Tag Archives: Mohammed Siraj

মহম্মদ সিরাজের জীবন, কেরিয়ার, রেকর্ড এক ঝলকে

পুরো নাম: মহম্মদ সিরাজ

জন্ম: ১৩ মার্চ, ১৯৯৪

উচ্চতা: ৫ ফুট ১০ ইঞ্চি

জাতীয়তা: ভারতীয়

ক্রীড়াবিদ: বোলার,

ডানহাতি ফাস্ট-মিডিয়াম, ডানহাতি ব্যাটার

পরিবার

পিতা: মহম্মদ গাউস

মাতা: শাবানা বেগম

ভাই: মহম্মদ ইসমাইল

শৈশব

১৯৯৪ সালের ১৩ মার্চ হায়দরাবাদে জন্মগ্রহণ করেন মহম্মদ সিরাজ। গতানুগতিক ক্রিকেট প্রশিক্ষণ বা কোচিং ছাড়াই শুধুমাত্র নিজের কঠোর পরিশ্রমে ভারতের অন্যতম দ্রুতগতির বোলারদের একজন হয়েছেন সিরাজ। তাঁর ইয়র্কার তাঁকে এনে দিয়েছে খ্যাতি। প্রাথম জীবনে অনেক প্রতিকূলতার মোকাবিলা করে ভারতীয় দলে সুযোগ পাওয়ার পর খুব দ্রুত তাঁর উত্থান হয়।

ক্রীড়া জীবনের সূচনা

সিরাজের বাবা একজন অটোচালক ছিলেন। ক্রিকেটের প্রতিভা থাকলেও আর্থিক টানাপড়নে কোনদিনই কোচিং বা ক্রিকেট ট্রেনিং নেওয়া সম্ভব হয়নি। তবে সমস্যা থাকা সত্ত্বেও সিরাজ তাঁর স্বপ্নকে বিসর্জন করে দেননি কোনদিন। স্কুলে না গিয়ে টেনিস বল দিয়ে  ক্রিকেট অভ্যাস করতেন তিনি।

২০১৫ সালে এক বন্ধুর সুবাদে চারমিনার ক্রিকেট ক্লাবে যান। সেখানেই তাঁর দুর্দান্ত পারফর্ম্যান্স সকলের নজর কেড়ে নেয়। সেই শুরু। ২০১৫ সালের ১৫ নভেম্বর হায়দরাবাদের হয়ে রঞ্জি ট্রফি খেলেন সিরাজ। প্রথম শ্রেণির ক্রিকেটে এই তাঁর অভিষেক। রঞ্জি, বিজয় হাজারে থেকে শুরু করে দেওধর ট্রফি, প্রত্যেকটি টুর্নামেন্টে দুর্দান্ত পারফর্মেন্স দেন সিরাজ।

আন্তর্জাতিক মঞ্চে উত্থান

ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত পারফর্ম্যান্সের পর নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলার জন্য সিরাজকে ভারতের টি-২০ দলে ডেকে নেওয়া হয়। ২০১৭ সালের নভেম্বর মাসে নিউজিল্যান্ডের বিরুদ্ধে আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে তাঁর অভিষেক হয়। তাঁর জীবনের প্রথমে টি-২০ উইকেটটি ছিল নিউজিল্যান্ডে অধিনায়ক কেন উইলিয়ামসনের। তবে এই ম্যাচে বিপক্ষ অধিনায়ককে ফেরালেও তেমন ভালো খেলতে পারেননি সিরাজ। ৪ ওভারে ৫৩ রান দেন এবং মাত্র ১টি উইকেটই নিতে সমর্থ হন। এরপর সিরাজ মাত্র ২টি টি-২০ খেলার সুযোগ পান।

২০১৮ সালের ডিসেম্বর মাসে অস্ট্রেলিয়ার বনাম ভারত সিরিজের জন্য একদিনের আন্তর্জাতিক দলে সিরাজের ডাক পড়ে। ২০১৯ সালের ১৫ জানুয়ারি অ্যাডিলেড ওভালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তাঁর একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়। এই ম্যাচেও সিরাজ কোনও উইকেট নিতে পারেননি। যদিও, ভারত এই ম্যাচটি ৬ উইকেট জিতেছিল। বিরাট কোহলির দুর্দান্ত সেঞ্চুরির জন্য ভারত সহজেই এই ম্যাচে জয়লাভ করে।

২০২০ সালের অক্টোবরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একটি টেস্ট সিরিজের জন্য ভারতীয় দলে সিরাজের নাম যুক্ত করা হয়। মহম্মদ শামির চোটের কারণে তাঁর জায়গায় সুযোগ পেয়ে যান সিরাজ। ২৬ ডিসেম্বর তাঁর আন্তর্জাতিক টেস্টে অভিষেক হয়। এই ম্যাচে তাঁর প্রথম উইকেট ছিল মারনাস ল্যাবুসচেন। ২০২১ সালের জানুয়ারি মাসে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের চতুর্থ টেস্টে সিরাজ তার টেস্ট ক্রিকেট কেরিয়ারে প্রথমবারের মতো একটি ম্যাচে ৫টি উইকেট নেওয়ার কৃতিত্ব অর্জন করেন। 

আইপিএল

২০১৭ সালে ‘সানরাইজার্স হায়দরাবাদ’ সিরাজকে ২.৬ কোটি টাকা দিয়ে নিজের দলের সদস্য করে। হায়দরাবাদ তাঁকে ছেড়ে দেওয়ার পর বিরাট কোহলির নেতৃত্বাধীন ‘রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু’ সিরাজকে ২.২০ কোটি টাকার বিনিময়ে দলে নেয়। ২০১৮ সালের মরসুমে ১১টি ম্যাচ খেলে ১১টি ইউকেট নেন। ২০১৯ আইপিএল খুব ভালো না গেলেও পরবর্তীকালে সিরাজ আরসিবি-এর প্লেয়িং ১১-এর স্থায়ী সদস্য হয়ে যায়।

