প্রথমার্ধে আক্রমণের ঝড় তুলেছিল কাভানি-সুয়ারেজের উরুগুয়ে৷ কিন্তু গোলের সামনে গিয়ে ফিনিশ করার ক্ষেত্রের ব্যর্থতা তাদের গোলমুখ খুলতে দেয়নি৷

এদিকে ১-০ গোলে পিছিয়ে থাকার পর দ্বিতীয়ার্ধেও উরুগুয়ে তারকারা মাঠে নেমে চেষ্টা করলেও তা কার্যকরী হয়নি৷

পাশাপাশি আর্জেন্টিনাও প্রথমে একটি গোল করে এগিয়ে যাওয়ার পরে আর ব্যবধানও বাড়াতে পারেনি৷ মেসিকে আটকাতে বিপক্ষের ডিফেন্ডারদের নিরলস লড়াই আরও একবার সারা পৃথিবীর ফুটবলপ্রেমী জনতার নজর কাড়ল৷

এদিনের জয়ের ফলে নিজেদের গ্রুপে এক নম্বরে রয়েছে আর্জেন্টিনা৷ আর্জেন্টিনার পরের ম্যাচ প্যারাগুয়ের বিরুদ্ধে৷ ভারতীয় সময় হিসেবে মঙ্গলবার ভোর সাড়ে পাঁচটায় হবে ম্যাচ৷