Tag Archives: IPL 2021

IPL 2021Final: স্বামীর দল জিততেই দৌড়ে এসে স্বামী Dhoni-র বুকে ঝাঁপিয়ে পড়লেন সাক্ষী, Viral Video

#নয়াদিল্লি : আইপিএল ২০২১(IPL 2021) ফাইনালে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ২৭ রানে ম্যাচ জিতে চতুর্থবার আইপিএল খেতাব নিজেদের পকেটে পুরলেন চেন্নাই সুপার কিংসের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni)৷ কেকেআর বনাম সিএসকে ম্যাচের পর মহেন্দ্র সিং ধোনির স্ত্রী সাক্ষী (Sakshi Dhoni) মাঠের মধ্যেই যা করলেন তা কোনও বলিউড সিনেমার চেয়ে কম নয়৷ স্বাভাবিক ভাবেই আইপিএল ২০২১ ফাইনালের (IPL 2021 Final) পর তা এখন ভাইরাল ভিডিও (Viral Video)৷

আরও পড়ুন – PHOTOS: রেট্রো লুকে ঠিক যেন Sridevi-র ছায়া, স্মৃতি উসকে দিলেন মেয়ে Janhvi, ফটো Viral

আইপিএল ২০২১ ফাইনালে (IPL 2021 Final) কেকেআর বনাম ম্যাচে  প্রথমে ব্যাট করেমহেন্দ্র সিং ধোনির  (MS Dhoni)  চেন্নাই কেকেআরকে ১৯৩ রানের লক্ষ্য দিয়েছিল৷ সেই রান তাড়া করতে নেমে নাইটরা ২০ ওভারে ৯ উইকেটে ১৬৫ রানই করতে পারে৷ ফলে ২৭ রানে আইপিএল ফাইনাল জিতে যায় ধোনির  (MS Dhoni)  দল৷ গত মরশুমে আইপিএল ইতিহাসের সবচেয়ে খারাপ পারফরম্যান্স ছিল সিএসকে-র সেখান থেকে এবার চ্যাম্পিয়ন হওয়ায় সকলেই একেবারে মজেছেন মাহি ম্যাজিকে৷ ব্যতিক্রম নন সাক্ষী ধোনিও (Sakshi Dhoni) ৷ তিনি এদিনের ম্যাচ জয়ের পর মাঠে ঢুকে একেবারে স্বামীর বক্ষলগ্না হন৷ অন্যদিকে খুদে জিভাও মাঠেই বাবাকে জড়িয়ে ধরে আদরে ভরিয়ে দেয়৷ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই ভিডিও  (Viral Video) ৷  দেখে নিন সেই ভাইরাল ভিডিও৷

অনেক বছর বাদে ফের আইপিএল চ্যাম্পিয়ন ফলে প্রত্যেক খেলোয়াড় ও তাঁদের পরিবারও দারুণ খুশির এই মুহূর্তের আনন্দ ভাগ করে নিচ্ছিল৷ প্রথমে ক্রিকেটাররা আইপিএল ২০২১ ফাইনাল জেতার পর আনন্দে মাতেন আবার কিছুক্ষণের মধ্যেই তাঁরা পরিবার নিয়ে মাঠেই আনন্দে মাতেন৷ মা সাক্ষীর মতো জিভাও তাঁর বাবাকে মাঠেই জড়িয়ে ধরেন৷ সবাই মিলেই মাতেন আনন্দে৷

আরও  পড়ুন – Mithun Chakravarty-র ছেলের বউয়ের রূপে বুঁদ বলিউড, Transparent পোশাকে Madalsa-র Bold ছবি সুপার ভাইরাল

এবারের আইপিএলে বেশিরভাগ ম্যাচেই মাঠে হাজির ছিলেন মহেন্দ্র সিং ধোনির স্ত্রী সাক্ষী ও  মেয়ে জিভা৷ এর আগেও জিভার আবেগের ভিডিও ভাইরাল হয়েছে৷ নতুন এই ভিডিও তে একেবারে নিখাদ আবেগ ছড়িয়ে যাচ্ছে৷

দিল্লি ক্যাপিটাল্সের বিরুদ্ধে ম্যাচে গ্যালারিতে জিভা ধোনিকে বাবার দলের সাফল্যের মঙ্গল কামনায় প্রার্থণা করতে দেখা গিয়েছিল৷ এইবার নিয়ে মহেন্দ্র সিং ধোনি চতুর্থ বার আইপিএল খেতাব জিতলেন৷

IPL 2021: দিল্লিকে দুরমুশ করল নাইটরা, KKR এবার IPL Final-এ, প্রতিপক্ষ CSK

#শারজা: সপ্তমবারের স্বপ্নপূরণ৷ আইপিএল ২০২১ (IPL 2021) কেকেআর বনাম দিল্লি ক্যাপিটাল্স (KKR vs DC)  প্লে অফ (Playoff) ম্যাচে দিল্লিকে হারিয়ে  আইপিএল ফাইনালে (IPL Final) পৌঁছে গেল কেকেআরের (KKR ) ৷  জয়ের জন্য প্রয়োজন ছিল মাত্র ১৩৬ রান, আর সেই অল্প রানের লক্ষ্য তাড়া করতে নেমে একেবারে হিসেবনিকেশ করে খেলল নাইটরা৷ তবে শেষে আবার দিল্লি একটা মরিয়া কামড় দেয় দিল্লি৷ কিন্তু একদম শেষ বলের আগের বলে ছক্কা হাঁকিয়ে দলের জয় নিশ্চিত করে দেন রাহুল ত্রিপাঠী৷ ১৯.৫ বলে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় কেকেআর৷ তারা ম্যাচ জেতে তিন উইকেটে৷