বছর শুরুতেই বিধ্বংসী মহম্মদ সিরাজ, কেপটাউন টেস্টের প্রথম ইনিংসে একাই ধসিয়ে দিলেন প্রোটিয়াদের

সিরাজের পেসেরে আগুনে কেপটাউন টেস্টের প্রথম সেশনেই ‘ঝলসে’ গেল প্রোটিয়া ব্যাটিং লাইন। ২৩.২ ওভারে মাত্র ৫৫ রানে শেষ দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংস। ৬ উইকেট নেওয়ার পাশাপাশি অনন্য রেকর্ডও গড়ল ভারতীয় দল ও সিরাজ।

Mohammed Siraj: সিরাজের আগুনে ‘ঝলসে’ গেল দক্ষিণ আফ্রিকা! একাধিক রেকর্ডের সাক্ষী থাকল কেপটাউন

গত বছর ১৭ সেপ্টেম্বর এশিয়া কাপের ফাইনালে মহম্মদ সিরাজের আগুনে স্পেলের শিকার হয়েছিল শ্রীলঙ্কা। মাত্র ৫০ রানে অলআউট হয়ে গিয়েছিল লঙ্কানসরা। একাই ৬ উইকেট নিয়েছিলেন ভারতের তরুণ পেসার। (Photo Courtesy- AP)
গত বছর ১৭ সেপ্টেম্বর এশিয়া কাপের ফাইনালে মহম্মদ সিরাজের আগুনে স্পেলের শিকার হয়েছিল শ্রীলঙ্কা। মাত্র ৫০ রানে অলআউট হয়ে গিয়েছিল লঙ্কানসরা। একাই ৬ উইকেট নিয়েছিলেন ভারতের তরুণ পেসার। (Photo Courtesy- AP)
এবার নতুন বছরের প্রথম ম্যাচেই ফের একবার সিরাজের আগুনে বোলিং। তব এবার লাল বলের ক্রিকেটে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচের প্রথম দিনেই আগুন ঝরালেন সিরাজ। ১৫ রান দিয়ে ৬ উইকেট নিলেন সিরাজ। (Photo Courtesy- AP)
এবার নতুন বছরের প্রথম ম্যাচেই ফের একবার সিরাজের আগুনে বোলিং। তব এবার লাল বলের ক্রিকেটে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচের প্রথম দিনেই আগুন ঝরালেন সিরাজ। ১৫ রান দিয়ে ৬ উইকেট নিলেন সিরাজ। (Photo Courtesy- AP)
সিরাজের পেসেরে আগুনে কেপটাউন টেস্টের প্রথম সেশনেই ঝলসে গেল প্রোটিয়া ব্যাটিং লাইন। ২৩.২ ওভারে মাত্র ৫৫ রানে শেষ দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংস। ৬ উইকেট নেওয়ার পাশাপাশি অনন্য রেকর্ডও গড়ল ভারতীয় দল ও সিরাজ। (Photo Courtesy- AP)
সিরাজের পেসেরে আগুনে কেপটাউন টেস্টের প্রথম সেশনেই ঝলসে গেল প্রোটিয়া ব্যাটিং লাইন। ২৩.২ ওভারে মাত্র ৫৫ রানে শেষ দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংস। ৬ উইকেট নেওয়ার পাশাপাশি অনন্য রেকর্ডও গড়ল ভারতীয় দল ও সিরাজ। (Photo Courtesy- AP)
ভারতের টেস্ট ক্রিকেটের ইতিহাসে এক ইনিংসে সবথেকে কম রানে কোনও প্রতিপক্ষ দেশকে অলআউট করার নজির গড়ল টিম ইন্ডিয়া। সৌজন্যে মহম্মদ সিরাজ। এর আগে ২০২১ সালে মুম্বইয়ের ওয়াংখেড়েতে ৬২ রানে নিউ জ়িল্যান্ডকে শেষ করেছিল ভারত। (Photo Courtesy- AP)
ভারতের টেস্ট ক্রিকেটের ইতিহাসে এক ইনিংসে সবথেকে কম রানে কোনও প্রতিপক্ষ দেশকে অলআউট করার নজির গড়ল টিম ইন্ডিয়া। সৌজন্যে মহম্মদ সিরাজ। এর আগে ২০২১ সালে মুম্বইয়ের ওয়াংখেড়েতে ৬২ রানে নিউ জ়িল্যান্ডকে শেষ করেছিল ভারত। (Photo Courtesy- AP)
এই নিয়ে তৃতীয়বার টেস্ট ক্রিকেটে ৫ উইকেট নিলেন মহম্মদ সিরাজ। তবে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ১৫ রান ৬ উইকেট নিয়ে মহম্মদ সিরাজ এখনও পর্যন্ত টেস্ট কেরিয়ারের নিজের স্পেলটা করলেন। (Photo Courtesy- AP)
এই নিয়ে তৃতীয়বার টেস্ট ক্রিকেটে ৫ উইকেট নিলেন মহম্মদ সিরাজ। তবে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ১৫ রান ৬ উইকেট নিয়ে মহম্মদ সিরাজ এখনও পর্যন্ত টেস্ট কেরিয়ারের নিজের স্পেলটা করলেন। (Photo Courtesy- AP)
এছাড়া দক্ষিণ আফ্রিকার মাটিতে ভারতীয় হিসেবে দ্বিতীয় সেরা বোলিং ফিগারের মালিক হলেন সিরাজ। দক্ষিণ আফ্রিকার মাটিতে ভারতীয়দের মধ্যে সেরা বোলিং ফিগার রয়েছে শার্দূল ঠাকুরের।  ২০২১ সালে শার্দুল ৬১ রান দিয়ে ৭ উইকেট নিয়েছিলেন।  (Photo Courtesy- AP)
এছাড়া দক্ষিণ আফ্রিকার মাটিতে ভারতীয় হিসেবে দ্বিতীয় সেরা বোলিং ফিগারের মালিক হলেন সিরাজ। দক্ষিণ আফ্রিকার মাটিতে ভারতীয়দের মধ্যে সেরা বোলিং ফিগার রয়েছে শার্দূল ঠাকুরের। ২০২১ সালে শার্দুল ৬১ রান দিয়ে ৭ উইকেট নিয়েছিলেন। (Photo Courtesy- AP)

