IPL 2021 | Sunil Narine: দলকে জেতানোর পাশাপাশি গড়লেন আইপিএলে নতুন রেকর্ডও ! জেনে নিন শারজায় নারিনের কীর্তি

শারজা: আরসিবি-কে হারিয়ে প্লে অফে যাওয়ার আশা জিইয়ে রেখেছে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) ৷ এখন সামনে শুধু দিল্লি ৷ বুধবার পন্থদের হারাতে পারলেই ফাইনালে চলে যাবে কেকেআর (KKR) ৷

সোমবার শারজায় বল হাতে কামাল করেছেন সুনীল নারিন (Sunil Narine) ৷ মাত্র ২১ রান দিয়ে ৪ উইকেট নেন তিনি ৷ দলকে ফাইনালের পথে আরও একধাপ এগিয়ে যেতে সাহায্য করছেন ৷ এ বারের আইপিএলের আমিরশাহী পর্বে দারুণ ছন্দেই রয়েছেন ক্যারিবিয়ান তারকা ৷ সোমবারও বলের পাশাপাশি ব্যাটিংয়েও সমর্থকদের হতাশ করেননি নারিন ৷ ১৫ বলে ২৬ রান করেন তিনি। এর পাশাপাশি গড়লেন নতুন রেকর্ড (KKR spinner Sunil Narine creates new IPL record) ৷

সোমবার আইপিএল-এ সবচেয়ে বেশি বার চার উইকেট নেওয়ার রেকর্ড গড়লেন নারিন। এই নিয়ে আইপিএল-এ  ৮ বার চার উইকেট নিলেন তিনি। টপকালেন লাসিথ মালিঙ্গাকে। শ্রীলঙ্কার তারকা পেসার এর আগে সাত বার চার উইকেট নিয়েছেন। এখানেই শেষ নয়, প্রথম স্পিনার হিসেবে আরসিবি-র বিরুদ্ধে তিন বার চার উইকেট নেওয়ার রেকর্ডও গড়লেন ওয়েস্ট ইন্ডিজের এই স্পিনার।

২০১৩ ও ২০১৪ সালের আইপিএল-এ দু’বার বিরাট বাহিনীর বিরুদ্ধে চার উইকেট নিয়েছিলেন নারিন। ২০১৩ সালে রাঁচিতে ২২ রান দিয়ে চার উইকেট নেন তিনি। ২০১৪ সালে কলকাতায় ২০ রান দিয়ে চার উইকেট নেন কেকেআরের ‘মিস্ট্রি স্পিনার’।