Ind W vs NZ W: কাজে এল না হরমনপ্রীত-মিতালির লড়াই, বিশ্বকাপে নিউজিল্যান্ডের কাছে ৬২ রানে হার

#হ্যামিলটন: পাকিস্তান বধ দিয়ে এবারের মহিলা বিশ্বকাপে (Women’s World Cup 2022) অভিযান শুরু করেছিল ওমেন ইন ব্লু৷ তবে দ্বিতীয় ম্যাচে বিশ্বকাপের আয়োজক দেশ নিউজিল্যান্ডের বিরুদ্ধে থমকে গেল জয়রথ৷ এদিন ভারতের জয়ের জন্য টার্গেট ছিল ২৬১ রান৷ কিন্তু ৪৬.৪ ওভারে ১৯৮ রানে অলআউট হয়ে যান ভারতের মেয়েরা৷

ভারতীয় মহিলা দল বনাম নিউজিল্যান্ড মহিলা দল (IND W vs NZ W) ম্যাচে  রান তাড়া করতে নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে শুরু করে ভারতীয় মহিলা দল৷ নতুন সুযোগ পাওয়া যস্তিকা ভাটিয়া ২৮ রান করেন৷ ফ্লপ প্রথম ম্যাচে অর্ধশতরান করা স্মৃতি মন্ধানা মাত্র ৬ রান করে আউট হয়ে যান৷ ব্যর্থ দীপ্তি শর্মাও৷ এরপর অধিনায়ক মিতালি রাজ ও হরমনপ্রীত কউর জুটি বেঁধে কিছুটা লড়াই করেন৷

৫৬ বলে ৩১ রান করেন মিতালি রাজ আর হরমনপ্রীত কৌর ৬৩ বলে ৭১ রান করেন৷ এদিন হরমনপ্রীতের ইনিংস সাজানো ছিল ৬ টি চার ও ২ টি ছয় দিয়ে৷

এদিকে মিতালি ও হরমনপ্রীতের চেষ্টার পর ফ্লপ রিচা ঘোষ, স্নেহা শর্মা, প্রথম ম্যাচের নায়িকা পূজা বস্ত্রাকার৷ ঝুলন গোস্বামী রেকর্ড উইকেট নেওয়ার ম্যাচের দিনে ব্যাট হাতে ১৫ রান করেন৷ কিন্ত এই সব চেষ্টাও যথেষ্ট ছিল না৷  নিউজিল্যান্ডের হয়ে লিয়া তিহাহু এবং অ্যামিলিয়া কের ৩ টি করে উইকেট নেন৷

ভারতীয় মহিলা দল বনাম নিউজিল্যান্ড মহিলা দল (IND W vs NZ W) ম্যাচে টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ভারতীয় মহিলা ক্রিকেট দলের অধিনায়ক মিতালি রাজ৷ তবে নিজের দেশের মাটিতে বেশ দাপুটে ব্যাটিং করে ভদ্রস্থ স্কোর তুলল নিউজিল্যান্ড৷ ভারত বনাম নিউজিল্যান্ড (IND vs NZ) ম্যাচে প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ৯  উইকেটে  ২৬০ রান করল নিউজিল্যান্ড৷

এদিন ভারতীয় মহিলা দলে প্রথম একাদশে বদল নিয়ে মাঠে নামেন মিতালি রাজ৷ ধামাকা ওপেনার শাফালি ভর্মাকে ছাড়াই মাঠে নামে৷ তাঁর বদলে এদিন প্রথম একাদশে এসেছেন যস্তিকা ভাটিয়া৷ ভারতীয় দলে অভিষেকের পর এটি মহিলা ক্রিকেট বিশ্বকাপ ২০২২ এ তাঁর প্রথম ম্যাচ৷ আসলে বেশ কিছু দিন ধরেই শাফালির ব্যাটের রানের ফুলঝুড়ি একেবারেই বন্ধ৷ তাই তাঁকে এদিন বাদ রেখেই প্রথম একাদশ বানানোর সিদ্ধান্ত নেয় টিম ম্যানেজমেন্ট৷

আরও পড়ুন – Shani Gochar 2022: জায়গা বদল করছে শনি, এই তিন রাশি জাতক জাতিকাদের জন্য ভয়ঙ্কর প্রভাব

এদিন কিউয়ি ওপেনার সুজি বেটসকে মাত্র ৫ রানে প্যাভিলিয়নে পাঠিয়ে দেন পুজা বস্ত্রাকার৷ দারুণ রানআউট করেন তিনি৷ এরপর অধিনায়ক সোফি ডিভাইন এবং এমিলিয়া কের জুটিতে দলের স্কোর এগিয়ে নিয়ে যেতে শুরু করেন৷ বস্ত্রাকারের বলে উইকেটরক্ষক রিচা ঘোষ সোফির ক্যাচ নেন৷ এরপর এমি স্যাটারওয়েটের সঙ্গে জুটি করেন এমিলিয়া কের৷ এমিলিয়া অর্ধশতরান করেন৷ অন্যদিকে এমি ৭৫ রানের দায়িত্বশীল ইনিংস খেলেন৷

ম্যাডি গ্রিন ও ক্যাটি মার্টিন ব্যাট হাতে দলের স্কোরে অবদান রাখেন৷ এরপর অবশ্য ভারত বনাম নিউজিল্যান্ড (IND W vs NZ W,) মহিলা ক্রিকেট বিশ্বকাপের  (Women’s World Cup 2022) ম্যাচে কিউয়ি মিডল অর্ডার ও টেল এন্ডকে মুড়িয়ে দেন ভারতীয় বোলাররা৷ নিউজিল্যান্ড ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৬০ রান তোলে৷

ভারতের হয়ে সফলতম বোলার গত ম্যাচের প্লেয়ার অফ দ্য ম্যাচ পূজা বস্ত্রকার৷ আগের দিন সফল ব্যাটিংয়ের পর এদিন বল হাতে আগুন ঝরান তিনি৷ পূজা নেন ৪ উইকেট৷ রাজেশ্বরী গায়কোয়াড় নেন ২ উইকেট৷ ঝুলন গোস্বামী, দীপ্তি শর্মা ১ টি করে উইকেট নেন৷