Siraj Salt Fight: দিল্লি-আরসিবি ম্যাচেও তুমুল ঝামেলা, সৌরভ-কোহলি হাত মেলালেও এড়ানো গেল না বিতর্ক

দিল্লি: শনিবার আরসিবি বনাম দিল্লি ক্যাপিটাসলস ম্যাচ শেষে অতীত ভুলে বিরাট কোহলি ও সৌরভ গঙ্গোপাধ্যায়ের সৌজন্যতা মন জিতে নিয়েছে সকলের। ম্যাচ শেষে একে অপরের মুখোমুখি হতে এবার আর এড়িয়ে যাননি দুই তারকা। এগিয়ে গিয়ে হাত মেলানোর পাশাপাশি বিরাট কোহলির কাঁধে হাত দিয়ে কথাও বলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। কোহলি ও সৌরভের মধ্যে বরফ গলার ইঙ্গিত মন জিতে নেয় সকলের। কিন্তু সৌরভ ও কোহলি হাত মেলালেও দিল্লি ক্যাপিটালস বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ম্যাচে ঝামেলা কিন্তু এড়ানো যায়নি।

দিল্লি আরসিবি ম্যাচ চলাকালীন ঝামেলায় জড়ান দিল্লি ক্যাপিটালসের ব্যাটার ফিল সল্ট ও আরসিবির পেসার মহম্মদ সিরাজ। দিল্লি ব্যাটিংয়ের সময় মহম্মদ সিরাজের বিরুদ্ধে আক্রমণাত্মক ব্যাটিং করেন ফিল সল্ট। একের পর এক বাউন্ডারি ও ওভার বাউন্ডারি মারতে থাকেন আরসিবির প্রধান পেসারকে। ম্যাচের পঞ্চম ওভারে ঝামেলায় জড়িয়ে পড়েন দুজন। বিশেষ করে সিরাজকে দেখায যায় সল্টের দিকে তেড়ে গিযে আঙুল তুলে কিছু বলতে। ওয়ার্নার গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। অবস্থা হাতের বাইরে চলে যাওয়ার আগেই আম্পায়াররা চলে আসেন। সিরাদ ও সল্টের ঝামেলার একাধিক ছবি ছড়িয়ে পড়ে নেট দুনিয়ায়। যদিও এই ঝামেলা টেনে নিয়ে যাননি দুইজন। ম্যাচ শেষে দেখা যায় একে অপরকে জড়িয়ে ধরে ঝামেলা মিটিয়ে নিতে।

আরও পড়ুনঃ Kohli Sourav handshakes: গম্ভীর পর্ব থেকে শিক্ষা! বরফ গলল সৌরভ-কোহলির, কী কথা হল দুই তারকার

আরও পড়ুনঃ India vs Pakistan: ভাবা যায়! ভারতে বিশ্বকাপ খেলতে আসার জন্য শর্ত দিল পাকিস্তান, চরমে বিসিসিআই-পিসিবি ‘যুদ্ধ’

প্রসঙ্গত, আরসিবি ও দিল্লি ক্যারিটালসের দ্বিতীয় পর্বের সাক্ষাতে সহজ জয় পেয়েছে ডেভিড ওয়ার্নারের দল। ম্যাচে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৮১ রান করে ব্যাঙ্গালোর। বিরাট কোহলি ৫৫ ও মাহিপাল লোমরর ৫৪ রানের ইনিংস খেলেন। ৪৫ করেন ফাফ ডুপ্লেসি। রান তাড়া তারা করতে নেমে ফিল সল্টের ৮৭ রানের ঝোড়ো ব্যাটিংয়ের সৌজন্যে ২০ বল বাকি থাকতেই ৭ উইকেটে ম্যাচ জিতে নেয় দিল্লি।

শামি – সিরাজের পেস জুটি বিশ্বকাপে দুঃস্বপ্ন দেখাবে যে কোনও দলকে! বলছেন শাস্ত্রী

মুম্বই: জসপ্রীত বুমরাহ সুস্থ হওয়ার লড়াই চালাচ্ছেন। চেষ্টা করছেন তাড়াতাড়ি ফিট হয়ে ওঠার। তার দিকে বিশেষ নজর রেখেছে বিসিসিআই। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালেও সম্ভবত খেলতে পারবেন না তিনি। বুমরাহ অন্তত যাতে দেশের মাটিতে হতে চলা বছর শেষে একদিনের বিশ্বকাপ খেলতে পারেন সেটাই লক্ষ্য বোর্ডের। তবে এই মুহূর্তে ভারতীয় ফাস্ট বোলিং বিভাগ খুব একটা দুর্বল এমন বলা যাবে না।

