IPL 2021, KKR vs DC: নীতিশ রানার ব্যাটে ভর করে দিল্লিকে ৩ উইকেটে হারাল কেকেআর

দিল্লি ক্যাপিটালস: ১২৭/৯ (২০ ওভার)

কলকাতা নাইট রাইডার্স: ১৩০/৭ (১৮.২ ওভার)

৩ উইকেটে জয়ী কেকেআর

শারজা: চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে গত ম্যাচে হারতে হয়েছে ৷ মঙ্গলবার শারজায় তাই যে কোনও মূ্ল্যে ম্যাচ জিততেই হত নাইটদের ৷ টার্গেট ছিল ১২৮ রানের ৷ কিন্তু তা করতেই হিমশিম খেতে হল কেকেআর (KKR) ব্যাটসম্যানদের ৷ জয়ের জন্য সহজ টাস্ক নিজেরাই একসময় কঠিন করে ফেলেছিলেন নাইটরা ৷ শেষপর্যন্ত নীতিশ রানার (Nitish Rana) ব্যাটে ভর করে ১০ বল বাকি থাকতেই দিল্লি ক্যাপিটালসকে ৩ উইকেটে হারাল কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders vs Delhi Capitals) ৷

চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ম্যাচে হ্যামস্ট্রিংয়ে চোট পেয়ে আন্দ্রে রাসেলের মাঠ ছাড়ার দৃশ্য কেকেআর সমর্থকদের মনে উদ্বেগ তৈরি করেছিল। প্লে-অফের দৌড়ে নিরাপদে টিকে থাকার জন্য শেষ চার ম্যাচের প্রত্যেকটিতে জিততে হবে কলকাতা নাইট রাইডার্সকে। এই অঙ্কেই মঙ্গলবার মাঠে নেমেছিল মর্গ্যান ব্রিগেড ৷ টস জিতে প্রথমে ফিল্ডিং নিতে এবার আর ভুল করেননি কেকেআর অধিনায়ক অইন মর্গ্যান ৷

প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে মাত্র ১২৭ রানই করতে পেরেছিল দিল্লি ৷ ফার্গুসন, বরুণ চক্রবর্তী এবং নারিনদের আঁটোসাঁটো বোলিংয়ের জন্য বিশেষ সুবিধা করে উঠতে পারেননি দিল্লির ব্যাটসম্যানরা ৷ ২ ওভারে ১০ রান দিয়ে ২ উইকেট নেন ফার্গুসন ৷ পাশাপাশি সুনীল নারিন ২টি এবং ভেঙ্কটেশ আইয়ারের ঝুলিতেও এদিন ২টি করে উইকেট ৷

টার্গেট খুব একটা বড় না হলেও শারজার স্লো উইকেটে ব্যাট করতে নেমে একসময়ে সমস্যায় পড়েছিল কেকেআরও ৷ ইনিংসের মাঝামাঝি সময়ে পরপর বেশ কয়েকটি উইকেট হারিয়ে নিজেদের কাজটাই কঠিন করে তুলেছিলেন নাইটরা ৷ শেষপর্যন্ত দলকে জেতাতে সফল নীতিশ রানা ৷ ২৭ বলে ৩৬ রান করে শেষপর্যন্ত অপরাজিত থেকে যান তিনি ৷ উইনিং বাউন্ডারিটাও আসে তাঁর ব্যাট থেকেই ৷ রানাকে যোগ্য সঙ্গত দেন সুনীল নারিন ৷ সাত নম্বরে ব্যাট করতে নেমে চালিয়ে খেলে মাত্র ১০ বলে ২১ রান করেন তিনি ৷ মেরেছেন ১টি চার এবং ২টি ছক্কা ৷ এই জয়ের পর এখন লিগ টেবলে চার নম্বরে নাইটরা ৷ ১১ ম্যাচ খেলে তাদের সংগ্রহ ১০ পয়েন্ট ৷ নেট রানরেটও (+০.৩৬৩) আপাতত তাদের যথেষ্ট ভালো ৷ ফলে প্লে অফে ওঠার দারুণ সম্ভাবনা রয়েছে কলকাতা নাইট রাইডার্সের ৷