কী ছিরির আম্পায়ারিং! ট্যুইটে প্রতিবাদের ঝড় স্টেইন, ডিভিলিয়ার্সের, দেখুন

#নয়াদিল্লি: দক্ষিণ আফ্রিকান তারকারা এবি ডিভিলিয়ার্স ও ডেল স্টেইন একটি আম্পায়রিং সিদ্ধান্তের জন্য একেবারে প্রতিবাদে সরব৷ ওয়েস্টইন্ডিজ বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচে একটি শর্ট পিচ বল ডেলিভারি যেটা লেগ স্টাম্পের বাইরে ছিল তাই নিয়েই আম্পায়রের সিদ্ধান্তে সকলেই অবাক৷ দক্ষিণ আফ্রিকার উইয়ান মালডারকে ওয়াইড দেওয়া হয়নি৷ এটা ওয়েস্টইন্ডিজের সঙ্গে দক্ষিণ আফ্রিকার টি টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচ ছিল৷ এই ঘটনাটি তখন ঘটে যখন দক্ষিণ আফ্রিকার স্কোর ৪ উইকেটে ১৬০ রান ছিল৷ মালডার ক্যারিবিয়ান বোলাক ওবেড ম্যাককয়ের ১৯ ওভারের শেষ বল করেছিলেন৷ ম্যাককয় শর্ট বল করেন যেটা লেগস্টাম্পের বাইরে থেকে গিয়েছিল ব্যাট দিয়ে নাগাল পাননি তিনি৷ মালডার মনে করেছিলেন স্বাভাবিকভাবেই বলটি ওয়াইড দেবেন কিন্তু তা না করে আম্পায়র ওভার শেষ  করে দেন৷

প্রাক্তন দক্ষিণ আফ্রিকার তারকা এবি ডিভিলিয়ার্স বলেন , “Shocker”  -অর্থাৎ ভয়ানক৷  এর উত্তরে ডেল স্টেইন ট্যুইট করেন “How on earth is that not a wide???!!!!.” অর্থাৎ ‘‘এই পৃথিবীতে কী করে এটা ওয়াইড না হয়৷ ’’

এই সিদ্ধান্ত বিপক্ষে গেলেও দক্ষিণ আফ্রিকা দল ২৫ রানে ম্যাচ জেতে৷ পঞ্চম এই টি টোয়েন্টি ম্যাচ জিতে তারা সিরিজ জিতে নিল ৩-২ এ৷

দক্ষিণ আফ্রিকা প্রথমে ব্যাট করে ৪ উইকেটে ১৬৮ রান করে ২০ ওভারে৷ এডিয়েন মারক্রাম ৭০ রানের দারুণ ইনিংস খেলেন৷ কুইন্টন ডি কক ৪২ বলে৬০ রান করেন৷ জবাবে ব্যাট করতে নেমে ওয়েস্টইন্ডিজ ২০ ওভারে ৯ উইকেটে মাত্র ১৪৩ রানই করতে পারেষ এভিন লুইস ৫০ ও শিমরন হেটমেয়ার ৩৩ রান করেন৷