অভিজ্ঞ মহম্মদ শামি এবং তার দোসর মহম্মদ সিরাজ দুজনেই দায়িত্ব তুলে নিয়েছেন বিপক্ষ দলের রাতের ঘুম কেড়ে নেওয়ার। শুক্রবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মুম্বইতে সিরাজ এবং শামি যেভাবে বল করলেন তা দেখে উচ্ছ্বসিত রবি শাস্ত্রী এবং গাভাসকার। এই তো মাত্র কয়েকদিন আগের ঘটনা। আহমেদাবাদ টেস্ট ম্যাচ চলার সময় সেখানকার ভক্তরা গ্যালারি থেকে কুৎসিত আক্রমণ করেছিলেন মহম্মদ শামিকে।

আরও পড়ুন – ISL final: আজ দুই বাঙালির দিকে তাকিয়ে মোহনবাগান! প্রীতম, শুভাশিসদের বাঁচা মরার ফাইনাল গোয়ায়

তিনি একজন মুসলিম ক্রিকেটার জেনেও ইচ্ছা করে দেওয়া হয়েছিল জয় শ্রীরাম ধ্বনি। যদিও মুখে সেদিন কোনও জবাব দেননি শামি। কিন্তু তিনি যে আঘাত পাননি এমন নয়। কিন্তু সেই আঘাত বহিঃপ্রকাশ করেননি। ভেতরে আগুন হয়ে জমেছিল। আজ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে মুম্বইয়ের ওয়াংখেরে স্টেডিয়ামে জবাব দিলেন শামি।

অস্ট্রেলিয়ার ব্যাটিংয়ের মিডল অর্ডারটাই ভেঙে দিলেন শামি। জস ইংলিশ (২৬) কে বোল্ড করলেন। স্তইনিসকে স্লিপে আউট করলেন। ক্যামেরন গ্রিনকে বোল্ড করলেন স্বপ্নের একটা ডেলিভারিতে। দেশের মাটিতে সাদা বল বা লাল বলের ক্রিকেটে এখনও তিনিই সেরা পেসার বুঝিয়ে দিলেন শামি। তার এমন বোলিং দেখে উচ্ছ্বসিত হয়ে পড়লেন সুনীল গাভাসকর এবং রবি শাস্ত্রী।

সানি বলেই দিলেন শামি কেন সেরার সেরা আজ আবার দেখিয়ে দিল। অস্ট্রেলিয়ার এই ব্যাটিং লাইনআপ ধ্বংসাত্মক। কিন্তু অভিজ্ঞতা এবং নিয়ন্ত্রণ মিশিয়ে ক্যাঙ্গারু ব্রিগেডকে যেভাবে ব্যাকফুটে ঠেলে দিলেন শামি তাতে তার জাত চেনা গেল আবার। শামিকে দারুণ বল করতে দেখে অন্য প্রান্ত থেকে অস্ট্রেলিয়ার ওপর চাপ বাড়িয়ে দিলেন মহম্মদ সিরাজ।

৩ উইকেট পেলেন। শামির সিম মুভমেন্ট এতটাই ভাল ব্যাটসম্যানদের কিছুই করার থাকে না। হয়তো তিনি এক্সপ্রেস গতির বোলার নন। কিন্তু তার নিয়ন্ত্রিত বোলিং যে কোনও ব্যাটিং দলকে চাপে রাখতে যথেষ্ট। আজ ভারতের বোলিং দাপট এতটাই ছিল অস্ট্রেলিয়া ৫০ ওভার টিকতে পারল না।

৩৬ ওভারে ১৮৮ অল আউট ক্যাঙ্গারু ব্রিগেড। শামি এবং সিরাজ যেন একে অপরের পরিপূরক হয়ে উঠেছেন। একটা সফল ক্রিকেট দলে সাফল্য পেতে গেলে পেস জুটিকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হয়। ভারতের জার্সিতে সেটাই করে দেখাচ্ছেন শামি সিরাজ জুটি।

একদিনের ক্রিকেটে এখন এক নম্বর বোলার ভারতের সিরাজ! কোহলিকে পেছনে ফেললেন গিল

#মুম্বই: একদিনের ক্রিকেটে ধারাবাহিক প্রদর্শনের দৌলতে আইসিসির একদিনের বোলারদের ক্রমতালিকায় শীর্ষস্থানে এলেন মহম্মদ সিরাজ। নিউ জিল্যান্ডের ট্রেন্ট বোল্টকে সরিয়ে শীর্ষস্থান দখল করলেন সিরাজ। গতবছর ফেব্রুয়ারিতে একদিনের ক্রিকেটে ফেরেন সিরাজ। তখন থেকে ২০ ম্যাচে ৩৭ উইকেট নিয়েছেন হায়দ্রাবাদের এই প্রতিভাবান ফাস্ট বোলার।

মঙ্গলবারই আইসিসির বর্ষসেরা একদিনের দলে স্থান পেয়েছেন সিরাজ। বুধবার বোল্ট, হেজেলউডের মত বোলারদের সরিয়ে একদিনের ক্রমতালিকায় প্রথমবারের জন্য শীর্ষস্থানে চলে এলেন মহম্মদ সিরাজ। ৭২৯ রেটিং পয়েন্ট পেয়েছেন সিরাজ। দ্বিতীয় স্থানে থাকা হেজেলউডের থেকে ২ পয়েন্ট বেশি পেয়েছেন ২৮ বছর বয়সী ভারতের এই পেস বোলার।

আরও পড়ুন – অবিকল যেন মেসির ঝলক পায়ে, তরুণ আর্জেন্টাইন প্রতিভায় মুগ্ধ বার্সেলোনার কিংবদন্তিরা

