১৯৮৩ তে আজকের সোনার দিন, প্রথমবার বিশ্বকাপ জিতেছিল ভারত, নস্টালজিক সচিন

#মুম্বই: বছরটা ১৯৮৩ (1983) ৷ কপিল দেবের নেতৃত্বাধীন ভারতীয় দল তৈরি করেছিল ইতিহাস৷ ২৫ জুন ১৯৮৩ সালে প্রথমবার ক্রিকেট বিশ্বকাপ (Cricket World Cup) জিতেছিল টিম ইন্ডিয়া৷   বিশ্বক্রিকেট মানচিত্রে প্রথমবার বড় শক্তি রূপে আত্মপ্রকাশ করেছিল তারা৷ দুবারের চ্যাম্পিয়ন ওয়েস্টইন্ডিজতে ৪৩ রানে হারিয়েছিল ভারত৷ লর্ডসের ব্যালকনিতে সেরা বিশ্বকাপ নিজেদের হাতে তুলেছিল টিম ইন্ডিয়া৷

আজ থেকে ৩৮ বছর আগে ক্রিকেট মানচিত্রে ভারতকে শক্তিশালী দেশ করে তোলার জন্য এক লহমায় খ্যাতির চূড়ায় পৌঁছে গিয়েছিলেন কপিল দেব (Kapil Dev )৷ গ্রুপ বি-তে ফাইনালে পৌঁছনোর রাস্তায় ৬ টি ম্যাচের চারটি জয় দিয়ে শুরুটা মন্দ হয়নি৷ সেমিফাইনালে ইংল্যান্ডের সামনে ছিল ভারত ৷ ওল্ড ট্র্যাফোর্ডে সেমিফাইনাল ছিল দারুণ৷ সেই ম্যাচে জিতে ফাইনালে পৌঁছেছিল টিম ইন্ডিয়া৷ বিশ্বকাপ জয়ের হ্যাটট্রিকের লক্ষ্যে যারা নেমেছিল -প্রতিপক্ষ ছিল সেই ওয়েস্টইন্ডিজ৷ কিন্তু প্রত্যায়ী ক্যারিবিয়ান বাহিনীকে হারিয়ে স্বপ্ন সফল করে ভারতীয় ক্রিকেট দলের ১১ জন তরুণ৷

২০১১ সালে ভারত দ্বিতীয়বার বিশ্বকাপ জেতে৷ মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বাধীন টিম ইন্ডিয়া শ্রীলঙ্কাকে হারিয়ে মুম্বইতে বিশ্বকাপ জেতে৷ স্বপ্নপূর্ণ হয় ১১০ কোটি দেশবাসীর৷ স্বপ্নপূর্ণ হয় বিশ্ব ক্রিকেটের ভগবান সচিন তেন্ডুলকর৷ তবে ১৯৮৩ বিশ্বকাপ মাস্টারব্লাস্টারের কাছে আলাদা গুরুত্বের৷ এই বিশ্বকাপই তো তাঁর ক্রিকেটে ভালোবাসার অন্যতম কারণ ছিল৷ তাই এই বিশেষ দিনে সোশ্যাল মিডিয়ায় বিশেষ বার্তা দিয়েছেন সচিন৷

‘‘A day thet changed Indan Cricket forever, I’ll always remember the celebration & joy we felt with the fall of every wicket and the pride on witnessing ?? win the World Cup.’’- অর্থাৎ .‘ একটা দিন যেটা ভারতীয় ক্রিকেটকে চিরদিনের জন্য বদলে দিয়েছিল৷ আমি চিরকাল মনে রাখব সেলিব্রেশন ও আনন্দ যেটা সেদিনের প্রতিটা উইকেটের সঙ্গে সঙ্গে আমরা করেছিলাম৷  পাশাপাশি বিশ্বকাপ দেখার জন্য গর্ব অনুভব করেছিলাম৷

এদিকে সেদিনের সেই সোনালি ম্যাচে ভারতীয় দল ৫৪.৫ ওভারে ১৮৩ রান তোলে৷ দলের হয়ে সর্বোচ্চ রান কৃষ্ণমাচারি শ্রীকান্তের  ৩৮৷

এই ছোট্ট রান কতক্ষণ বাঁচাতে পারবে যখন তা যখন সকলে ভাবছিল তখন বিপক্ষকে ১৪০ রানে অল আউট হয়ে যায় তারা৷