থিঙ্ক ট্যাঙ্কের নির্দেশে শুভমান গিল এই মুহূর্তে স্ট্রাইক রোটেশনের দায়িত্বে অন্যদিকে ধামাকা করতে থাকেন তরুণ ভেঙ্কটেশ আইয়ার৷ এদিনও সেই স্ট্র্যাটেজিতেই বাজিমাত নাইটদের৷ এদিন মাত্র ৪১ বলে ৫৫ রানের এক দুরন্ত ইনিংস খেলেন৷ তাঁর ইনিংস সাজানো ৪ টি চার ও ৩ টি ছয় দিয়ে৷

অন্যদিকে শুভমান নিজের স্ট্রাইক রোটেশনের কাজ সফলভাবে চালিয়ে যাচ্ছিলেন৷ প্রথম প্লে অফে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে হারের পর দিল্ল এদিনও ছিল হতশ্রী৷ ব্যাটে একেবারে গড়পড়তা পারফরম্যান্সের পর বল হাতেও নিষ্প্রভ ছিলেন দিল্লি বোলাররা৷ হঠাৎই দুই সেট ব্যাটসম্যান আউট হয়ে যেতে বদলে যায় গোটা ম্যাচের রঙ৷

আইয়ারকে আউট করেন রাবাদা৷  নোৎর্জের বলে ১২ বলে ১৩ রানে নীতিশ রানা আউট হন৷ শুভমান গিল ৪৬ বলে ৪৬ রান করেন৷ তাঁকে আউট করেন আবেশ খান৷ তবে হঠাৎ করেই সেট ব্যাটসম্যানরা আউট হয়ে যাওয়ায় রাবাদার এক ওভারে দীনেশ কার্তিককে হারানো ও রাহুল ত্রিপাঠির না খেলতে পারায় তৈরি হয় চাপ৷ ইয়ন মর্গ্যান ৩ বলে ০ রান করে আউট হয়ে যান৷ শাকিব আউট হয়ে যায় ০ রানে৷ সুনীল নারিন প্রথম বলেই ০রানে ক্যাচ আউট হয়ে যান৷ অশ্বিন শেষ ওভারে একেবারে তুখোড় বোলিং করে প্রায় কেকেআরের মুখ থেকে ম্যাচ ছিনিয়ে নিয়ে যাচ্ছিলেন৷ কিন্তু মাত্র এক বল বাকি থাকতে জয় নিশ্চিত করে দেন রাহুল ত্রিপাঠি৷ তিনি মারেন একটি ছয়৷

আরও পড়ুন- IPL 2020: Delhi Capitals-র Rishabh Pant কে প্রকাশ্যে ‘এই’ কথা লিখলেন Urvashi Rautela, তারপর…

এদিকে আইপিএলের (IPL 2021)  দ্বিতীয় কোয়ালিফায়ারে টসে হেরে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৫ উইকেট  হারিয়ে ১৩৫ রান তুলল ঋষভ পন্থের দিল্লি ক্যাপিটাল্স৷ কেকেআর বনাম দিল্লি ক্যাপিটাল্স (KKR vs DC) ম্যাচের প্রথম ইনিংসে (1st Innings) সেভাবে শানদার ব্যাটিং করতে ব্যর্থ দিল্লি৷ দলের হয়ে সর্বোচ্চ রান শিখর ধাওয়ানের ৩৬৷

আরও পড়ুন- Hasin Jahan: কখনও পুলে শরীর ডুবিয়ে, কখনও আবার পুলের ধারে লাস্যময়ী, Viral সব Photos

এদিন শুরু থেকেই দাগ কাটতে ব্যর্থ দিল্লি ক্যাপিটাল্স৷ দলের ৩২ রানে প্রথম উইকেট হিসেবে পৃথ্বী শ-কে হারায় দিল্লি৷ উইকেট নেন বরুণ অ্যারন৷ এরপর শ্রেয়স আইয়ার দলের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ৩০ রান করেন৷ ফ্লপ ঋষভ পন্থ৷ তিনি করেন ৬ রান৷ হেটমেয়ার ১০ বলে ১৭ রান করলেও সেভাবে বড় রান করতে পারেননি৷ কেকেআরের হয়ে বরুণ চক্রবর্তী ২ টি, লকি ফার্গুসন ও শিভম মাভি একটি করে উইকেট নেন৷

আইপিএল ২০২১এ  (IPL 2021) এলিমিনেটরের কাঁটা পেরোনোর পর কেকেআরের সামনে এবার কোয়ালিফায়ার প্লেঅফ (Playoff)৷ কেকেআর বনাম দিল্লি ক্যাপিটাল্স  (KKR vs DC)  ম্যাচে দুই দলের প্লেয়িং ইলেভেন (Playing 11) দেখে নিন এক নজরে৷