সম্প্রতি শ্রীলঙ্কার বিরুদ্ধে একদিনের সিরিজে সর্বোচ্চ উইকেট সংগ্রাহক ছিলেন তিনি। ৩ ম্যাচে  ৯ উইকেট নিয়েছেন সিরাজ। নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচেই ৪ উইকেট নেন সিরাজ। দলের অধিনায়ক রোহিত শর্মা,বোলিং কোচ পরশ মামব্রে সিরাজের বোলিং এর ভূয়সী প্রশংসা করেছেন। একদিনের কেরিয়ারে এখনো পর্যন্ত ২১ টি ম্যাচ খেলেছেন সিরাজ,নিয়েছেন ৩৮ উইকেট।

দলের প্রধান বোলার যশপ্রীত বুমরাহর অনুপস্থিতে দারুনভাবে দলের বোলিং ব্রিগেডকে নেতৃত্ব দিচ্ছেন সিরাজ। উল্কার গতিতে উত্থান তরুণ ব্যাটার শুভমন গিলের। ব্যাটারদের আইসিসির ক্রমতালিকায় তারকা ব্যাটার বিরাট কোহলিরও উপরে উঠে এলেন শুভমন গিল। সম্প্রতি নিউ জিল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজে একটি দ্বিশতরান ও একটি শতরান করেছেন শুভমন গিল।

আইসিসির একদিনের ব্যাটারদের ক্রমতালিকায় ২০ ধাপ এগিয়ে বর্তমানে ষষ্ঠ স্থানে পাঞ্জাবের এই প্রতিভাবান ব্যাটার।  বিরাট কোহলি বর্তমানে সপ্তম স্থানে রয়েছেন। ভারতের অধিনায়ক রোহিত শর্মা রয়েছেন বিরাট কোহলির ঠিক পরে, অষ্টম স্থানে।

একদিনের ক্রিকেটে এখনো পর্যন্ত ২১ টি ম্যাচ খেলেছেন শুভমন গিল, প্রায় ৭৪ এর ব্যাটিং গড়ে ১ হাজার ২৫৪ রান করেছেন। নিউজিল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজে তার অনবদ্য পারফরম্যান্স দিয়ে তার জাত চিনিয়ে দিয়েছেন শুভমন। ভারতীয় দলের কোচ রাহুল দ্রাবিড়, অধিনায়ক রোহিত শর্মা, বিরাট কোহলি শুভমনের ব্যাটিং এর বাহবা জানিয়ে বলেছেন, আগামী দিনের তারকা শুভমন।

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বুমরাহর পরিবর্তে দলে সিরাজ, হোয়াইটওয়াশ লক্ষ্য ভারতের

#গুয়াহাটি: ভারতের জার্সিতে অস্ট্রেলিয়ার মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপে দেখা যাবে না জসপ্রীত বুমরাহকে। ভারতীয় ক্রিকেটের জন্য এটা কত বড় ধাক্কা আলাদা করে বলার প্রয়োজন নেই। কারণ দলের প্রধান স্ট্রাইক বোলার হিসেবে ধরা হচ্ছিল বুমরাহকে। ডেথ ওভারে তার ক্ষমতা ভারতের সম্পদ। কিন্তু সেটাই পাবে না ভারত।

তবে আপাতত টিম ইন্ডিয়ার লক্ষ্য দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বাকি দুটি টি-টোয়েন্টি ম্যাচ জেতা। হোয়াইটওয়াশ করে সিরিজ জয়ের লক্ষ্যে ভারত। বুমরাহর পরিবর্তে দলে নেওয়া হয়েছে মহম্মদ সিরাজকে। এই দুটি ম্যাচের জন্য। তবে বিশ্বকাপে শামি অথবা দীপক চাহারের মধ্যে একজনকে বেছে নিতে হবে।

সিরাজ আজ পর্যন্ত ভারতের জার্সিতে পাঁচটি টি-টোয়েন্টি খেলেছেন। নিয়েছেন পাঁচটি উইকেট। ভারতের জার্সিতে শেষ টি-টোয়েন্টি খেলেছিলেন ফেব্রুয়ারিতে। তবে বিশ্বকাপে শামি নয়, কিছুটা এগিয়ে রয়েছেন দীপক চাহার। শুরুর দিকে বল সুইং করানোর ক্ষমতা এবং প্রয়োজনে ব্যাট হাতে রান করার ক্ষমতা তাকে এই সুবিধা দিচ্ছে।

অস্ট্রেলিয়ার মাটিতে শামির থেকে বেশি কার্যকরী হওয়ার সম্ভাবনা দীপকের। তবে একটি ম্যানেজমেন্ট চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করেনি। অভিজ্ঞতার জন্য শেষ মুহূর্তে যদি শামিকে দলে নেওয়া হয় তাহলে অবাক হওয়ার কিছু থাকবে না। গুয়াহাটির মাঠে শনিবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টি-টোয়েন্টি খেলবে ভারত। প্রথম ম্যাচে উড়ে যাওয়ার পর এই ম্যাচে জোরদার কাম ব্যাকের চেষ্টায় থাকবে আফ্রিকান সিংহরা।

Ind vs Eng: ‘পোলা তো নয় আগুনের গোলা’, মহম্মদ সিরাজের পাতা ফাঁদা বধ রুট, ভাইরাল ভিডিও

#বার্মিংহ্যাম: ভারত বনাম ইংল্যান্ডের (Ind vs Eng)  মধ্যে খেলা ভারত বনাম ইংল্যান্ড পঞ্চম টেস্টের শুরু হয়ে গেছে৷ বার্মিংহ্যাম টেস্টের প্রথম দিনের প্রথম সেশনের কথা ছেড়ে দিলে ভারতীয় ক্রিকেট দল এখনও অবধি অ্যাডভানটেজ পজিশনে রয়েছে৷ ভারতের প্রথম ইনিংসে করা ৪১৬ রানের জবাবে ইংলিশ দলের প্রথম ইনিংস এখন ৫ উইকেটে ৮৪ রান এই অবস্থায় দাঁড়িয়ে রয়েছে৷ তারা ম্যাচে ফেরার জন্য কড়া লড়াই করছে৷

