ATKMB vs Jamshedpur FC : আজ আইএসএলে জামশেদপুরের বিরুদ্ধে কি ইতিহাস তৈরি করতে পারবে এটিকে মোহনবাগান?

#গোয়া: অত্যন্ত কঠিন ম্যাচের সামনে দাঁড়িয়ে এটিকে মোহনবাগান। বাইচুং ভুটিয়ার মত প্রাক্তন ফুটবলার পর্যন্ত এগিয়ে রেখেছেন জামশেদপুরকে। প্লে-অফে জায়গা আগেই পাকা করে ফেলেছে এটিকে মোহন বাগান। এবার লিগ উইনার্স শিল্ড জেতার সুযোগ রয় কৃষ্ণাদের সামনে। তার জন্য পয়েন্ট তালিকায় শীর্ষ স্থানে শেষ করতে হবে ফেরান্দোর ছেলেদের। সেদিকেই আপাতত চোখ সবুজ-মেরুন জনতার।

আরও পড়ুন – Shane Warne vs Sourav Ganguly : সৌরভের মাথা গরম করিয়ে দিয়ে কিভাবে আউট করেছিলেন ওয়ার্ন! জানলে অবাক হবেন

আইএসএলে গ্রুপ লিগের অন্তিম ম্যাচে সোমবার জামশেদপুর এফসি’র মুখোমুখি মোহন বাগান। ১৯ ম্যাচে ৩৭ পয়েন্ট নিয়ে প্রীতম-সন্দেশরা তৃতীয় স্থানে রয়েছেন। শীর্ষে জামশেদপুর। তাদের সংগ্রহ ১৯ ম্যাচে ৪০ পয়েন্ট। এই ম্যাচটি মোহন বাগান জিতলে দু’দলের পয়েন্ট দাঁড়াবে ৪০। তখন দেখা হবে হেড-টু-হেড। প্রথম পর্বে ২-১ ব্যবধানে জিতেছিল জামশেদপুর। ফিরতি ম্যাচে আজ যদি প্রীতম-সন্দেশরা দুই গোলের ব্যবধানে জিততে পারেন, তাহলে এক নম্বরে শেষ করবে মোহন বাগান।

তবে লড়াইটা সহজ হবে না সবুজ-মেরুন ব্রিগেডের। দারুণ ছন্দে রয়েছে জামশেদপুর। তাদের রক্ষণভাগ খুবই শক্তিশালী। একইসঙ্গে দুরন্ত ফর্মে রয়েছেন জেএফসি’র দুই স্ট্রাইকার। গুরুত্বপূর্ণ ম্যাচে নির্ভরযোগ্য মিডফিল্ডার হুগো বোমাসকে পাচ্ছে না মোহন বাগান। কোচ হুয়ান ফেরান্দো বলেছেন, লিগে এক নম্বর হওয়াই লক্ষ্য। কিন্তু তা পূরণ করতে গিয়ে কোনও ঝুঁকি নেব না।

বোমাসের কুঁচকিতে চোট রয়েছে। ওর পক্ষে খেলা কঠিন। প্লে-অফের খেলা বাকি আছে। তাই দুই গোলের ব্যবধানে না জিতলেও আকাশ ভেঙে পড়বে না। জেতার জন্য রয় কৃষ্ণা ও জনি কাউকোর উপর অনেকটা নির্ভর করছে মোহন বাগান। দুই দলই কীর্তির সামনে দাঁড়িয়ে। মোহন বাগান টানা ১৫টি ম্যাচে অপরাজিত। সেই দৌড় অব্যাহত থাকলে টানা ১৬টি ম্যাচে অপরাজিত থাকার বিরল নজির গড়বে তারা।

পক্ষান্তরে, ড্র করলেও গ্রুপ লিগে ২০১৭-১৮ মরশুমে বেঙ্গালুরুর গড়া রেকর্ড (৪০ পয়েন্ট) ভেঙে দেবে জেএফসি। মোহনবাগানের স্প্যানিশ কোচ অবশ্য আশা ছাড়তে নারাজ। প্রতিটা মিনিট আজকে গুরুত্বপূর্ণ বিলক্ষণ জানেন তিনি।