War in Ukraine : হাতে ফুলের তোড়া, সেনা উর্দির সঙ্গেই মাথায় ওড়না, ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে বিয়ে দুই সেনানীর

কিভ : রাশিয়া ইউক্রেনের যুদ্ধ কয়েক হাজারের প্রাণ কেড়ে নিয়েছে৷ গৃহহীন লক্ষাধিক৷ এর মধ্যেই যুদ্ধক্ষেত্রে নজর কাড়লেন দুই সেনানী৷ হাতে সমরাস্ত্র নিয়ে নয়৷ কিভে যুদ্ধের প্রান্তরে বিয়ে করে৷ নববিবাহিত দম্পতি লেসিয়া এবং ভ্যালেরি এখন ইন্টারনেটের আকর্ষণ৷ (war in Ukraine)

লেসিয়া এবং ভ্যালেরিকে বিয়ের সময় ঘিরে ছিলেন বাকি সেনারা৷ এক জন সেনাকে দেখা গিয়েছে ইউক্রেনের ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্রে সুর তুলতেও৷ পরনে সেনার পোশাক থাকলেও কনের মাথায় ক্যামোফ্লেজড হেলমেটের বদলে ছিল হোয়াইট ভেইল বা সাদা ওড়না৷

জার্মান সাংবাদিক পল রনঝেইমার প্রথম এই দম্পতির ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করেন৷ তার পর তা ক্রমে ছড়িয়ে পড়ে৷ ১৩ দিন ধরে ক্রমাগ রুশ আক্রমণে হিমশীতল মৃত্যুর করালছায়া গ্রাস করেছে কিভ, খারকিভ, মারিয়ুপোল, সুমি-সহ ইউক্রেনের শহরগুলিকে৷

আরও পড়ুন : ব্যাগপ্যাক, মায়ের লেখা চিরকুট এবং হাতে লেখা ফোননম্বর সম্বল করে যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে ১০০০ কিমি একাই পাড়ি বালকের

আরও পড়ুন : বাইরে অবিরাম বোমাবর্ষণ, জাগুয়ার এবং লেপার্ড-সন্তানকে নিয়ে বেসমেন্টের অন্ধকারে দিন কাটছে ভারতীয় চিকিৎসকের

ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল মাক্রঁর ব্যক্তিগত অনুরোধে রুশ প্রতিরক্ষা দফতর জানায় ইউক্রেনের একাধিক শহরে মানব করিডোর খুলে দেওয়ার কথা৷ কিন্তু যুদ্ধবিরতির পরও রুশ হানা বন্ধ হয়নি৷ অন্যদিকে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোডাইমার জেলেনস্কির দাবি, মধ্য ইউক্রেনের ভিন্নাইৎসিয়া বিমানবন্দর ধ্বংস হয়েছে রুশ মিসাইলের আক্রমণে৷

আরও পড়ুন :  পাতলা ভুরুর জন্য ভরসা কাজলপেন্সিল? ঘরোয়া টোটকায় নিমেষে ঘন করুন ভ্রুপল্লব

যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন থেকে পালানোর ঢল পড়ে গিয়েছে৷ রাষ্ট্রপুঞ্জের তথ্য অনুযায়ী, ইতিমধ্যেই দেড় মিলিয়ন মানুষ ইউক্রেন ছেড়ে পালিয়ে গিয়েছে৷ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে এখনও পর্যন্ত পৃথিবীতে ভয়ঙ্করতম শরণার্থী সমস্যা দেখা দিয়েছে৷