ইংল্যান্ড দল দ্বিতীয় দিনের সবচেয়ে বড় ঝটকা লাগে জো রুটের আউটে৷ ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক এবং বর্তমানের সবচেয়ে বড় ভরসাযোগ্য ব্যাটসম্যান৷ আসলে জো রুট ময়দানে ভারতীয় বোলারদের সামলেই ফেস করছিলেন৷ কিন্তু ভারতীয় বোলারদের ২৩ তম ওভারে মহম্মদ সিরাজ (Mohammed Siraj) বল করতে আসেন৷ তাঁর ওভারে একের পর আগুনে বোলিংয়ে তিনি আর ধৈর্য্য ধরে রাখতে পারেননি৷ ২৩ ওভারের শেষ বলটি  হালকা শর্টপিচ ছিল৷ সেই বলে শট খেলতে গিয়ে বল ও ব্যাটের মধ্যে সোজাসুজি সম্পর্ক হয়নি আর সেখানেই ভুল শট খেলে আউট হয়ে যান জো রুট৷

আরও পড়ুন – Healthy Lifestyle: শুধু স্তনেই আটকে নাকি, নারী শরীরের ‘এই’ অংশটি গভীর রহস্যময়, প্রেমের শুরু এখানেই

দেখে নিন মহম্মদ সিরাজের বুদ্ধিমান বোলিংয়ের ভাইরাল ভিডিও

জো রুট নিজের প্রথম ইনিংসে ৩১ রান করতে পারেন৷ এই সময়ে তিনি ৬৭ বল খেলে ৪ টি চার মারেন৷ জো রুট যখন আউট হন তখন ২৩ ওভারের শেষে ইংল্যান্ডের স্কোর ৪ উইকেটে ৭৮ রান ছিল৷

আরও পড়ুন – Ind vs Eng: ফোলা ফোলা গাল, আধো আধো উচ্চারণ, বুমরাহের নাম নিয়ে গ্যালারিতে খুদের চিৎকার, ভাইরাল ভিডিও

সিরাজের পারফরম্যান্সের কথা বললে তাঁর দ্বিতীয় দিনের শেষে তিন ওভার বল করেছিলেন৷ এইটুকু বোলিংয়ের মধ্যেই তিনি পাঁচ রান মাত্র দেন৷ আর মহা গুরুত্বপূর্ণ জো রুটের উইকেটটি তুলে নেন৷

সিরাজ এখনও অবধি ভারতের আরও দুই বোলার উইকেট পেয়েছেন৷ একজন হলেন এই টেস্টে ভারতের অধিনায়ক জসপ্রীত বুমরাহ৷ অন্যজন মহম্মদ শামি৷ বুমরাহ দলের হয়ে এখনও অবধি সর্বাধিক ৩ টি উইকেট নিয়েছেন আর মহম্মদ শামি এক উইকেট নিয়েছেন৷

Ind vs WI: ইডেন গার্ডেন্সের নেটে ভুবি ও সিরাজের ধুন্ধুমার, ভিডিও শেয়ার করে দুই বোলারের কাণ্ড দেখাল বিসিসিআই

#কলকাতা:  রোহিত শর্মার অধিনায়কত্বে টিম ইন্ডিয়া ভারত বনাম ওয়েস্টইন্ডিজ (Ind vs WI) টি টোয়েন্টি সিরিজের জন্য প্রস্তুত হচ্ছে৷ ভারত বনাম ওয়েস্টইন্ডিজ  (India vs West Indies) ৩ টি একদিনের ম্যাচের সিরিজ ভারত ৩-০ জিতে নিয়েছে৷  কিন্তু  রোহিতের পয়া ইডেন গার্ডেন্সে (Eden Gardenrs) প্রথম অধিনায়ক হিসেবে সিরিজ শুরু৷ টি টোয়েন্টি সিরিজেও (T20) একইরকম আগ্রাসী টিম ইন্ডিয়া (Indian Cricket Team)৷ এই বছরেই রয়েছে টি টোয়েন্টি বিশ্বকাপ তার আগে এই টি টোয়েন্টি ম্যাচগুলিকে একেবারে টি টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে দেখছে টিম ইন্ডিয়া (Indian Cricket Team)৷

টি টোয়েন্টি এই ম্যাচের আগে ভারতীয় পেসাররা একেবারে আগুন ঝরানোর প্রস্তুতি সেরে নিলেন ইডেন গার্ডেন্সের নেটে৷ পেসার মহম্ম সিরাজ (Mohammed Siraj) এবং ভুবনেশ্বর কুমার (Bhuvneshwar Kumar) মঙ্গলবার ফ্লাডলাইটে ইয়র্কার বল অনুশীলন করছিলেন৷ এই সিরিজ তাঁদের জন্য খুবই গুরুত্বপূর্ণ৷ কারণ এই বছরেই রয়েছে টি টোয়েন্টি বিশ্বকাপ  (T20 World Cup 2022) হচ্ছে৷ গতবার টি টোয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup) লিগ পর্ব থেকে ছিটকে গিয়েছিল টিম ইন্ডিয়া (Indian Cricket Team) ৷

আরও পড়ুন – Bappi Lahiri Passes Away: অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনেয়ায় মৃত্যু হল বাপ্পি লাহিড়ির, কি সেই রোগ