বুধবার দুর্গা মহাষ্টমীর দিন কেকেআর বনাম দিল্লি ক্যাপিটাল্সের (KKR vs DC) আইপিএল ২০২১ (IPL 2021)-র দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে প্লে অফ (Playoff) টসে (Toss Update) জিতে কেকেআর ফিল্ডিংয়ের  সিদ্ধান্ত নিল  ৷আইপিএলের ইতিহাস বলছে, এখনও পর্যন্ত ৬বার প্লেঅফে (Playoff) খেলেছে কলকাতা নাইট রাইডার্স (KKR)। তার মধ্যে ২বার চ্যাম্পিয়ন হয়েছে নাইটরা। তবে বাকি ৪ বার স্বপ্নভঙ্গ। ১৩ বছরের আইপিএল-এর ইতিহাসে নাইটরা দুবার চ্যাম্পিয়ন। আরও একবার কাপ ছুঁয়ে দেখার সুযোগ ইয়ন মর্গ্যানের দলের সামনে।

IPL 2021: KKR vs DC Playoff: ফাইনালের টিকিট পেতে কেকেআরের টার্গেট ১৩৬

#শারজা: আইপিএলের (IPL 2021)  দ্বিতীয় কোয়ালিফায়ারে টসে হেরে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৫ উইকেট  হারিয়ে ১৩৫ রান তুলল ঋষভ পন্থের দিল্লি ক্যাপিটাল্স৷ কেকেআর বনাম দিল্লি ক্যাপিটাল্স (KKR vs DC) ম্যাচের প্রথম ইনিংসে (1st Innings) সেভাবে শানদার ব্যাটিং করতে ব্যর্থ দিল্লি৷ দলের হয়ে সর্বোচ্চ রান শিখর ধাওয়ানের ৩৬৷

এদিন শুরু থেকেই দাগ কাটতে ব্যর্থ দিল্লি ক্যাপিটাল্স৷ দলের ৩২ রানে প্রথম উইকেট হিসেবে পৃথ্বী শ-কে হারায় দিল্লি৷ উইকেট নেন বরুণ অ্যারন৷ এরপর শ্রেয়স আইয়ার দলের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ৩০ রান করেন৷ ফ্লপ ঋষভ পন্থ৷ তিনি করেন ৬ রান৷ হেটমেয়ার ১০ বলে ১৭ রান করলেও সেভাবে বড় রান করতে পারেননি৷ কেকেআরের হয়ে বরুণ চক্রবর্তী ২ টি, লকি ফার্গুসন ও শিভম মাভি একটি করে উইকেট নেন৷

আরও পড়ুন – ICC T20 World Cup 2021: কার নাম কাটা গেল, কার ভাগ্যে শিকে ছিঁড়ল, দেখে নিন বিশ্বকাপ দলে বদল

আইপিএল ২০২১এ  (IPL 2021) এলিমিনেটরের কাঁটা পেরোনোর পর কেকেআরের সামনে এবার কোয়ালিফায়ার প্লেঅফ (Playoff)৷ কেকেআর বনাম দিল্লি ক্যাপিটাল্স  (KKR vs DC)  ম্যাচে দুই দলের প্লেয়িং ইলেভেন (Playing 11) দেখে নিন এক নজরে৷


কেকেআরের (KKR) কাছে আইপিএল ২০২১ -র (IPL 2021) এলিমিনেটরে বিশ্রী হার আরসিবি-র৷ তারপরেই আইপিএল প্লেঅফে (Playoff) দ্বিতীয় লাইফলাইন কেকেআরের, দিল্লি ক্যাপিটাল্সের (KKR vs DC) বিরুদ্ধে শারজাতে ধুন্ধুমার হবে ২২ গজ৷ বুধবার দুর্গা মহাষ্টমীর দিন কেকেআর বনাম দিল্লি ক্যাপিটাল্সের (KKR vs DC) আইপিএল ২০২১ (IPL 2021)-র দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে প্লে অফ (Playoff) টসে (Toss Update) জিতে কেকেআর ফিল্ডিংয়ের  সিদ্ধান্ত নিল  ৷আইপিএলের ইতিহাস বলছে, এখনও পর্যন্ত ৬বার প্লেঅফে (Playoff) খেলেছে কলকাতা নাইট রাইডার্স (KKR)। তার মধ্যে ২বার চ্যাম্পিয়ন হয়েছে নাইটরা। তবে বাকি ৪ বার স্বপ্নভঙ্গ। ১৩ বছরের আইপিএল-এর ইতিহাসে নাইটরা দুবার চ্যাম্পিয়ন। আরও একবার কাপ ছুঁয়ে দেখার সুযোগ ইয়ন মর্গ্যানের দলের সামনে।

IPL 2021: মেগা প্লে অফে প্লেয়িং ইলেভেনে কারা? জেনে নিন কেকেআর ও দিল্লির দল

#শারজা: আইপিএল ২০২১এ  (IPL 2021) এলিমিনেটরের কাঁটা পেরোনোর পর কেকেআরের সামনে এবার কোয়ালিফায়ার প্লেঅফ (Playoff)৷ কেকেআর বনাম দিল্লি ক্যাপিটাল্স  (KKR vs DC)  ম্যাচে দুই দলের প্লেয়িং ইলেভেন (Playing 11) দেখে নিন এক নজরে৷


