Jhulan Goswami: মহিলা বিশ্বকাপে ইতিহাস বাংলার ঝুলন গোস্বামীর ! ছুঁয়ে ফেললেন বিশ্বরেকর্ড

কলকাতা: মহিলা বিশ্বকাপে ইতিহাস বাংলার ঝুলন গোস্বামীর (Jhulan Goswami)। ছুঁয়ে ফেললেন বিশ্বরেকর্ড। ৩৯টি উইকেট নিয়ে যুগ্মভাবে বিশ্বকাপে সব থেকে বেশি উইকেট নেওয়ার রেকর্ড স্পর্শ করলেন তিনি। আজ, বৃহস্পতিবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে একেবারে শেষ ওভারে উইকেটকিপার কেটি মার্টিনকে আউট করে ৩৯টি উইকেট পেলেন ঝুলন (Jhulan Goswami’s World Record)।

আরও পড়ুন-চা সুন্দরী প্রকল্পে রাজ্য সরকার উত্তরবঙ্গের চা বাগানে ৩০০০ বাড়ি তৈরি করতে চলেছে

যুগ্মভাবে মহিলা বিশ্বকাপে সব থেকে বেশি উইকেট নেওয়ার রেকর্ডে অস্ট্রেলিয়ার প্রাক্তন লিন ফুলস্টোনের সঙ্গে একই আসনে বসলেন ঝুলন (Jhulan Goswami)। ফুলস্টোন ১৯৮২ ও ১৯৮৮ দু’টি বিশ্বকাপের ২০টি ম্যাচে মাঠে নেমে ৩৯টি উইকেট নিয়েছিলেন। ঝুলন ২০০৫ থেকে ২০২২ পর্যন্ত মোট ৫টি বিশ্বকাপের ৩০টি ম্যাচে মাঠে নেমে এই নিয়ে ৩৯টি উইকেট দখল করতে সফল।

আরও পড়ুন- Weight Loss: ওজন কমানোর জন্য সাবুদানা? ঠিকঠাক সুফল পাওয়ার সম্ভাবনা কতটা?

চলতি বিশ্বকাপে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে ১০৭ রানে হারিয়ে অভিযান শুরু করেছে টিম ইন্ডিয়া। সেই ম্যাচে ২৬ রানে ২ উইকেট পেয়েছিলেন ‘চাকদহ এক্সপ্রেস’।