বিসিসিআই (BCCI) মহম্মদ শামি ও ভুবনেশ্বর কুমারের বোলিংয়ের এক ভিডিও পোস্ট করেছেন৷ সোশ্যাল মিডিয়ায় দুই বোলারের বোলিংকে একে অপরের বিরুদ্ধে ধার শানানো হিসেবে দেখছেন নেটিজেনরা৷ যেন একে অপরকে টেক্কা দিতে দুই ক্রিকেটাররা নেট বোলিংয়ে নেমেছেন৷ দেখে নিন সেই ভিডিও৷

দুই বোলারই একাধিকবার উইকেট ছিটকে দিলেন দেখা যাচ্ছে এই ভিডিওতে৷ ভারতীয় দলের টি টোয়েন্টিতে ওয়েস্টইন্ডিজের বিরুদ্ধে ভাল রেকর্ড৷ কায়রন পোলার্ডের নেতৃত্বাধীন ক্যারিবিয়ান দল আজও সেরকম ধারায় বজায় রাখছে৷ এদিকে চোটের কারণে কায়রণ পোলার্ড একদিনের সিরিজে শেষদুটি ম্যাচে খেলতে পারেননি৷

আরও পড়ুন –Bappi Lahiri Passes Away: ‘ইয়াদ আ রাহা হ্যায় তেরা প্যায়ার’ ডিস্কো ডান্সার থেকে বাগি ৩- বাপ্পি লাহিড়ির ফেমাস হিট

এদিকে কায়রন পোলার্ড জানিয়েছেন তাঁরা টি টোয়েন্টি সিরিজকে খুবই গুরুত্ব দিচ্ছেন৷ তাই এই সিরিজ জিতে তাঁর ভারত থেকে ফিরতে চান৷ কারণ তাঁদেরও সামনেই টি টোয়েন্টি বিশ্বকাপ রয়েছে৷ ক্যারিবিয়ান ব্রিগেডও টি টোয়েন্টি বিশ্বকাপের প্রস্ততি হিসেবে ভারত বনাম ওয়েস্টইন্ডিজ টি টোয়েন্টি সিরিজকে দেখছে৷

Ind vs NZ: ব্যাটসম্যানের জোরালো শট আটকাতে বাড়িয় দিলেন নিজের হাত, আঙুল থেকে টপটপ রক্ত,Mohammed Siraj-র Viral Video

#কলকাতা: ভারত বনাম নিউজিল্যান্ড  (Ind vs NZ) ম্যাচ ঘিরে ভালোই উন্মাদনা চড়ছে৷ নতুন অধিনায়ক রোহিত শর্মা ও নতুন কোচ রাহুল দ্রাবিড় কম্বিনেশনে প্রথম টি টোয়েন্টি ম্যাচেই জয় পেয়েছে ভারত, তারমধ্যে প্রায় ২ বছর বন্ধ থাকার পর এই ম্যাচে মাঠে দর্শক প্রবেশের অনুমতি দিয়েছে রাজ্য সরকারগুলি৷ এদিকে এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় কুর্নিশ জানানো হচ্ছে মহম্মদ সিরাজকে  (Mohammed Siraj) ৷ প্রথম টি টোয়েন্টিতে  (T20) তিনি যা করেছেন তা এখন ভাইরাল ভিডিও (Viral Video)৷

আসলে মহম্মদ সিরাজ (Mohammed Siraj)  নিউজিল্যান্ডের বিরুদ্ধে শেষ  ওভারে বল করতে গিয়ে চোট পান৷ ব্যাটসম্যানের শট তার হাতে সজোরে লাগে এবং আঙুল দিয়ে রক্ত বেরিয়ে যায়৷ সিরাজ ফিজিওকে মাঠে ডেকে নেন, হাতে ব্যান্ডেজ করে বোলিং করেন৷ শেষ ওভারে দারুণ বোলিং করে তিনি মাত্র ৭ রান দেন এবং ১ টি উইকেটও নেন৷

যখন ফিল্ডিং করতে গিয়ে হাতে সজোরে লাগে এবং এতটাই জোর ছিল যে সঙ্গে সঙ্গে পেসারের হাতের আঙুল থেকে হু হু করে রক্ত পড়া শুরু হয়ে যায়৷ দেখে নিন সেই মুহূর্তের ভিডিও৷ যা এখন ভাইরাল ভিডিও  (Viral Video) ৷

এদিকে এরপরেও তিনি বোলিং করতে আসায় সকলেই তাঁর খেলোয়াড়ি মানসিকতার প্রশংসা করছেন৷

আরও পড়ুন – Crore Rupees: রিকশাচালককে ১ কোটি টাকার সম্পত্তি শুধু শুধুই দিয়ে দিলেন বৃদ্ধা

এছাড়াও অবশ্য তাঁর একটি ভিডিও ভাইরাল হয়েছে৷

আরও পড়ুন – Virat and Anushka: সবুজ বিকিনিতে উঁকি মারছে বউ অনুষ্কার ক্লিভেজ, স্বামী বিরাট দিলেন প্রতিক্রিয়া

রোহিত শর্মা (Rohit Sharma) এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল৷ সরকারিভাবে অধিনায়ক হিসেবে দায়িত্ব নেওয়ার পর নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজে প্রথম ম্যাচে জয়ের জন্য নয়৷ কারণটা একেবারে অন্য, ভারত বনাম নিউজিল্যান্ড (Ind vs NZ) প্রথম টি টোয়েন্টি ম্যাচে কাণ্ড ঘটিয়েছেন রোহিত শর্মা (Rohit Sharma)৷ ডাগআউটে যখন অধিনায়ক দলের সতীর্থদের সঙ্গে বসেছিলেন তখন নিজেরই সতীর্থ মহম্মদ সিরাজকে (Mohammed Siraj) চড় মেরে বসেন৷ সোশ্যাল মিডিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া সেই ভিডিও এখন ভাইরাল ভিডিও (Viral Video) ৷ ভিডিওতে কী দেখা যাচ্ছে? দেখে নিন৷