কেকেআরের (KKR) কাছে আইপিএল ২০২১ -র (IPL 2021) এলিমিনেটরে বিশ্রী হার আরসিবি-র৷ তারপরেই আইপিএল প্লেঅফে (Playoff) দ্বিতীয় লাইফলাইন কেকেআরের, দিল্লি ক্যাপিটাল্সের (KKR vs DC) বিরুদ্ধে শারজাতে ধুন্ধুমার হবে ২২ গজ৷ বুধবার দুর্গা মহাষ্টমীর দিন কেকেআর বনাম দিল্লি ক্যাপিটাল্সের (KKR vs DC) আইপিএল ২০২১ (IPL 2021)-র দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে প্লে অফ (Playoff) টসে (Toss Update) জিতে কেকেআর ফিল্ডিংয়ের  সিদ্ধান্ত নিল  ৷আইপিএলের ইতিহাস বলছে, এখনও পর্যন্ত ৬বার প্লেঅফে (Playoff) খেলেছে কলকাতা নাইট রাইডার্স (KKR)। তার মধ্যে ২বার চ্যাম্পিয়ন হয়েছে নাইটরা। তবে বাকি ৪ বার স্বপ্নভঙ্গ। ১৩ বছরের আইপিএল-এর ইতিহাসে নাইটরা দুবার চ্যাম্পিয়ন। আরও একবার কাপ ছুঁয়ে দেখার সুযোগ ইয়ন মর্গ্যানের দলের সামনে।

আরও পড়ুন – Mithun Chakravarty-র ছেলের বউয়ের রূপে বুঁদ বলিউড, Transparent পোশাকে Madalsa-র Bold ছবি সুপার ভাইরাল

আরসিবি-কে হারিয়ে প্লে অফে যাওয়ার আশা জিইয়ে রেখেছে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) ৷ এখন সামনে শুধু দিল্লি ৷ বুধবার পন্থদের হারাতে পারলেই ফাইনালে চলে যাবে কেকেআর (KKR) ৷

কেকেআর বনাম দিল্লি ক্যাপিটাল্স মুখোমুখি পরিসংখ্যানে হালকা এগিয়ে রয়েছে কলকাতা৷ নাইটরা জিতেছে মোট১৫ বার আর দিল্লি জিতেছে ১২ বার৷কেকেআর বনাম দিল্লি ক্যাপিটাল্স মুখোমুখি পরিসংখ্যানে হালকা এগিয়ে রয়েছে কলকাতা৷ নাইটরা জিতেছে মোট১৫ বার আর দিল্লি জিতেছে ১২ বার৷

IPL 2021: KKR vs DC Playoff: সপ্তমবার ফাইনালে ওঠার হাতছানি নাইটদের, Toss Update

#শারজা: কেকেআরের (KKR) কাছে আইপিএল ২০২১ -র (IPL 2021) এলিমিনেটরে বিশ্রী হার আরসিবি-র৷ তারপরেই আইপিএল প্লেঅফে (Playoff) দ্বিতীয় লাইফলাইন কেকেআরের, দিল্লি ক্যাপিটাল্সের (KKR vs DC) বিরুদ্ধে শারজাতে ধুন্ধুমার হবে ২২ গজ৷ বুধবার দুর্গা মহাষ্টমীর দিন কেকেআর বনাম দিল্লি ক্যাপিটাল্সের (KKR vs DC) আইপিএল ২০২১ (IPL 2021)-র দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে প্লে অফ (Playoff) টসে (Toss Update) জিতে কেকেআর ফিল্ডিংয়ের  সিদ্ধান্ত নিল  ৷

আইপিএলের ইতিহাস বলছে, এখনও পর্যন্ত ৬বার প্লেঅফে (Playoff) খেলেছে কলকাতা নাইট রাইডার্স (KKR)। তার মধ্যে ২বার চ্যাম্পিয়ন হয়েছে নাইটরা। তবে বাকি ৪ বার স্বপ্নভঙ্গ। ১৩ বছরের আইপিএল-এর ইতিহাসে নাইটরা দুবার চ্যাম্পিয়ন। আরও একবার কাপ ছুঁয়ে দেখার সুযোগ ইয়ন মর্গ্যানের দলের সামনে।

আরও পড়ুন – Mithun Chakravarty-র ছেলের বউয়ের রূপে বুঁদ বলিউড, Transparent পোশাকে Madalsa-র Bold ছবি সুপার ভাইরাল

আরসিবি-কে হারিয়ে প্লে অফে যাওয়ার আশা জিইয়ে রেখেছে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) ৷ এখন সামনে শুধু দিল্লি ৷ বুধবার পন্থদের হারাতে পারলেই ফাইনালে চলে যাবে কেকেআর (KKR) ৷

কেকেআর বনাম দিল্লি ক্যাপিটাল্স মুখোমুখি পরিসংখ্যানে হালকা এগিয়ে রয়েছে কলকাতা৷ নাইটরা জিতেছে মোট১৫ বার আর দিল্লি জিতেছে ১২ বার৷

আরও পড়ুন – PHOTOS: রেট্রো লুকে ঠিক যেন Sridevi-র ছায়া, স্মৃতি উসকে দিলেন মেয়ে Janhvi, ফটো Viral

