Maritime Security|| Narendra Modi: সমুদ্র পথ সুরক্ষিত করতে মোদির পাঁচ প্রস্তাব, সহমত নিরাপত্তা পরিষদও

#দিল্লি: বিশ্ব অর্থনীতির ক্ষতি, জীবনহানি কমাতেই সমুদ্র পথে নিরাপত্তা আরও সুনিশ্চিত করতে এগিয়ে আসতে হবে সব দেশকে৷ এ দিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভাপতিত্বে সামুদ্রিক পথের নিরাপত্তা নিয়ে নিরাপত্তা পরিষদের আলোচনার শেষে এই বার্তাই দেওয়া হল রাষ্ট্রপুঞ্জের তরফে৷ নিরাপত্তা পরিষদের সভাপতির জারি করা বিবৃতিতে উদ্বেগ প্রকাশ করে বলা হয়েছে, সমু্দ্র পথে বাণিজ্যিক বা যাত্রী পরিবহণ অথবা পরিকাঠামো নির্মাণ সংক্রান্ত কাজ চলাকালীন জলদস্যুদের হানা সহ সংগঠিত অপরাধ বেড়েই চলেছে৷

এ দিনের বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও বার বার সমুদ্রে পথে নিরাপত্তা বৃদ্ধির উপরে জোর দিয়েছেন৷ আর তা নিশ্চিত করতে আন্তর্জাতিক ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধি করারও আহ্বান জানান তিনি৷ রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন সহ বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র নেতারা এই বৈঠকে উপস্থিত ছিলেন৷ জলসীমা নিয়ে বিভিন্ন দেশের মধ্যে থাকা বিবাদের নিষ্পত্তির উপরেও জোর দেন ভারতের প্রধানমন্ত্রী৷

উচ্চ পর্যায়ের এই আলোচনা সভা শেষে নিরাপত্তা পরিষদের জারি করা বিবৃতিতেও কার্যত একই বার্তা দেওয়া হয়৷ সেখানেও অভিযোগ করা হয়, শুধুমাত্র জলদস্যুদের হানা, লুঠের মতো অপরাধ নয়, আন্তর্জাতিক জলপথ ব্যবহার করে মাদক, মানব এবং অস্ত্র পাচারের মতো অপরাধও বাড়ছে৷ আন্তর্জাতিক জলপথ ব্যবহার করে এই ধরনের সংগঠিত অপরাধ বন্ধ করার জন্য সদস্য দেশগুলিকে তৎপর হওয়ার আবেদনও জানানো হয়েছে৷

এ দিনের আলোচনা সভায় মূলত পাঁচটি বিষয়ের উপরে জোর দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ সেগুলি হল, সমুদ্র পথে বৈধ বাণিজ্যিক লেনদেন সমস্ত বাধা দূর করতে হবে৷ আন্তর্জাতিক আইন মেনে সমু্দ্র পথে যাবতীয় বিবাদের নিষ্পত্তি প্রয়োজন৷ জলদস্যুদের হানার মতো ঘটনা এড়াতে বিশ্বের অন্যান্য দেশগুলিকেও এগিয়ে আসতে হবে৷ প্রধানমন্ত্রী বলেন ২০০৮ সাল থেকে এই বিষয়ে অগ্রণী ভূমিকা নিয়েছে ভারতীয় নৌবাহিনী৷ শুধুমাত্র জলপথে নিরাপত্তার দিকেই নজর রাখা নয়, অপরাধ দমনের জন্য ভারতীয় নৌবাহিনী অন্যান্য দেশের বাহিনীকেও প্রশিক্ষণ দিয়েছে বলে জানান প্রধানমন্ত্রী৷ এর পাশাপাশি জলবায়ু পরিবর্তনের দিকে তাকিয়ে সামুদ্রিক সম্পদকে রক্ষা করারও পরামর্শ দিয়েছেন নরেন্দ্র মোদি৷ সমুদ্র পথে বাণিজ্যিক লেনদেন বৃদ্ধিতে পরিকাঠামো তৈরির জন্য যাতে আন্তর্জাতিক স্তরে যথাযথ নিয়মবিধি তৈরি হয়, সেই প্রস্তাবও েরখেছেন প্রধানমন্ত্রী৷ প্রতিটি দেশই নিজেদের ক্ষমতা অনুযায়ী যাতে সমুদ্র পথে পরিকাঠামো নির্মাণে এগিয়ে আসে, সেই দাবিও তুলেছেন তিনি৷