এই ভিডিও তখনকার যখন ভারতীয় ক্রিকেট দল নিউজিল্যান্ডের ১৬৫ রান তাড়া করছিল৷ ভারতীয় ক্রিকেটাররা উইকেটে ব্যাট করছিলেন৷ ডাগআউটে বসেছিলেন নবনিযুক্ত অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma), নতুন কোচ রাহুল দ্রাবিড়৷ এই সময়েই মহম্মদ সিরাজকে চড় মারেন রোহিত শর্মা৷ আর সেটা সম্প্রচারকারী টিভি সংস্থার ক্যামেরায় রেকর্ড হয়ে যায়৷

Lords Day 3: একা কুম্ভ রুট, সিরাজ, ইশান্তের দুরন্ত স্পেলে আশা ভারতের

ভারত -৩৬৪
ইংল্যান্ড – ৩৯১
ইংল্যান্ডে এগিয়ে ২৭ রানে

#লন্ডন: লর্ডস টেস্টের তৃতীয় দিন রইল ইংল্যান্ডের নামে। আরো ভাল করে বললে জো রুটের নামে। এদিন ক্রিকেটের মক্কায় ইংলিশ অধিনায়ক দেখালেন কেন টেস্ট ক্রিকেটের এই মুহূর্তে অন্যতম সেরা ব্যাটসম্যান তিনি। ধৈর্য ধরলেন, ভিত তৈরি করলেন, লম্বা ইনিংস খেললেন। প্রথম থেকে উইকেটে যেন একা কুম্ভ হয়ে দাঁড়িয়ে গেলেন। নিখুঁত ব্যাটিং। ভারতীয় বোলারদের পরিশ্রান্ত করে ছাড়লেন। বার্নস এবং জনি বেয়ারস্টো ছাড়া ইংলিশ অধিনায়ককে সেভাবে কেউ সমর্থন করতে পারেনি।

একদিক থেকে যখন মহম্মদ সিরাজ এবং ইশান্ত শর্মা উইকেট নিচ্ছেন, তখন অন্যদিকে রুট একটা দেওয়াল হয়ে দাঁড়িয়ে গেলেন। শেষ পর্যন্ত অ্যান্ডারসন দিনের শেষ বলে বোল্ড হলেন। শামি নিলেন উইকেট। তবে গুরুত্বপূর্ণ সময় ভারতকে ম্যাচে ফেরান ইশান্ত। পরপর দুটো বলে আউট করেন মইন আলি এবং স্যাম কারানকে। তিনি নিলেন ৩ উইকেট। সিরাজ নিলেন ৪ উইকেট। এই দুই ভারতীয় ফাস্ট বোলার নিজের সর্বস্ব উজাড় করে দিয়েছেন।

শামি নিলেন দুই উইকেট। রুটের অসম্ভব লড়াইয়ের জন্য ইংল্যান্ড এগিয়ে রইল ২৭ রানে। রুট অপরাজিত রইলেন ১৮০ রানে। কোনো ওভার বাউন্ডারি নেই। বাউন্ডারি মেরেছেন ১৮টি। নটিংহামের পর আবার শতরান করে ইংলিশ অধিনায়ক বুঝিয়ে দিলেন জীবনের সেরা ছন্দে আছেন। দ্বিতীয় দিন যে ভুল করেছিল ভারত, তৃতীয় দিন সকাল থেকে সেই ভুল করল না ইংল্যান্ড।

কে এল রাহুল, রাহানে তাড়াতাড়ি ফিরে গিয়ে যেমন ভারতের রান যতটা ওঠার কথা ছিল, ততটা ওঠেনি, শনিবার সকাল থেকে জো রুট এবং জনি বেয়ারস্টো সাবধানে খেলা শুরু করলেন। বলের মেরিট অনুযায়ী খেলা, প্রয়োজনে খারাপ বল মাঠের বাইরে পাঠালেন। অধিনায়ক রুট দুর্দান্ত ডিফেন্স এবং কাউন্টার অ্যাটাক খেলা তুলে ধরলেন। শামি, সিরাজ, বুমরা, জাদেজাদের বিরুদ্ধে দুর্দান্ত ফুটওয়ার্ক দেখানোর পাশাপাশি, ব্যাটের মাঝখান দিয়ে খেললেন। জনি বেয়ারস্টো বুদ্ধি করে স্ট্রাইক রোটেট করলেন। অফ স্টাম্পের বাইরের বল ছেড়ে দিলেন।

এদিন সকাল থেকে রোদ্দুর ওঠায়, কিছুটা সুবিধা হচ্ছিল ব্যাটসম্যানদের। শর্ট বল করে বিশেষ সুবিধা করতে পারলেন না ভারতীয় পেসাররা। দেখতে দেখতে চতুর্থ উইকেটে ১০০ রানের পার্টনারশিপ গড়ে তুললেন রুট এবং জনি। দেখে মনে হচ্ছে তৃতীয় দিনে বোলারদের জন্য পিচে বিশেষ সাহায্য নেই। বিপক্ষ ব্যাটসম্যানরা কখন ভুল করেন, সেদিকে তাকিয়ে থাকতে হচ্ছিল ভারতকে। কিন্তু এরপর ভারতীয় বোলাররা ম্যাচে ফেরার জায়গা বানিয়ে দেন। এখন দেখার চতুর্থ দিন সকালে দ্বিতীয় ইনিংসে ভারতীয় ব্যাটসম্যানরা কোন মানসিকতা নিয়ে নামেন।