সোমবার শারজায় বল হাতে কামাল করেছেন সুনীল নারিন (Sunil Narine) ৷ মাত্র ২১ রান দিয়ে ৪ উইকেট নেন তিনি ৷ দলকে ফাইনালের পথে আরও একধাপ এগিয়ে যেতে সাহায্য করছেন ৷ এ বারের আইপিএলের আমিরশাহি পর্বে দারুণ ছন্দেই রয়েছেন ক্যারিবিয়ান তারকা ৷ সোমবারও বলের পাশাপাশি ব্যাটিংয়েও সমর্থকদের হতাশ করেননি নারিন ৷ ১৫ বলে ২৬ রান করেন তিনি। এর পাশাপাশি গড়লেন নতুন রেকর্ড (KKR spinner Sunil Narine creates new IPL record)৷

এদিনের ম্যাচে ফের নারিন নাকি অন্য কেউ গেমচেঞ্জার হয় তাই দেখার অপেক্ষায় গোটা দুনিয়া৷

IPL 2021 | Sunil Narine: দলকে জেতানোর পাশাপাশি গড়লেন আইপিএলে নতুন রেকর্ডও ! জেনে নিন শারজায় নারিনের কীর্তি

শারজা: আরসিবি-কে হারিয়ে প্লে অফে যাওয়ার আশা জিইয়ে রেখেছে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) ৷ এখন সামনে শুধু দিল্লি ৷ বুধবার পন্থদের হারাতে পারলেই ফাইনালে চলে যাবে কেকেআর (KKR) ৷

সোমবার শারজায় বল হাতে কামাল করেছেন সুনীল নারিন (Sunil Narine) ৷ মাত্র ২১ রান দিয়ে ৪ উইকেট নেন তিনি ৷ দলকে ফাইনালের পথে আরও একধাপ এগিয়ে যেতে সাহায্য করছেন ৷ এ বারের আইপিএলের আমিরশাহী পর্বে দারুণ ছন্দেই রয়েছেন ক্যারিবিয়ান তারকা ৷ সোমবারও বলের পাশাপাশি ব্যাটিংয়েও সমর্থকদের হতাশ করেননি নারিন ৷ ১৫ বলে ২৬ রান করেন তিনি। এর পাশাপাশি গড়লেন নতুন রেকর্ড (KKR spinner Sunil Narine creates new IPL record) ৷

সোমবার আইপিএল-এ সবচেয়ে বেশি বার চার উইকেট নেওয়ার রেকর্ড গড়লেন নারিন। এই নিয়ে আইপিএল-এ  ৮ বার চার উইকেট নিলেন তিনি। টপকালেন লাসিথ মালিঙ্গাকে। শ্রীলঙ্কার তারকা পেসার এর আগে সাত বার চার উইকেট নিয়েছেন। এখানেই শেষ নয়, প্রথম স্পিনার হিসেবে আরসিবি-র বিরুদ্ধে তিন বার চার উইকেট নেওয়ার রেকর্ডও গড়লেন ওয়েস্ট ইন্ডিজের এই স্পিনার।

২০১৩ ও ২০১৪ সালের আইপিএল-এ দু’বার বিরাট বাহিনীর বিরুদ্ধে চার উইকেট নিয়েছিলেন নারিন। ২০১৩ সালে রাঁচিতে ২২ রান দিয়ে চার উইকেট নেন তিনি। ২০১৪ সালে কলকাতায় ২০ রান দিয়ে চার উইকেট নেন কেকেআরের ‘মিস্ট্রি স্পিনার’।

IPL 2021: KKR -র কাছে হেরে গিয়ে মাঠেই হাউহাউ করে কান্না বিরাটের, ভাইরাল

#কলকাতা: একেবারে কান্নায় ভেঙে পড়লেন বিরাট কোহলি (Virat Kohli Crying) ৷ কেকেআরের (KKR) কাছে আইপিএল ২০২১ -র (IPL 2021) এলিমিনেটরে বিশ্রী হার আরসিবি-র৷ আর তারপরেই মাঠ সাক্ষী থাকল বিরাট কোহলির (Virat Kohli) কান্নার৷  আইপিএলের ইতিহাস বলছে, এখনও পর্যন্ত ৬বার প্লেঅফে খেলেছে কলকাতা নাইট রাইডার্স। তার মধ্যে ২বার চ্যাম্পিয়ন হয়েছে নাইটরা। তবে বাকি ৪ বার স্বপ্নভঙ্গ। ১৩ বছরের আইপিএল-এর ইতিহাসে নাইটরা দুবার চ্যাম্পিয়ন। আরও একবার কাপ ছুঁয়ে দেখার সুযোগ ইয়ন মর্গ্যানের দলের সামনে। এদিকে কেকেআরের (KKR) আনন্দের দিনে একেবারে ভেঙে পড়লেন বিরাট কোহলি৷ না হল না! আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের জার্সিতে আইপিএল খেতাব জয়ের স্বপ্ন অধরাই রয়ে গেল ক্যাপ্টেন কোহলির৷

বিরাট কোহলি (Virat Kohli) জাতীয় দলের জার্সি গায়ে অসাধারণ অধিনায়কত্ব করেছেন। কিন্তু আইপিএলের প্রসঙ্গ উঠতেই কোহলিকে কার্যত ব্যাকফুটে চলে যেতে হয়। আইপিএলে ক্যাপ্টেন কোহলির সাফল্যের ভাঁড়ার শূন্য। আর তাই চলতি আইপিএলের (IPL 2021) পরই কোহলি আরসিবির ক্যাপ্টেন্সি ছাড়ার ঘোষণা করেছেন। তাই খাতায়-কলমে আরসিবির ক্যাপ্টেন হিসাবে কোহলির এটাই শেষ আইপিএল৷

