Ind vs Eng: ফের একাধিক জাতি তুলে কুকথা, ভারতীয় ফ্যানদের বলা হল ‘ডেল্টা’

#লন্ডন: ভারত বনাম ইংল্যান্ড (India and England) টেস্ট ফের উঠল একাধিক জাতিবিদ্বেষ মূলক কটূক্তির অভিযোগ৷ ইংরেজ ফ্যানদের বিরুদ্ধে ফের এই ধরণের মারাত্মক অভিযোগ৷ পঞ্চম দিনের খেলা বৃষ্টিতে পুরোপুরি ভেস্তে যাওয়ায় ম্যাচ শেষ হয় পানসে ড্র -তে৷ ভারতীয় বংশোদ্ভুত ৩১ বছরের এক ব্রিটিশ তরুণী এই পর্দাফাঁস করেছেন৷ তিনি জানিয়েছেন ভারতীয় ক্রিকেটারদের সর্বক্ষণ বিভিন্ন গালাগাল করছিল ইংলিশ ফ্যানরা৷ অভিযোগকারিনী মহিলা রেডিটে (Reddit) এই জাতিবিদ্বেষমূলক কুকথার উল্লেখ করেছেন৷ তিনি নিজের পরিবারের সঙ্গে ট্রেন্টব্রিজে ম্যাচে হাজির ছিলেন৷ তাঁরা এই ঘটনার তীব্র প্রতিক্রিয়া দেওয়ায় তাঁদের উদ্দেশ্য করেও গালিগালাজ হয়৷

তাঁর মতে মহম্মদ শামি ( Mohammad Shami) ও বিরাট কোহলিকে ( Virat Kohli) উদ্দেশ্য করে গালাগালি দেয়৷ তাঁদের ‘Sh**y Shami’ ও ‘er Kohli’ বলা হচ্ছিল৷ শামি যখন বাউন্ডারির কাছে ফিল্ডিং করছিলেন তখন তাঁকে উদ্দেশ্য করে গালি দেওয়া হয় আর বিরাট রিভিউ হারানোর পর তাঁর উদ্দেশ্যে শুরু হয় কটূক্তি৷

তিনি জানিয়েছেন গ্যালারি থেকে গো ব্যাক ইন্ডিয়া বলা হচ্ছিল৷ স্টুযার্ড দ্রুত পদক্ষেপ নেন এবং গ্যালারি থেকে তাঁদের বার করে দেওয়া হয়৷ তবে অভিযোগকারিণীর পরিবার কোনও আইনি পদক্ষেপ নেননি৷

তারপর অভিযোগকারিণীর পরিবার এরপর ভারতীয় ফ্যান থাকা স্ট্যান্ডে চলে যান৷ সেখানেও ইংলিশ ফ্যানদের একটি ছোট গ্রুপ ছিল যারা ভারতীয়দের উদ্দেশ্যে ডেল্টা (Delta) বলছিল৷ তাদেরকে করোনা-র ভারতীয় স্ট্রেন বলছিল৷

ভারতীয় ক্রিকেটাররাও কোনও সরকারি অভি়যোগ দায়ের করেনি৷ তারা জানিয়েছেন তারা নিজেরা কোনও মন্তব্য শোনননি৷ এর আগে অস্ট্রেলিয়ার সিডনি টেস্টের সময়েও এই ধরণের পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছিল ভারতীয়দের৷ সেই সময় মূলত মহম্মদ সিরাজের বিরুদ্ধে জাতিবিদ্বেষমূলক কমেন্ট হয়েছিল৷