Tokyo Olympics : কাউন্টডাউন শুরু! মেরি কম, সিন্ধুদের সাফল্য কামনায় বার্তা সলমন-অক্ষয়দের…

#মুম্বই : টোকিও অলিম্পিকসে ভারতীয় অ্যাথলিটদের সমর্থনে ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুরের নতুন উদ্যোগ হামারা ভিকট্রি পাঞ্চ৷ #HumaraVictoryPunch দিয়ে সোশ্যাল মিডিয়ায় সবাইকে এই উদ্যোগে সামিল হওয়ার অনুরোধ জানিয়েছেন ক্রীড়ামন্ত্রী৷ তাঁর উদ্যোগে সামিল হতে দেখা গেল বলিউডের অভিনেতাদের ৷ পিভি সিন্ধু, মেরি কম, দীপিকা কুমারীদের উদ্দেশে ভিকট্রি পাঞ্চ দেখালেন সলমন খান, অক্ষয় কুমাররা৷

টোকিও অলিম্পিকসের কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে ৷ অনেক বাধা কাটিয়ে অবশেষে শুক্রবার দ্য গ্রেটেস্ট শো অন আর্থ-এর পর্দা উঠছে ৷ ৩৩ রকমের খেলায় ২০৪টি দেশের ১১ হাজারের বেশি প্রতিযোগী পদক জয়ের লড়াইয়ে ঝাঁপিয়ে পড়বে ৷ তার আগে শুক্রবার রয়েছে উদ্বোধনী অনুষ্ঠান ৷ করোনার কারণে মার্চ পাস্ট ও অনুষ্ঠানে বেশি লোকজন থাকছে না ৷ হকি, আর্চারি-সহ বেশ কয়েকটি খেলা উদ্বোধনী অনুষ্ঠানের পরদিনই শুরু হয়ে যাবে ৷

সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল ট্যুইটারে একটি ভিডিয়ো শেয়ার করেছেন বলিউড সুপারস্টার সলমন খান ৷ ভিডিয়োতে অলিম্পিকসে অংশ নেওয়া ভারতীয় অ্যাথলিটদের উদ্দেশে ভাইজান বলেছেন, “অলিম্পিকসে যাওয়া ভারতীয় দলকে শুভেচ্ছা জানাই৷ টোকিয়োয় ভারতীয় দলের সমর্থনে যে ক্যাম্পেন শুরু হয়েছে তাতে আমিও অংশ নিলাম ৷ ভিকট্রি পাঞ্চ দেখালাম ৷ চিয়ার ফর ইন্ডিয়া৷”

অন্যদিকে তাঁর ট্যুইট করা ভিডিয়োতে অক্ষয় কুমার বলেছেন, “টোকিও যাওয়া ভারতের প্রতিভাবান খেলোয়াড়দের মনোবল বাড়াতে হবে ৷ আশা করছি আমাদের সমর্থন এবং প্রার্থনায় তাঁরা অলিম্পিকসের মঞ্চে দেশের নাম উজ্জ্বল করবেন৷” এরপর নিজের লাখো অনুরাগীদের এই উদ্যোগে সামিল হওয়ার অনুরোধ জানিয়েছেন আক্কি ৷

#HumaraVictoryPunch উদ্যোগে সামিল হয়েছেন প্রাক্তন ক্রীড়ামন্ত্রী কিরেণ রিজিজু ৷ পাশাপাশি ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর, নিশীথ প্রামাণিক ও ভারতীয় জনতা যুব মোর্চার সদস্যরা পার্লামেন্টের বাইরে সিন্ধুদের সমর্থনের বার্তা দিয়েছেন ৷