এবার কোহলিকে ট্রফি পাইয়ে দিতে যেন ঝাঁপিয়ে পড়েছিল  গোটা দল। কিন্তু গ্রুপ পর্বে আরসিবির পারফরম্যান্স ছিল দারুন। কেকেআরের কাছে হারের পর বিরাটের স্বপ্ন শেষ, তারপরেই মাঠে কাঁদতে (Virat Kohli Crying) দেখা যায় কোহলিকে৷ তাঁর এই কান্নার ছবি এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল (Viral)৷

জাতীয় দলের জার্সি গায়ে একের পর এক সাফল্য রয়েছে ক্যাপ্টেন বিরাট কোহলির। তবে আইপিএলে ক্যাপ্টেন হিসেবে খেলতে নামলেই বিরাট কোহলির কপালে জুটেছে ব্যর্থতা। বারবার ট্রফির কাছে গিয়েও তাঁকে খালি হাতে ফিরতে হয়েছে। সেই ব্যর্থতার দায় নিয়ে আরসিবির ক্যাপ্টেন্সি ছাড়ার সিদ্ধান্ত নিয়েছিলেন কোহলি। চলতি মরসুমের পর তিনি আর আরসিবির অধিনায়কত্ব করবেন না, ঘোষণা করেছিলেন বিরাট কোহলি। অর্থাৎ আরসিবির ক্যাপ্টেন হিসেবে বিরাট কোহলির আর আইপিএলের ট্রফি ছুঁয়ে দেখা হলো না। তবে টি-টোয়েন্টি ক্রিকেটে বিরাট কোহলির সাফল্য রয়েছে অনেক। সব জিনিস তো আর সবাইকে ধরা দেয় না। বিরাট কোহলি আর আইপিএল ট্রফির মধ্যে দূরত্বটা রয়েই গেল

IPL 2021, DC vs CSK : পন্থ এবং পৃথ্বীর ব্যাটে ভর করে ধোনির হলুদ ব্রিগেডের বিপরীতে লড়াকু রান তুলল দিল্লি

#দুবাইঃ দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে প্রথম থেকে ব্যাট করতে নেমে দিল্লির শুরুটা ভাল হয়নি। শিখর ধাওয়ান হাজেলউডের বলে ধোনির হাতে ক্যাচ দিয়ে ফিরে গেলেন। সম্পূর্ণ ব্যর্থ শ্রেয়াস আইয়ার। অস্ট্রেলিয়ান পেসারের বলেই মারতে গিয়ে ব্যাটের নীচে লেগে বলটা ওপরে উঠে গেল। সহজ ক্যাচ নিলেন ঋতুরাজ। এরপর অক্ষর প্যাটেল ফিরে গেলেন ১০ রান করে। তাঁকে চার নম্বরের কোন যুক্তিতে নামানো হয়েছিল কেউ জানে না। অন্যদিকে দুর্দান্ত ছন্দে ব্যাট করছিলেন পৃথ্বী শ।

দীর্ঘদিন পর মুম্বই ব্যাটসম্যানকে আত্মবিশ্বাসের সঙ্গে ব্যাট করতে দেখা গেল। ৬০ রানের ইনিংস সাজানো ছিল সাতটি বাউন্ডারি এবং তিনটি ওভার বাউন্ডারি দিয়ে। কিন্তু জাদেজার বলে কভারের ওপর দিয়ে মারতে গিয়ে লং ওফে ক্যাচ দিলেন দু প্লেসির হাতে। পৃথ্বীর আউট হয়ে যাওয়ার ফলে দিল্লির রান তোলার গতি অনেকটা কমে গেল। পন্থ এবং হেটমায়ার ক্রিজে থাকলেও সহজে রান তুলতে পারছিলেন না।

মইন আলি, জাদেজা বুদ্ধি করে বল করলেন। কিছুতেই বাউন্ডারি আসছিল না দিল্লির। তবে দেখার বিষয় এদিন ব্রাভোকে ধোনি প্রথম বল করতে দিলেন ১৫ ওভারের মাথায়। ব্যাপারটা পরিষ্কার, ডেথ ওভারে দলের সেরা বোলারকে যত বেশি সম্ভব ব্যবহার করার প্ল্যান ছিল ধোনির।হেটমায়ার  ৩৭ করে ফিরলেন।পয়েন্ট তালিকায় দু’নম্বরে থাকা চেন্নাই সুপার কিংস অবশ্য আচমকা ফর্ম হারিয়েছে। শেষ তিনটি ম্যাচেই হেরেছেন ধোনিরা।

পরাজয়ের হ্যাটট্রিকের ধাক্কা সামলে জয়ের সরণিতে ফিরতে মরিয়া তারা। অবশ্য ফর্মের বিচারে এগিয়ে দিল্লি ক্যাপিটালসই। চলতি প্রতিযোগিতাতে দু’বারের মুখোমুখি সাক্ষাতে সিএসকে’কে বশ মানিয়েছেন পন্থরা। এমনকী, ধোনিদের বিরুদ্ধে তার আগের দু’টি মোকাবিলাতেও শেষ হাসি হেসেছিল দিল্লি। গতবার ফাইনালে উঠেও খেতাব জিততে না পারার আক্ষেপ এবার আরও আগ্রাসী করে তুলেছে রাজধানীর ফ্র্যাঞ্চাইজিটিকে।

