IND vs SA: ২৬৬ রানে থামল ভারতের দ্বিতীয় ইনিংস, দক্ষিণ আফ্রিকার সামনে টার্গেট ২৪০ রান

ভারত- ২০২ ও ২৬৬
দক্ষিণ আফ্রিকা- ২২৯

জোহানেসবার্গ: রাহানে-পূজারা জুটি ভারতকে দ্বিতীয় ইনিংসে যে মজবুত জায়গায় নিয়ে গিয়েছিল, তাতে আরও বেশি রানই আশা করা হয়েছিল টিম ইন্ডিয়ার কাছে ৷ কিন্তু শেষপর্যন্ত ২৬৬ রানেই থামল ভারতের দ্বিতীয় ইনিংস ৷ দক্ষিণ আফ্রিকার সামনে জয়ের জন্য ২৪০ রানের লক্ষ্যমাত্রা রাখল ভারত (IND vs SA) ৷

জবাবে ব্যাট করতে নেমে তৃতীয় দিনের চা বিরতি পর্যন্ত ৭ ওভারে ৩৪ রান তুলে ফেলল দক্ষিণ আফ্রিকার ওপেনিং জুটি।

আরও পড়ুন-মুম্বই থেকে ফিরেই করোনায় আক্রান্ত পরমব্রত চট্টোপাধ্যায় !

দ্বিতীয় ইনিংসে ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে সর্বোচ্চ রান অজিঙ্কা রাহানের ৷ ৫৮ রান করেন তিনি ৷ মেরেছেন ৮টি বাউন্ডারি এবং ১টি ছক্কা ৷ পাশাপাশি চেতেশ্বর পূজারা করেন ৫৩ রান ৷ মেরেছেন ১০টি বাউন্ডারি ৷ ভারতীয় টেস্ট দলে টিকে থাকতে চলতি সিরিজে রান পাওয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ রাহানে এবং পূজারা দু’জনের জন্যই ৷ এদিনের ইনিংস তাই কিছুটা স্বস্তি দেবে তাঁদের ৷ হনুমা বিহারি ৪০ রান করে শেষপর্যন্ত অপরাজিত থাকেন ৷ শার্দুল ঠাকুর শেষ দিকে চালিয়ে খেলে ভারতের রানকে ২৬০-এর উপরে নিয়ে যেতে সফল ৷ ২৪ বলে ২৮ রান করেন তিনি ৷ মেরেছেন ৫টি চার এবং ১টি ছক্কা ৷

আরও পড়ুন-ডেট করতে আসা মহিলাকে ফেলে পালিয়ে গেলেন প্রেমিক, কারণ জানাজানি হতেই হতবাক সকলে!

দক্ষিণ আফ্রিকার বোলারদের মধ্যে ৩টি করে উইকেট নিতে সফল কাগিসো রাবাদা, লুঙ্গি এনগিদি এবং মার্কো জ্যানসেন ৷ ১টি উইকেট নেন দুয়ানে অলিভার ৷