Ind vs Eng: বিদেশের মাঠে এমন কী করলেন সিরাজ, সমালোচনায় দীনেশ কার্তিক, দেখুন ভিডিও

#লন্ডন: দীনেশ কার্তিক (Dinesh Kartik) একেবারে রাখঢাক না রেখে প্রকাশ্যেই জোর বকা দিলেন ভারতীয় দলের উঠতি তারকা পেসার মহম্মদ সিরাজকে (Mohammed Siraj) ৷ আসলে ঘটনাটি ইংল্যান্ড ক্রিকেটার জনি বেয়রস্তোকে  (Jonny Bairstow) আউট করার পর হয়েছিল৷ তবে এটা নটিংহ্যাম টেস্টের ঘটনা৷ ম্যাচে বেয়রিস্তোকে আউট করার পর তাঁর দিকে ঠোঁটে আঙুলের ইশারায় চুপ করতে ইঙ্গিত দিয়েছিলেন মহম্মদ সিরাজ৷ এতেই চটেছেন দীনেশ কার্তিক৷ আগে দেখে নিন ঠিক কী করেছিলেন মহম্মদ সিরাজ৷

দীনেশ কার্তিক  (Dinesh Kartik) জানিয়েছেন মহম্মদ সিরাজ (Mohammed Siraj) এই অঙ্গভঙ্গি করে ঠিক করেননি৷ দীনেশ কার্তিক ভারত বনাম ইংল্যান্ড টেস্ট সিরিজে  (India vs England) ধারাভাষ্যকরের দায়িত্ব সামলাচ্ছেন৷ কার্তিক দ্য টেলিগ্রাফে লিখেছেন, ‘‘ আমার মনে হয় সিরাজ যখন ক্রিকেটারকে আউট করার পর চুপ করতে বলেছেন সেটা অপ্রয়োজনীয় ছিল৷ আপনি তো আগেই আউট করেছেন তাহলে এর কী প্রয়োজন ছিল৷ সিরাজের আন্তর্জাতিক কেরিয়ারে এটা প্রথম শিক্ষা ছিল৷’’ তিনি আরও বলেছেন, ‘‘আমাদের মধ্যে কতজন ভেবেছিল বিরাট কোহলি (Virat Kohli)  এসে নিজের  উৎসাহী সহযোগী ক্রিকেটারকে শান্ত করাবে৷ কিন্তু ভারত অধিনায়ককে নিশ্চিত করতে হয় যেন সতীর্থ নিজের সীমা পার না করে যান৷ ’’

কার্তিক আরও বলেছে, ‘‘এই দল যেভাবে ক্রিকেট খেলেছে তা আমার খুব পছন্দ হয়েছে৷ এখনকার ক্রিকেটাররা কেউ নিজের প্রতিদ্বন্দ্বী দলের ক্রিকেটারদের সঙ্গে লড়াই করতে কখনই পিছপা হয় না৷ যেরকম সিরাজ ও কেএল রাহুল করেছেন৷ এটা নতুন জমানার ভারত৷’’

কার্তিক সামনের মাস থেকে আইপিএল (IPL 2021)  কলকাতা নাইট রাইডার্সের (KKR) জন্য খেলবেন৷ তিনি বলেছেন আক্রমণাত্মক হওয়ার নানারকম পদ্ধতি রয়েছে৷ ভারতীয় উইকেটরক্ষক বলেছেন, ‘‘আক্রমণাত্মক হওয়া বিভিন্নভাবে দেখানো যেতে পারে, কিছু ক্রিকেটার  যেমন বিরাট, সিরাজ , কেএল রাহুল এরা খোলাখুলি মুখের ওপর জবাব দিয়ে দেয়৷ কিন্তু সিনিয়র ক্রিকেটর রোহিত শর্মা, চেতেশ্বর পূজারা, ও অজিঙ্ক রাহানে এরকম নন৷ তার মানে এই নয় যে এঁরা আক্রমণাত্মক নন৷’’

তিনি আরও বলেছেন, ‘‘ভারতের বেশিরভাগ পেসার শারীরিক আক্রমণ থেকে দূরে থাকেন৷ তাঁরা নিজেদের বোলিং দিয়ে আক্রমণ করেন, যা ঠিক৷ ভাপত প্রধানত বিরাটের পেসারদের ওপর আস্থা থেকে বিদেশে এত ভালো শুরু করতে পেরেছে৷ ভারত লাগাতার অস্ট্রেলিয়ায় জিত হাসিল করেছে, ইংল্যান্ডের সঙ্গে এখন লড়াই হচ্ছে বছরের শেষে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলবে৷ বিদেশি দলের বিরুদ্ধে দাপট দেখানোর সুযোগ পাওয়া যাবে৷’’

দীনেশ কার্তিক বলে দিয়েছেন ভারত নিজের হাবেভাবে বুঝিয়ে দিয়েছে যে তাঁরা জিততে এসেছে৷ কিন্তু যে কোনও দুর্বলতা থাকলেও ইংল্যান্ডকে নিজের মাটিতে হারানো বড় শক্ত৷