IPL 2021, SRH vs MI : ঈশান, সূর্যের ব্যাটে রানের পাহাড়ে মুম্বই ইন্ডিয়ান্স

মুম্বই ইন্ডিয়ান্স – ২৩৫/৯

আবুধাবি: প্লে-অফে উঠতে হলে শুক্রবার সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে জিততেই হবে মুম্বই ইন্ডিয়ান্সকে। অবশ্য খেতাব জয়ের হ্যাটট্রিকের স্বপ্ন টিকিয়ে রাখতে গেলে শুধু জিতলেই চলবে না, বড় ব্যবধানে জেতা জরুরি। কিন্তু সেই লক্ষ্যমাত্রা এতটাই উঁচু যে, তার নাগাল পাওয়া অসম্ভব। কারণ, নেট রান-রেটের হিসেবে রোহিতদের (-০.০৪৮) চেয়ে অনেক এগিয়ে রয়েছে নিকটতম প্রতিদ্বন্দ্বী কেকেআর (০.৫৮৭)। ফলে হায়দরাবাদের বিরুদ্ধে শেষ ম্যাচে অন্তত ১৭১ রানের ব্যবধানে জিততে হবে পাঁচবারের চ্যাম্পিয়নদের। আর পরে ব্যাট করলে জয় নিশ্চিত করতে হবে ১৯ ওভার হাতে রেখে, যা একপ্রকার অসম্ভব ব্যাপার।

প্লে-অফের লড়াই থেকে অনেক আগে ছিটকে গিয়েছে হায়দরাবাদ। পয়েন্ট টেবিলে একেবারে নীচে রয়েছে তারা। তবু প্রতিপক্ষকে হাল্কাভাবে নিচ্ছে না মুম্বই শিবির। তবে রোহিত যাই বলুন, তাঁদের সামনে অসাধ্য সাধনের পরীক্ষা। মুম্বইকে সমস্যায় ফেলেছে মিডল অর্ডারে ধারাবাহিকতার অভাব। সূর্যকুমার যাদব (২৩৫ রান), হার্দিক পান্ডিয়া (১১৭ রান), কিয়েরন পোলার্ড (২৩২ রান), সৌরভ তিওয়ারিরা (১১৪ রান) নির্ভরতা জোগাতে পারেননি। ফর্ম হারানোর জন্য কয়েকটি ম্যাচে বাদ পড়েছিলেন ঈশান কিষানও।

তবে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ওপেনিংয়ে নেমে ঝোড়ো হাফ-সেঞ্চুরি করেছেন তিনি। নড়বড়ে মিডল অর্ডারের জন্যই রোহিতের (৩৬৩ রান) সঙ্গে ঈশানের ওপেনিং জুটির গুরুত্ব বাড়ছে। শেষ ম্যাচে মুম্বই বোলাররা মাত্র ৯০ রানে আটকে রেখেছিল রাজস্থানকে। যশপ্রীত বুমরাহ (১৯ উইকেট), ট্রেন্ট বোল্ট (১২ উইকেট) তো আছেনই, রয়্যালসের বিরুদ্ধে জ্বলে উঠেছিলেন দুই বিদেশি পেসার জেমস নিশাম ও নাথান কুল্টার-নাইল।এমন অবস্থায় দাঁড়িয়ে শুক্রবার ভাগ্য সঙ্গ দিল রোহিত শর্মাকে। টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিলেন মুম্বই ইন্ডিয়ানস অধিনায়ক।

ঈশান এবং রোহিত মিলে আগুনের গতিতে শুরু করলেন। বিশেষ করে ঈশান। মাত্র ১৬ বলে ৫০ করে ফেললেন। রোহিত শর্মা অবশ্য রশিদ খানের বলে মারতে গিয়ে নবীর হাতে ধরা পড়লেন ১৮ করে। ঈশান নিজের ধ্বংসলীলা চালিয়ে গেলেন। কিন্তু হার্দিক পান্ডিয়া মাত্র ১০ রান করে ফিরে গেলেন হোল্ডারের বলে। তবে শেষ পর্যন্ত উমরান মালিকের বলে ৮৪ করে ঋদ্ধিমান এর হাতে ক্যাচ দিয়ে ফিরে গেলেন ঈশান।

পোলার্ড এবং সূর্য রান বাড়ানোর চেষ্টা করলেন। পোলার্ড অভিশেক শর্মার বলে মারতে গিয়ে ১৩ করে ফিরে গেলেন রয়ের হাতে ক্যাচ দিয়ে। পরের বলেই জিমি ফিরে গেলেন নবির হাতে ক্যাচ দিয়ে। ক্রানাল এবং সূর্যকুমার চেষ্টা চালিয়ে গেলেন দলের রান ২০০ পার করার। ক্রুনাল  ফিরে গেলেন মাত্র ৯ রান করে। উইকেট নিলেন রশিদ খান। ২৪ বলে অর্ধশত রান পূর্ণ করে ফেললেন সূর্য। উইকেটের চারিদিকে শট খেলতে দেখা গেল তাঁকে। টি টোয়েন্টি বিশ্বকাপের আগে তার ফর্ম খুশি করবে ভারতীয়দের। সানরাইজার্স বোলারদের নিয়ে ছেলেখেলা করলেন সূর্য। উমরান মালিকের বলে হেলমেটে আঘাত পেলেন। শেষ পর্যন্ত ৮২ করে ফিরে গেলেন। চারটি উইকেট পেলেন হোল্ডার।

IPL 2021: MI vs SRH: টসই কি হল মুম্বই ইন্ডিয়ান্সের ভাগ্য নির্ধারক, জানুন Toss Update

#কলকাতা: আইপিএল ২০২১ (IPL 2021) ৫৫ তম ম্যাচে আবুধাবিতে মুখোমুখি মুম্বই ইন্ডিয়ান্স বনাম সানরাইজার্স হায়দরাবাদ (MI vs SRH)৷ টস সব ম্যাচেই গুরুত্বপূর্ণ আর এই ম্যাচের টস আপডেট  (Toss Update) একটু বেশিই গুরুত্বপূর্ণ৷ টসে জিতে এদিন ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিল রোহিত শর্মা৷ এদিকে সানরাইজার্স হায়দরাবাদের অধিনায়কত্ব করছেন মণীশ পান্ডে৷ ফলে টসে হেরে প্রথমে ফিল্ডিং পেলে যে প্লে অফে যাওয়ার সম্ভবনায় শুরুতেই বালি পড়ে যেত সেটা অন্তত হল না৷

এদিকে এর আগে কলকাতা নাইট রাইডার্স  (KKR)  আইপিএল ২০২১ (IPL 2021) -র ৫৪ তম ম্যাচে রাজস্থান রয়্যালস  (RR)  ৮৬ রানের বড় ব্যবধানে জয় পেয়েছে৷ এই জয়ের ফলে চতুর্থ স্থানে কেকেআরের অবস্থান আরও মজবুত হয়েছে৷ কার্যত তাদের প্লে অফে পৌঁছনো নিশ্চিত৷ চেন্নাই সুপার কিংস  (CSK) এবং দিল্লি ক্যাপিটাল্স (DC)  এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (RCB) আগেই প্লে অফে জায়গা করে নিয়েছে৷ এখন প্লে অফের জন্য চতুর্থ দলের পরিস্থিতি আকর্ষণীয় হয়ে গেছে৷ এদিকে এই সবের জেরে গতবারের আইপিএল চ্যাম্পিয়ন এবং পাঁচবারের আইপিএল ট্রফি জয়ী মুম্বই ইন্ডিয়ান্সের প্লে অফে (Mumbai Indians in Playoff) পৌঁছনো প্রায় অনিশ্চিত৷

ষষ্ঠ স্থানে থাকা মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians ) এখনও অবধি অবশ্য পুরো আশা হারায়নি৷ কিন্তু মুম্বইয়ের প্লে অফে পৌঁছনোর রাস্তা খুবই জটিল৷ রাজস্থানের বিরুদ্ধে বড় জয়ের ফলে কেকেআর (KKR) নিজের রানরেট খুবই ভালো করে নিয়েছে৷ এরফলে মুম্বই আরও চাপে পড়ে গেছে৷ প্লে অফে পৌঁছতে গেলে শুক্রবার সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ১৭১ রানের ব্যবধানে হারাতে হবে৷

আরও পড়ুন- বঙ্গ ছাড়াও ভিন রাজ্যের পুজো: বেড়াতে গিয়েও মিস হবে না অষ্টমীর অঞ্জলি আর পুজোর ভোগ!

শুক্রবার আইপিএল ২০২১ (IPL 2021) শেষ ডবল হেডারের শেষ ম্যাচ হবে৷ টুর্নামেন্টের এই প্রথম একইসঙ্গে দুটি ম্যাচ হবে৷ দিল্লি ক্যাপিটাল্স বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স খেলবে আর সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে খেলবে মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) বিরুদ্ধে৷ যদি সানরাইজার্স অধিনায়ক টসে জেতে আর প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় তখনই সরকারি ভাবে মুম্বই ইন্ডিয়ান্স ম্যাচ থেকে ছিটকে যাবে৷

আরও পড়ুন – Indian Railways: Job Vacancy: রেলওয়েতে বড়সড় নিয়োগ! ২২০৬ পদে অ্যাপ্রেন্টিস পদের বিজ্ঞপ্তি প্রকাশ!

মুম্বই ইন্ডিয়ান্স যদি প্রথমে বল করে তাহলে পয়েন্ট টেবলে কেকেআরকে কোনওভাবেই  ছিটকে দিতে পারবে না৷ তাতে যদি প্রথম ওভারেও ম্যাচ জিতে যায় তাহলেও প্লেঅফের টিকিট পাবে না৷ আইপিএলের (IPL2021) সবচেয়ে সফল দল ও পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স ১২ পয়েন্ট নিয়ে ৬ নম্বরে রয়েছে৷ তাদের নেট রানরেট -০.০৪৮, কিন্তু কেকেআর রাজস্থানের বিরুদ্ধে বড় জয় পাওয়ায় তাদের রানরেট +০.৫৮৭৷ আইপিএল ২০২১ এ দ্বিতীয় পর্বে মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) খারাপ হয়েছে পারফরম্যান্স৷ তারই জেরে তাদের এই রকমের অবস্থা, যখন তারা খেতাব রক্ষার লড়াইতে নেমে টুর্নামেন্টের প্লে অফে পৌঁছতে পারল না৷